অন্যান্য
426. ফুুুরিয়ার সূত্রে কোন ধরনের তাপ সঞ্চালন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য?
- ক. পরিবহন
- খ. পরিচলন
- গ. বিকিরণ
- ঘ. উপরের সবগুলি
উত্তরঃ পরিবহন
427. বয়লার ফিড ওয়াটারের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য?
- ক. মৃদু পানি
- খ. সিলিকা মুক্ত
- গ. দ্রবীভূত অক্সিজেন মুক্ত
- ঘ. সবগুলি
উত্তরঃ সবগুলি
428. নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোন যৌগ তার উপাদাক মৌল থেকে উৎপাদনকালে এনথালপির যে পরিবর্তন হয় তাকে বলে -
- ক. দ্রবণ তাপ
- খ. আপেক্ষিক তাপ
- গ. গঠন তাপ
- ঘ. দহন তাপ
উত্তরঃ গঠন তাপ
429. সেন্ট্রিফিউগ্যাল পাম্পের ব্যাপক ব্যবহারের কারণগুলি কী?
- ক. যে কোনো তরল স্থানান্তরে ব্যবহার হয়, খরচ কম ও চালনা করা সহজ
- খ. বেশি হেড (উচ্চতা) এর জন্য ব্যবহার করা যায়
- গ. কর্মদক্ষতা বেশি
- ঘ. সবগুলি
উত্তরঃ যে কোনো তরল স্থানান্তরে ব্যবহার হয়, খরচ কম ও চালনা করা সহজ
430. ১০০ গ্রাম মোল অ্যামোনিয়াম ক্লোরাইডে কত কেজি অ্যামোনিয়াম থাকবে?
- ক. ৫৩.৫
- খ. ৫.৩৫
- গ. ০.৫৩৫
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
432. কোন যন্ত্রটি ক্লিনিংয়ে ব্যবহৃত হয়?
- ক. স্যান্ড ফিল্টার
- খ. ফিল্টার প্রসেস
- গ. সাইক্লোন সেপারেটর
- ঘ. রোটারি ড্রাম ফিল্টার
উত্তরঃ সাইক্লোন সেপারেটর
433. কোনো পাইপ দিয়ে ৯.৮১ মি/সে বেগে পানি প্রবাহিত হচ্ছে। এর ভেলোসিটি হেড কত?
- ক. ৯.৮১
- খ. ৪.৯
- গ. ৪.৪
- ঘ. ৪.১৯
উত্তরঃ ৪.৯
434. কোন পদ্ধতিতে বাতাসে আদ্র্রতা নির্ণয় করা যায়?
- ক. রাসায়নিক পদ্ধতি
- খ. আদ্র্র বাষ্প তাপমাত্রা পদ্ধতি
- গ. শিশিরাংক নির্ণয় পদ্ধতি
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
435. নিচের কোনটি হিমায়ক (Refrigerant) হিসেবে ব্যবহার করা যেতে পারে?
- ক. অ্যামোনিয়া
- খ. CO2
- গ. ফ্রেয়ন
- ঘ. সবগুলো
উত্তরঃ ফ্রেয়ন
436. একটি সেন্ট্রিফুগাল পাম্পের ডেভেলপড হেড নিচের কোনটির উপর নির্ভর করে?
- ক. RPM
- খ. ইম্পেলার ব্যাস
- গ. উভয়
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ উভয়
437. পালভারাইজড কোল কী?
- ক. পাউডার কয়লা
- খ. অ্যাস্থ্রাসাইট
- গ. কোকিং কোল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পাউডার কয়লা
439. কোন যন্ত্রটি গ্যাস ক্লিনিংয়ে ব্যবহৃত হয়?
- ক. স্যান্ড ফিল্টার
- খ. ফিল্টার প্রসেস
- গ. সাইক্লোন সেপারেটর
- ঘ. রোটারি ড্রাম ফিল্টার
উত্তরঃ সাইক্লোন সেপারেটর
440. নিচের কোনটি Dynamic Viscosity এর একক নয়?
- ক. প্যাস্কেল - সেকেন্ড
- খ. নিউটন - সেকেন্ড/(মিটার)২
- গ. পয়েজ
- ঘ. স্টোকস
উত্তরঃ স্টোকস
441. কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত?
- ক. কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
- খ. কার্বন ডাই - অক্সাইড + হাইড্রোজেন
- গ. মিথেন + হাইড্রোজেন
- ঘ. মিথেন + পানি
উত্তরঃ কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
442. পদার্থের তাপ ধারণক্ষমতা নির্ভর করে - এর উপর -
- ক. ভর
- খ. তাপমাত্রা
- গ. চাপ
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
443. কোনটি সিনথেসিস গ্যাস নামে পরিচিত?
- ক. কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
- খ. কার্বন ডাই অক্সাইড + হাইড্রোজেন
- গ. মিথেন + হাইড্রোজেন
- ঘ. মিথেন + পানি
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড + হাইড্রোজেন
444. কয়লার আসন্ন বা নিকট বিশ্লেষণ থেকে পাওয়া যায় -
- ক. উপাদানের শতকরা পরিমাণ
- খ. উদ্বায়ী পদার্থের পরিমাণ
- গ. উত্তাপন মান
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উদ্বায়ী পদার্থের পরিমাণ
445. বয়লার এর স্টিম স্টপ ভাল্বের কাজ কী?
- ক. প্রয়োজনে বয়লার খালি করা
- খ. এটি দিয়ে বয়লার যেতে পারে কিন্তু বায়লার থেকে পানি ফেরত আসে না
- গ. প্রয়োজনমত স্টিম লাইনে বাষ্প সরবরাহ সম্পন্ন বন্ধ করে দেয়া হয়
- ঘ. এটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চাপ নিয়ন্ত্রিত হয়
উত্তরঃ প্রয়োজনমত স্টিম লাইনে বাষ্প সরবরাহ সম্পন্ন বন্ধ করে দেয়া হয়
446. স্প্রে ড্রাইংয়ে এটমাইজারের কাজ কী?
- ক. বড় মলিকুলকে এটমে রূপান্তরিত করা
- খ. অতিসূক্ষ্ম কণা তৈরি করা
- গ. ফ্লুইডের চাপ বাড়ানো
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ অতিসূক্ষ্ম কণা তৈরি করা
447. যে স্টীম কোনো জলীয় কণা বিদ্যমান থাকে, তাকে বলে -
- ক. আদ্র্র স্টীম
- খ. সুপার হিটেড স্টীম
- গ. শুষ্ক সম্পৃক্ত বাষ্প
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ আদ্র্র স্টীম
448. নিচের কোনটি বিস্ফোরক জাতীয় পদার্থ?
- ক. ইথানল
- খ. অ্যামোনিয়া ক্লোরাইড
- গ. অ্যামোনিয়া নাইট্রেট
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অ্যামোনিয়া নাইট্রেট
449. Cp, Cv ও R এর সম্পর্ক কোনটি?
- ক. Cp + Cv = R
- খ. Cp - Cv = R
- গ. Cp / Cv = R
- ঘ. Cp . Cv = R
উত্তরঃ Cp - Cv = R
- ক. তাপগতিবিজ্ঞানের ১ম সূত্র
- খ. তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র
- গ. তাপগতিবিজ্ঞানের ৩য় সূত্র
- ঘ. তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র
উত্তরঃ তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র