বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর

1. কোনটির লিঙ্গান্তর হয় না?

  • ক. বেয়াই
  • খ. সাহেব
  • গ. কবিরাজ
  • ঘ. সঙ্গী

2. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?

  • ক. দ্বন্দ্ব
  • খ. কর্মধারয়
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

3. ‘নিখুঁত’ শব্দের নি উপসর্গ কোন প্রকারের -

  • ক. অর্ধতৎসম
  • খ. বিদেশী
  • গ. তৎসম
  • ঘ. খাঁটি বাংলা

4. ‘বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ’ ... বাক্যের ক্রিয়াটি কোন কালের?

  • ক. সাধারণ বর্তমান
  • খ. সাধারণ অতীত
  • গ. পুরাঘটিত অতীত
  • ঘ. পুরাঘটিত বর্তমান

5. ‘বাবাকে বড্ড ভয় পাই’ - এখানে ‘বাবাকে’ শব্দটি কোন কারক ও বিভক্তি?

  • ক. কর্মে ২য়া
  • খ. অপাদানে ২য়া
  • গ. কর্মে ৪র্থী
  • ঘ. অপাদানে ৫মী

6. ‘অর্ণব’ অর্থ কি?

  • ক. সৈকত
  • খ. শৈল
  • গ. সুধাংশু
  • ঘ. সমুদ্র

8. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?

  • ক. সামনে একটা বাঁশ বাগান পড়ল
  • খ. সামনে একটি বাঁশ বাগাান পড়িল
  • গ. সামনে একটা বাঁশ বাগান পড়িল
  • ঘ. সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল

10. ‘পুষ্প’ শব্দের বহুবচন কোনটি?

  • ক. পুষ্পলাল
  • খ. পুস্পদাম
  • গ. পুষ্পবৃন্দ
  • ঘ. পুষ্পবর্গ

13. কোন বাগধারাটি দ্বারা ‘আগ্রহ’ বুঝায়?

  • ক. মাথা খাওয়া
  • খ. মাথা দেওয়া
  • গ. মাথা ব্যথা
  • ঘ. হাতে হতে

14. ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?

  • ক. জার্মানি
  • খ. ইংরেজি
  • গ. ইতালিয়ান
  • ঘ. ফ্রেঞ্চ

15. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • খ. বাংলা একাডেমি
  • গ. এশিয়াটিক সোসাইটি
  • ঘ. নজরুল ইনস্টিটিউট

16. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ এর রচয়িতা কে?

  • ক. রামনারায়ণ তর্করত্ন
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • ঘ. মদনমোহন তর্কালঙ্কার

17. ‘নিরন্ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নি + অন্ন
  • খ. নির + অন্ন
  • গ. নিঃ + অন্ন
  • ঘ. নির + ন্ন

18. The plural for of 'Oasis' is -

  • ক. Oasis
  • খ. Oases
  • গ. Oasises
  • ঘ. Oasesses

20. Which sentence is correct?

  • ক. The trainis runing in time
  • খ. The trainis runing on time
  • গ. The trainis runing with time
  • ঘ. The trainis runing to time

21. The noun form of the word 'urgent' is -

  • ক. urgence
  • খ. urgentness
  • গ. urgention
  • ঘ. urgency

22. The verb of 'success' is -

  • ক. succeder
  • খ. successive
  • গ. succeed
  • ঘ. success

23. Change the narration : I said, 'Do it'

  • ক. I said that is should be done
  • খ. I said that let it be done
  • গ. I said to do it
  • ঘ. I ordered to do it


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics