অন্যান্য

477. Strain type Insulator কোথায় ব্যবহৃত হয়?

  • ক. সোজা লাইনে
  • খ. লাইনের মাঝে
  • গ. লাইনের শেষ প্রান্তে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ লাইনের শেষ প্রান্তে

বিস্তারিত

478. একটি Induction motor নো লোডে চলছিল। এটাকে ধীরে ধীরে ফুল লোডে নিয়ে গেলে এর Speed এবং Slip এর ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হবে?

  • ক. যথাক্রমে বাড়ে-কমে
  • খ. যথাক্রমে কমে-বাড়ে
  • গ. উভয়ে বাড়ে
  • ঘ. উভয়ে কমে

উত্তরঃ যথাক্রমে কমে-বাড়ে

বিস্তারিত

479. Electric pyrometer কী মাপার জন্য ব্যবহৃত হয়?

  • ক. Phase
  • খ. Frequency
  • গ. High temperature
  • ঘ. Low temperature

উত্তরঃ Low temperature

বিস্তারিত

480. দুটি সমান্তরাল সংযুক্ত Alternator সমানভাবে Inductive লোড ভাগ করে নিচ্ছে। যদি একটি Alternator এর Excitation বাড়িয়ে দেয়া হয়, তবে অন্য Alternator টি -

  • ক. কম কারেন্ট নিবে
  • খ. বেশি কারেন্ট নিবে
  • গ. সমান কারেন্ট নিবে
  • ঘ. বলা সম্ভব নয়

উত্তরঃ বলা সম্ভব নয়

বিস্তারিত

481. Battery'র Capacity প্রকাশ করা হয় -

  • ক. Amp
  • খ. Amp houn
  • গ. Watt
  • ঘ. Watt hour

উত্তরঃ Amp houn

বিস্তারিত

483. একটি Filter ডিজাইনের একটি মাত্র L এবং একটি মান C ব্যবহার করা হয়েছে। Filter টির order কত হবে?

  • ক. ডিজাইন না দেখে Filter এর order বলা সম্ভব নয়
  • খ. First order
  • গ. Second order
  • ঘ. Zero order

উত্তরঃ Second order

বিস্তারিত

484. রিপল ফ্যাক্টর হলো - অনুপাত।

  • ক. এসি অংশের rms মানের ডিসি মানের
  • খ. এসি অংশের গড় মানের সাথে ডিসি মানের
  • গ. ডিসি মানের সাথে এসি অংশের rms মানের
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ এসি অংশের rms মানের ডিসি মানের

বিস্তারিত

485. Single phase energy মিটারে breaking torque কিভাবে তৈরি করা হয়?

  • ক. Permanent magnet
  • খ. Air friction
  • গ. Fluid friction
  • ঘ. Induction coil

উত্তরঃ Permanent magnet

বিস্তারিত

486. কোনো সার্কিটে avtive element -

  • ক. Receives energy
  • খ. Supplies energy
  • গ. Dissipate energy
  • ঘ. ক ও খ উভয়টি

উত্তরঃ ক ও খ উভয়টি

বিস্তারিত

488. DC মেশিনে armature লেমিনেটেড করা হয় কী কমানের জন্য?

  • ক. Eddy current loss
  • খ. Hysteresis loss
  • গ. Copper loss
  • ঘ. Frictional loss

উত্তরঃ Eddy current loss

বিস্তারিত

489. একটি BJT তে সুইচিং লস ঘটে -

  • ক. শুধুমাত্র ON হওয়ার সময়
  • খ. শুধুমাত্র OFF হওয়ার সময়
  • গ. ON এবং OFF (উভয়) হওয়ার সময়
  • ঘ. BJT তে সুইচিং লস হয় না

উত্তরঃ শুধুমাত্র ON হওয়ার সময়

বিস্তারিত

490. লোড কার্ডের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল দিয়ে কী বোঝানো হয়?

  • ক. System voltage
  • খ. Total current
  • গ. ব্যবহৃত শক্তি
  • ঘ. সর্বোচ্চ চাহিদা

উত্তরঃ ব্যবহৃত শক্তি

বিস্তারিত

491. Single - phase induction motor এ Starling winding কিসের জন্য ব্যবহৃত হয়?

  • ক. Speed বাড়ানোর জন্য
  • খ. Loss কমানোর জন্য
  • গ. Rotating Flux তৈরির জন্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ Rotating Flux তৈরির জন্য

বিস্তারিত

492. Synchronous motor এ damper winding কিসের জন্য ব্যবহৃত হয়?

  • ক. P.F. improvement
  • খ. efficiency improvement
  • গ. limination hunting
  • ঘ. speed control

উত্তরঃ limination hunting

বিস্তারিত

493. ৩-ফেজ, ৩-ওয়ার সিস্টেমে ৩টি লাইন কারেন্টের যোগফল -

  • ক. একটি ফেজের কারেন্টের সমান
  • খ. একটি ফেজের কারেন্টের তিনগুণ
  • গ. একটি লাইন কারেন্টের তিন গুণ
  • ঘ. সর্বদা শূন্য

উত্তরঃ সর্বদা শূন্য

বিস্তারিত

495. পালভারাইজড কোন কাকে বলে?

  • ক. ধোঁয়াহীন কয়লা
  • খ. ছাইবিহীন কয়লা
  • গ. সূক্ষ্ম কণাকার কয়লা
  • ঘ. অনেকক্ষণ ধরে জ্বলে এমন কয়লা

উত্তরঃ সূক্ষ্ম কণাকার কয়লা

বিস্তারিত

496. ৩ ফেজ লোডে পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য ক্যাপাসিটর ব্যাঙ্ক সংযোগ দেয়া হয় -

  • ক. ডেলটা কনফিগারেশনে
  • খ. স্টার কনফিগারেশনে
  • গ. স্টার-ডেলটা কনফিগারেশন
  • ঘ. টি-কনফিগারেশন

উত্তরঃ স্টার-ডেলটা কনফিগারেশন

বিস্তারিত

498. Overhead line এ সাধারণত কোন ধরনের Conductor ব্যবহৃত হয়?

  • ক. Copper
  • খ. Aluminium
  • গ. ACSR
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ACSR

বিস্তারিত

500. সাধারণত Diesel Power Plant কী হিসেবে ব্যবহৃত হয়?

  • ক. Base load plant
  • খ. Peak load plant
  • গ. Standby plant
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ Peak load plant

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects