অন্যান্য
476. সার্কিট সলভ করার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি Network Theorem এর অন্তর্ভুক্ত নয়?
- ক. Thevenin
- খ. Norton
- গ. Superpositon
- ঘ. Node এবং Loop মেথড
উত্তরঃ Node এবং Loop মেথড
477. Strain type Insulator কোথায় ব্যবহৃত হয়?
- ক. সোজা লাইনে
- খ. লাইনের মাঝে
- গ. লাইনের শেষ প্রান্তে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ লাইনের শেষ প্রান্তে
- ক. যথাক্রমে বাড়ে-কমে
- খ. যথাক্রমে কমে-বাড়ে
- গ. উভয়ে বাড়ে
- ঘ. উভয়ে কমে
উত্তরঃ যথাক্রমে কমে-বাড়ে
479. Electric pyrometer কী মাপার জন্য ব্যবহৃত হয়?
- ক. Phase
- খ. Frequency
- গ. High temperature
- ঘ. Low temperature
উত্তরঃ Low temperature
- ক. কম কারেন্ট নিবে
- খ. বেশি কারেন্ট নিবে
- গ. সমান কারেন্ট নিবে
- ঘ. বলা সম্ভব নয়
উত্তরঃ বলা সম্ভব নয়
482. Insulator এর break down voltage alternatives voltage এর কোন মানের উপর নির্ভর করে?
- ক. average
- খ. rms
- গ. peak
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ peak
483. একটি Filter ডিজাইনের একটি মাত্র L এবং একটি মান C ব্যবহার করা হয়েছে। Filter টির order কত হবে?
- ক. ডিজাইন না দেখে Filter এর order বলা সম্ভব নয়
- খ. First order
- গ. Second order
- ঘ. Zero order
উত্তরঃ Second order
484. রিপল ফ্যাক্টর হলো - অনুপাত।
- ক. এসি অংশের rms মানের ডিসি মানের
- খ. এসি অংশের গড় মানের সাথে ডিসি মানের
- গ. ডিসি মানের সাথে এসি অংশের rms মানের
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ এসি অংশের rms মানের ডিসি মানের
485. Single phase energy মিটারে breaking torque কিভাবে তৈরি করা হয়?
- ক. Permanent magnet
- খ. Air friction
- গ. Fluid friction
- ঘ. Induction coil
উত্তরঃ Permanent magnet
486. কোনো সার্কিটে avtive element -
- ক. Receives energy
- খ. Supplies energy
- গ. Dissipate energy
- ঘ. ক ও খ উভয়টি
উত্তরঃ ক ও খ উভয়টি
- ক. ১০০ ওহম, ১০ Watt
- খ. ১০০ ওহম, 2০ Watt
- গ. ৫০ ওহম, 2০ Watt
- ঘ. ২০০ ওহম, ২০ Watt
উত্তরঃ ৫০ ওহম, 2০ Watt
488. DC মেশিনে armature লেমিনেটেড করা হয় কী কমানের জন্য?
- ক. Eddy current loss
- খ. Hysteresis loss
- গ. Copper loss
- ঘ. Frictional loss
উত্তরঃ Eddy current loss
489. একটি BJT তে সুইচিং লস ঘটে -
- ক. শুধুমাত্র ON হওয়ার সময়
- খ. শুধুমাত্র OFF হওয়ার সময়
- গ. ON এবং OFF (উভয়) হওয়ার সময়
- ঘ. BJT তে সুইচিং লস হয় না
উত্তরঃ শুধুমাত্র ON হওয়ার সময়
490. লোড কার্ডের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল দিয়ে কী বোঝানো হয়?
- ক. System voltage
- খ. Total current
- গ. ব্যবহৃত শক্তি
- ঘ. সর্বোচ্চ চাহিদা
উত্তরঃ ব্যবহৃত শক্তি
491. Single - phase induction motor এ Starling winding কিসের জন্য ব্যবহৃত হয়?
- ক. Speed বাড়ানোর জন্য
- খ. Loss কমানোর জন্য
- গ. Rotating Flux তৈরির জন্য
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ Rotating Flux তৈরির জন্য
492. Synchronous motor এ damper winding কিসের জন্য ব্যবহৃত হয়?
- ক. P.F. improvement
- খ. efficiency improvement
- গ. limination hunting
- ঘ. speed control
উত্তরঃ limination hunting
493. ৩-ফেজ, ৩-ওয়ার সিস্টেমে ৩টি লাইন কারেন্টের যোগফল -
- ক. একটি ফেজের কারেন্টের সমান
- খ. একটি ফেজের কারেন্টের তিনগুণ
- গ. একটি লাইন কারেন্টের তিন গুণ
- ঘ. সর্বদা শূন্য
উত্তরঃ সর্বদা শূন্য
494. Oerhead line এ সার্বাধিক ব্যবহৃত insulation meterial কোনটি?
- ক. Mica
- খ. PVC
- গ. Glass
- ঘ. Porcelain
উত্তরঃ Porcelain
- ক. ধোঁয়াহীন কয়লা
- খ. ছাইবিহীন কয়লা
- গ. সূক্ষ্ম কণাকার কয়লা
- ঘ. অনেকক্ষণ ধরে জ্বলে এমন কয়লা
উত্তরঃ সূক্ষ্ম কণাকার কয়লা
496. ৩ ফেজ লোডে পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ক্যাপাসিটর ব্যাঙ্ক সংযোগ দেয়া হয় -
- ক. ডেলটা কনফিগারেশনে
- খ. স্টার কনফিগারেশনে
- গ. স্টার-ডেলটা কনফিগারেশন
- ঘ. টি-কনফিগারেশন
উত্তরঃ স্টার-ডেলটা কনফিগারেশন
- ক. 195 Volt
- খ. 202 Volt
- গ. 208 Volt
- ঘ. 215 Volt
উত্তরঃ 208 Volt
498. Overhead line এ সাধারণত কোন ধরনের Conductor ব্যবহৃত হয়?
- ক. Copper
- খ. Aluminium
- গ. ACSR
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ACSR
- ক. 200 v
- খ. 20 V
- গ. 2000V
- ঘ. 10V
উত্তরঃ 2000V
500. সাধারণত Diesel Power Plant কী হিসেবে ব্যবহৃত হয়?
- ক. Base load plant
- খ. Peak load plant
- গ. Standby plant
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ Peak load plant