৪৫তম বিসিএস প্রিলি
151. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2 √ 2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
- ক. 30°
- খ. 60°
- গ. 80°
- ঘ. 90°
153. 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
- ক. 96
- খ. 120
- গ. 24
- ঘ. 144
154. A = { x ∈ N : x 2 − 5 x − 14 = 0 } হলে A=?
- ক. {6, 1}
- খ. {-2, 7}
- গ. {2, 7}
- ঘ. {7}
156. কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে।
- ক. ৪ পয়সা
- খ. ৯৪ পয়সা
- গ. ৮ পয়সা
- ঘ. ৮৪ পয়সা
157. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি -
- ক. সত্য
- খ. মিথ্যা
- গ. অনিশ্চিত
- ঘ. আংশিক সত্য
158. কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বয় পরিমাণ। উপস্থাপন করে।
- ক. ৭
- খ. ৮
- গ. ৩৩
- ঘ. .৩১
159. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি না করতে পারবে?
- ক. ৮ ফুট
- খ. ৭ ফুট
- গ. ৬ ফুট
- ঘ. ১০ ফুট
161. নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? ১ - ২ - ৪ - ৭ - ১১ - ?
- ক. ১৪
- খ. ১৫
- গ. ১৬
- ঘ. ১৮
- ক. ৫০ জন
- খ. ৫৭ জন
- গ. ০৩ জন
- ঘ. ০৭ জন
163. যদি চ x G = ৪২ হয় তবে J × ট = ?
- ক. ১২০
- খ. ৯২
- গ. ১১৫
- ঘ. ১১০
164. একটি ট্রেন সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?
- ক. ১০০ ফুট
- খ. ১১০ ফুট
- গ. ৩০০ ফুট
- ঘ. কোনোটিই নয়
165. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
- ক. ধ্বনি দৃশ্যমান
- খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
- গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
- ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
- ক. একাক্ষর
- খ. মুক্তাক্ষর
- গ. বদ্ধাক্ষর
- ঘ. যুক্তাক্ষর
167. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
- ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
- খ. শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
- গ. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
- ঘ. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
168. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
- ক. পাঞ্জাবি
- খ. ফরাসি
- গ. গ্রিক
- ঘ. স্পেনিশ
169. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
- ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- খ. মুহম্মদ শহীদুল্লাহ্
- গ. মুহম্মদ এনামুল হক
- ঘ. সুকুমার সেন
170. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
- ক. মানোএল দ্য আসসুম্পসাঁও
- খ. রাজা রামমোহন রায়
- গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
171. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
- ক. অ
- খ. আ
- গ. ও
- ঘ. এ
172. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
- ক. পান-ব্যবসায়ী
- খ. পর্ণকার
- গ. তামসিক
- ঘ. বারুই
173. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
- ক. পদান্বয়ী অব্যয়
- খ. অনুসর্গ অব্যয়
- গ. অনন্বয়ী অব্যয়
- ঘ. অনুকার অব্যয়
175. সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'— বাক্যটিতে কয়টি ভুল আছে?
- ক. একটি
- খ. দুটি
- গ. তিনটি
- ঘ. ভুল নেই