৪৫তম বিসিএস প্রিলি

165. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

  • ক. ধ্বনি দৃশ্যমান
  • খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
  • গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
  • ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি

166. স্বরান্ত অক্ষরকে কী বলে?

  • ক. একাক্ষর
  • খ. মুক্তাক্ষর
  • গ. বদ্ধাক্ষর
  • ঘ. যুক্তাক্ষর

167. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

  • ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
  • খ. শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
  • গ. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
  • ঘ. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

169. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. মুহম্মদ শহীদুল্লাহ্
  • গ. মুহম্মদ এনামুল হক
  • ঘ. সুকুমার সেন

170. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

  • ক. মানোএল দ্য আসসুম্পসাঁও
  • খ. রাজা রামমোহন রায়
  • গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  • ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

172. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

  • ক. পান-ব্যবসায়ী
  • খ. পর্ণকার
  • গ. তামসিক
  • ঘ. বারুই

173. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  • ক. পদান্বয়ী অব্যয়
  • খ. অনুসর্গ অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

174. নিচের কোনটি যৌগিক শব্দ?

  • ক. প্রবীণ
  • খ. জেঠামি
  • গ. সরোজ
  • ঘ. মিতালি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics