অন্যান্য

426. ফুুুরিয়ার সূত্রে কোন ধরনের তাপ সঞ্চালন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য?

  • ক. পরিবহন
  • খ. পরিচলন
  • গ. বিকিরণ
  • ঘ. উপরের সবগুলি

উত্তরঃ পরিবহন

বিস্তারিত

427. বয়লার ফিড ওয়াটারের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য?

  • ক. মৃদু পানি
  • খ. সিলিকা মুক্ত
  • গ. দ্রবীভূত অক্সিজেন মুক্ত
  • ঘ. সবগুলি

উত্তরঃ সবগুলি

বিস্তারিত

429. সেন্ট্রিফিউগ্যাল পাম্পের ব্যাপক ব্যবহারের কারণগুলি কী?

  • ক. যে কোনো তরল স্থানান্তরে ব্যবহার হয়, খরচ কম ও চালনা করা সহজ
  • খ. বেশি হেড (উচ্চতা) এর জন্য ব্যবহার করা যায়
  • গ. কর্মদক্ষতা বেশি
  • ঘ. সবগুলি

উত্তরঃ যে কোনো তরল স্থানান্তরে ব্যবহার হয়, খরচ কম ও চালনা করা সহজ

বিস্তারিত

430. ১০০ গ্রাম মোল অ্যামোনিয়াম ক্লোরাইডে কত কেজি অ্যামোনিয়াম থাকবে?

  • ক. ৫৩.৫
  • খ. ৫.৩৫
  • গ. ০.৫৩৫
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

432. কোন যন্ত্রটি ক্লিনিংয়ে ব্যবহৃত হয়?

  • ক. স্যান্ড ফিল্টার
  • খ. ফিল্টার প্রসেস
  • গ. সাইক্লোন সেপারেটর
  • ঘ. রোটারি ড্রাম ফিল্টার

উত্তরঃ সাইক্লোন সেপারেটর

বিস্তারিত

434. কোন পদ্ধতিতে বাতাসে আদ্র্রতা নির্ণয় করা যায়?

  • ক. রাসায়নিক পদ্ধতি
  • খ. আদ্র্র বাষ্প তাপমাত্রা পদ্ধতি
  • গ. শিশিরাংক নির্ণয় পদ্ধতি
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

435. নিচের কোনটি হিমায়ক (Refrigerant) হিসেবে ব্যবহার করা যেতে পারে?

  • ক. অ্যামোনিয়া
  • খ. CO2
  • গ. ফ্রেয়ন
  • ঘ. সবগুলো

উত্তরঃ ফ্রেয়ন

বিস্তারিত

436. একটি সেন্ট্রিফুগাল পাম্পের ডেভেলপড হেড নিচের কোনটির উপর নির্ভর করে?

  • ক. RPM
  • খ. ইম্পেলার ব্যাস
  • গ. উভয়
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ উভয়

বিস্তারিত

437. পালভারাইজড কোল কী?

  • ক. পাউডার কয়লা
  • খ. অ্যাস্থ্রাসাইট
  • গ. কোকিং কোল
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পাউডার কয়লা

বিস্তারিত

439. কোন যন্ত্রটি গ্যাস ক্লিনিংয়ে ব্যবহৃত হয়?

  • ক. স্যান্ড ফিল্টার
  • খ. ফিল্টার প্রসেস
  • গ. সাইক্লোন সেপারেটর
  • ঘ. রোটারি ড্রাম ফিল্টার

উত্তরঃ সাইক্লোন সেপারেটর

বিস্তারিত

440. নিচের কোনটি Dynamic Viscosity এর একক নয়?

  • ক. প্যাস্কেল - সেকেন্ড
  • খ. নিউটন - সেকেন্ড/(মিটার)২
  • গ. পয়েজ
  • ঘ. স্টোকস

উত্তরঃ স্টোকস

বিস্তারিত

441. কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত?

  • ক. কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
  • খ. কার্বন ডাই - অক্সাইড + হাইড্রোজেন
  • গ. মিথেন + হাইড্রোজেন
  • ঘ. মিথেন + পানি

উত্তরঃ কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন

বিস্তারিত

442. পদার্থের তাপ ধারণক্ষমতা নির্ভর করে - এর উপর -

  • ক. ভর
  • খ. তাপমাত্রা
  • গ. চাপ
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

443. কোনটি সিনথেসিস গ্যাস নামে পরিচিত?

  • ক. কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
  • খ. কার্বন ডাই অক্সাইড + হাইড্রোজেন
  • গ. মিথেন + হাইড্রোজেন
  • ঘ. মিথেন + পানি

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড + হাইড্রোজেন

বিস্তারিত

444. কয়লার আসন্ন বা নিকট বিশ্লেষণ থেকে পাওয়া যায় -

  • ক. উপাদানের শতকরা পরিমাণ
  • খ. উদ্বায়ী পদার্থের পরিমাণ
  • গ. উত্তাপন মান
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উদ্বায়ী পদার্থের পরিমাণ

বিস্তারিত

445. বয়লার এর স্টিম স্টপ ভাল্বের কাজ কী?

  • ক. প্রয়োজনে বয়লার খালি করা
  • খ. এটি দিয়ে বয়লার যেতে পারে কিন্তু বায়লার থেকে পানি ফেরত আসে না
  • গ. প্রয়োজনমত স্টিম লাইনে বাষ্প সরবরাহ সম্পন্ন বন্ধ করে দেয়া হয়
  • ঘ. এটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চাপ নিয়ন্ত্রিত হয়

উত্তরঃ প্রয়োজনমত স্টিম লাইনে বাষ্প সরবরাহ সম্পন্ন বন্ধ করে দেয়া হয়

বিস্তারিত

446. স্প্রে ড্রাইংয়ে এটমাইজারের কাজ কী?

  • ক. বড় মলিকুলকে এটমে রূপান্তরিত করা
  • খ. অতিসূক্ষ্ম কণা তৈরি করা
  • গ. ফ্লুইডের চাপ বাড়ানো
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ অতিসূক্ষ্ম কণা তৈরি করা

বিস্তারিত

447. যে স্টীম কোনো জলীয় কণা বিদ্যমান থাকে, তাকে বলে -

  • ক. আদ্র্র স্টীম
  • খ. সুপার হিটেড স্টীম
  • গ. শুষ্ক সম্পৃক্ত বাষ্প
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ আদ্র্র স্টীম

বিস্তারিত

448. নিচের কোনটি বিস্ফোরক জাতীয় পদার্থ?

  • ক. ইথানল
  • খ. অ্যামোনিয়া ক্লোরাইড
  • গ. অ্যামোনিয়া নাইট্রেট
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ অ্যামোনিয়া নাইট্রেট

বিস্তারিত

449. Cp, Cv ও R এর সম্পর্ক কোনটি?

  • ক. Cp + Cv = R
  • খ. Cp - Cv = R
  • গ. Cp / Cv = R
  • ঘ. Cp . Cv = R

উত্তরঃ Cp - Cv = R

বিস্তারিত

450. বাহ্যিক সহায়তা ব্যতীত কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষেই নিম্ন উষ্ণতা থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে সরবরাহ করা অসম্ভব। এটি তাপগতিবিজ্ঞানের কোন সূত্রের ক্ষেত্রে?

  • ক. তাপগতিবিজ্ঞানের ১ম সূত্র
  • খ. তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র
  • গ. তাপগতিবিজ্ঞানের ৩য় সূত্র
  • ঘ. তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র

উত্তরঃ তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects