অন্যান্য

451. যে পদ্ধতিতে কোন কঠিন পদার্থ শুকানোর জন্য কঠিন পদার্থের বেডের মধ্যে দিয়ে উত্তপ্ত বাতাসকে সজোড়ে চালনা করা হয় তাকে বলে -

  • ক. কনভেয়ার ড্রায়ার
  • খ. স্প্রে ড্রায়ার
  • গ. ড্রাম ড্রায়ার
  • ঘ. ফ্লুডাইজদ বেড ড্রায়ার

উত্তরঃ ফ্লুডাইজদ বেড ড্রায়ার

বিস্তারিত

452. ফায়ার টিউব বয়লারের বৈশিষ্ট্য কী?

  • ক. টিউবের বাইরে পানি থাকে
  • খ. উত্তপ্ত জ্বালানির গ্যাস টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয়
  • গ. টিউবগুলো পানিতে নিমজ্জিত থাকে
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

453. যে গ্যাসে উল্লেখ্যযোগ্য পরিমাণ হাইড্রোজেন সালফাইড উপস্থিত থাকে তাকে বলে -

  • ক. মিষ্টি গ্যাস
  • খ. টক গ্যাস
  • গ. বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

454. ইঞ্জিনের জ্বালানি সরবরাহে ব্যবহৃত করা হয় -

  • ক. সেন্ট্রিফিউগ্যাল পাম্প
  • খ. জেট পাম্প
  • গ. রেসিপ্রোকেটিং পাম্প
  • ঘ. এয়র লিফট পাম্প

উত্তরঃ রেসিপ্রোকেটিং পাম্প

বিস্তারিত

456. ২৭C উষ্ণতায় কোনো গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়?

  • ক. ৯০০C
  • খ. ১০০০ C
  • গ. ১১০০ C
  • ঘ. ১২০০ C

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

457. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর যন্ত্রটি গ্যাস ক্লিনিং ব্যবহৃত হয় -

  • ক. যা অত্যন্ত ব্যয়বহুল
  • খ. যার দক্ষতা প্রায় ৯৯%
  • গ. যা অতি সূক্ষ্ম পার্টিক্যালগুলো দূর করতে পারে
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

458. সিনথেসিস গ্যাস কোথায় ব্যবহৃত হয়?

  • ক. ইস্পাত চুল্লীতে
  • খ. অ্যামোনিয়া উৎপাদনে
  • গ. হাইড্রোজেন উৎপাদনে
  • ঘ. ওয়েল্ডিংয়ের কাজে

উত্তরঃ অ্যামোনিয়া উৎপাদনে

বিস্তারিত

460. স্যাচুরেটেড স্টিমের রং কী?

  • ক. আকাশী নীল
  • খ. হালকা বাদামি
  • গ. সাদা
  • ঘ. কোনো রং নেই

উত্তরঃ সাদা

বিস্তারিত

462. বড় তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের বয়লার ব্যবহৃত হয়?

  • ক. ফায়ার টিউব বয়লার
  • খ. ওয়াটার টিউব বয়লার
  • গ. ভার্টিক্যঅল বয়লার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ওয়াটার টিউব বয়লার

বিস্তারিত

463. যে প্রক্রিয়ায় গ্যাস প্রসারণ ও সংকোচনের সময় কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন করে না তাকে বলে -

  • ক. রুদ্ধতাপ প্রক্রিয়া
  • খ. পরাবৃত্তীয় প্রক্রিয়া
  • গ. নিরুদ্ধ প্রক্রিয়া
  • ঘ. পলিট্রপিক প্রক্রিয়া

উত্তরঃ রুদ্ধতাপ প্রক্রিয়া

বিস্তারিত

464. ১ মোল হাইড্রোজেন ও ১ মোল অক্সিজেন বিক্রিয়া করে ১ মোল পানি উৎপন্ন করলে, এখানে লিমিটিং বিক্রিয়ক ও শতকরা অতিরিক্ত -

  • ক. হাইড্রোজেন ও ১০%
  • খ. হাইড্রোজেন ও ৫০%
  • গ. হাইড্রোজেন ও ১০০%
  • ঘ. অক্সিজেন ও ৫০%

উত্তরঃ হাইড্রোজেন ও ৫০%

বিস্তারিত

465. নিচের কোনটি ড্রাইংয়ের পদ্ধতি নয়?

  • ক. গরম বাতাস ব্যবহার করে ড্রাইং
  • খ. কেমিক্যাল ব্যবহার করে ড্রাইং
  • গ. গরম সারফেসের উপর রেখে ড্রাইং
  • ঘ. ফ্রিজ ড্রাইং

উত্তরঃ ফ্রিজ ড্রাইং

বিস্তারিত

466. গ্রেভিটি ফিল্টেশন শিল্প কারখানায় অধিক ব্যবহৃত হয়। কারণ -

  • ক. এটি ডিজাইন সহজ ও মূলধন কম লাগে
  • খ. বেশি ফ্লোর এরিয়া প্রয়োজন হয় ও বেশি জনবল লাগে
  • গ. তুলনামূলকভাবে ফিল্ট্রশন রেইট কম
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এটি ডিজাইন সহজ ও মূলধন কম লাগে

বিস্তারিত

467. নিচের কোনটি variable displacement পাম্প নয়?

  • ক. সেন্ট্রিফিউগ্যাল পাম্প
  • খ. জেট পাম্প
  • গ. রোটারি পাম্প
  • ঘ. এয়ার লিফট পাম্প

উত্তরঃ রোটারি পাম্প

বিস্তারিত

468. কোনো প্রবাহ টার্বুলেন্ট হয় যখন -

  • ক. অণুগুলো এলোমেলোভাবে বক্রপথে চলে
  • খ. প্রবাহ বেগ তুলনামূলক কম হয়
  • গ. রিনোল্ড নাম্বার ২০০০ এর কম হয়
  • ঘ. অণুগুলো সমান্তরাল পথে চলে

উত্তরঃ অণুগুলো এলোমেলোভাবে বক্রপথে চলে

বিস্তারিত

470. সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

  • ক. প্রক্রিয়ার উষ্ণতা কোনো পরিবর্তন হয় না
  • খ. প্রক্রিয়ার চাপের কোনো পরিবর্তন হয় না
  • গ. PV = ধ্রুব হয়
  • ঘ. প্রক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না

উত্তরঃ প্রক্রিয়ার চাপের কোনো পরিবর্তন হয় না

বিস্তারিত

471. কোনটি তাপ আন্তরক হিসেবে ব্যবহার করা যায়?

  • ক. কপার
  • খ. অ্যাসবেস্টস
  • গ. এলুমিনিয়অম
  • ঘ. সবগুলি

উত্তরঃ অ্যাসবেস্টস

বিস্তারিত

472. কোনটি বহির্দাহ তাপ ইঞ্জিনের উদাহরণ?

  • ক. স্টীম ইঞ্জিন
  • খ. ডিজেল ইঞ্জিন
  • গ. পেট্রোল ইঞ্জিন
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ স্টীম ইঞ্জিন

বিস্তারিত

475. একটি ৩ ফেজ Induction motor এর ঘূর্ণনের দিক নির্ভর করে -

  • ক. সাপ্লাইয়ের কম্পাংকের উপর
  • খ. Pole এর সংখ্যার উপর
  • গ. সাপ্লাইয়ের ফেজ Sequence এর উপর
  • ঘ. Load এর উপর

উত্তরঃ সাপ্লাইয়ের ফেজ Sequence এর উপর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects