বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
26. শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
- ক. বাচ্যার্থ
- খ. গৌণার্থ
- গ. সরলার্থ
- ঘ. লক্ষ্যার্থ
27. 'কচুবনের কালাচাঁদ' বাগাধারাটির অর্থ কী?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. নিষ্ক্রিয় দর্শক
- ঘ. ধূর্ত
28. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
- ক. চিরসুখী
- খ. কানাকানি
- গ. গায়ে হলুদ
- ঘ. দশানন
29. সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি?
- ক. কালবেলা
- খ. ক্রীতদাস
- গ. গণনায়ক
- ঘ. ঢাকা
30. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
- ক. ভানুসিংহ
- খ. সুনন্দ
- গ. বনফুল
- ঘ. সনাতন পাঠক
31. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. সাম্যবাদী
- খ. অগ্নিবীণা
- গ. ফণিমনসা
- ঘ. চিত্তনামা
32. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
- ক. ছড়ার শব্দ
- খ. ধ্বন্যাত্মক শব্দ
- গ. শব্দের নিরুক্তি
- ঘ. পদের নিরুক্তি
33. 'লোকটি ধনী কিন্তু কৃপণ'- এটি কোন ধরনের বাক্য?
- ক. জটিল
- খ. সরল
- গ. যৌগিক
- ঘ. মিশ্র
36. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
- ক. কিত্তনখোলা
- খ. কবর
- গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
- ঘ. নীলদর্পণ
37. চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?
- ক. লুইপা
- খ. কাহ্নপা
- গ. কুকুরিপা
- ঘ. উপরের একটিও না
38. "বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরনের উপসর্গ ?
- ক. খাঁটি বাংলা
- খ. ফারসি
- গ. আরবি
- ঘ. তৎসম
- ক. প্রণয়ণ
- খ. প্রণয়ন
- গ. প্রনয়ন
- ঘ. প্রনয়ণ
40. পঞ্চত্বপ্রাপ্তি' বলতে কী বুঝায়?
- ক. বিবাহ করা
- খ. পুত্র সন্তান লাভ করা
- গ. সৌভাগ্যবান হওয়া
- ঘ. মৃত্যুবরণ করা
41. মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে ?
- ক. ১৭ এপ্রিল ১৯৭১
- খ. ১০ এপ্রিল ১৯৭১
- গ. ২৭ এপ্রিল ১৯৭১
- ঘ. ৭ এপ্রিল ১৯৭১
42. ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. প্যারিস
- গ. লন্ডন
- ঘ. লিও
43. বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কী?
- ক. হাকালুকি
- খ. টাঙ্গুয়ার হাওর
- গ. হাইচর
- ঘ. চলনবিল
44. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ?
- ক. তেল
- খ. গ্যাস
- গ. কয়লা
- ঘ. সমুদ্রের ঢেউ
45. ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
- ক. লাহোর
- খ. ঢাকা
- গ. করাচি
- ঘ. ইসলামাবাদ
46. অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
- ক. জুলাই ২০১১ থেকে জুন ২০১৭
- খ. জুলাই ২০২০ থেকে জুন ২০২৫
- গ. জুলাই ২০১৭ থেকে জুন ২০২২
- ঘ. জুলাই ২০১১ থেকে জুন ২০১৬
47. কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?
- ক. জার্মানিতে
- খ. যুক্তরাজ্যে
- গ. যুক্তরাষ্ট্রে
- ঘ. ভারতে
48. দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?
- ক. কুড়িগ্রাম
- খ. গাইবান্ধা
- গ. লালমনিরহাট
- ঘ. রংপুর
49. ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি ?
- ক. ১১৯
- খ. ১২০
- গ. ১২১
- ঘ. ১২২
50. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-
- ক. হোয়াইট হল
- খ. হোয়াইট হাউজ
- গ. পার্লামেন্ট
- ঘ. হাউজ অব লর্ডস