১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় ২

26. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

  • ক. ইঙ্গিতের সাহায্যে
  • খ. ঠোঁটের সাহায্যে
  • গ. কণ্ঠের সাহায্যে
  • ঘ. বাগযন্ত্রের সাহায্যে

27. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

  • ক. সাধুভাষা
  • খ. আদর্শ চলিত ভাষা
  • গ. আঞ্চলিক ভাষা
  • ঘ. দেশি ভাষা

28. ‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ -

  • ক. একই স্বভাবের
  • খ. নিরেট মূর্খ
  • গ. একগুঁয়ে
  • ঘ. সহায় সম্বলহীন

29. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

  • ক. অপদার্থ
  • খ. মূর্খ
  • গ. সক্রিয় দর্শক
  • ঘ. নিষ্ক্রিয় দর্শক

32. কোন বানানটি সঠিক?

  • ক. সমিচিন
  • খ. সমীচীন
  • গ. সমীচিন
  • ঘ. সমিচীন

33. Man gets as much as he wants এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?

  • ক. মানুষের চাওয়া বেশি, পাওয়া বেশি
  • খ. মানুষ যত পায়, তত চায়
  • গ. মানুষের চাওয়ার শেষ নেই
  • ঘ. মানুষ যা চায় তা পায় না

34. 'It is a long story' এর সঠিক বাংলা অনুবাদ -

  • ক. সে এক বিরাট ইতিহাস
  • খ. বড় কাহিনী
  • গ. সে অনেক কথা
  • ঘ. সে অনেক বড় কাহিনী

35. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট
  • খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • গ. অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • ঘ. অধিক সন্ন্যাসীতে গান নষ্ট

38. নিয়ম অনুসারে সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রাজ্ + নী
  • খ. রাগ্ + নী
  • গ. রাজ্ + জ্ঞী
  • ঘ. রাগ্ + জ্ঞী

39. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

  • ক. অভিব্যাপক
  • খ. আধারাধিকরণ
  • গ. ঐকদেশিক
  • ঘ. কালাধিকরণ

41. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

  • ক. উপপদ তৎপুরুষ
  • খ. উপমান কর্মধারয়
  • গ. উপমিত কর্মধারয়
  • ঘ. নিত্য সমাস

42. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

  • ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  • খ. সংখ্যাবাচক বহুব্রীহি
  • গ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
  • ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি

43. প্রাতিপদিক কী?

  • ক. সাধিত শব্দ
  • খ. বিভক্তিযুক্ত শব্দ
  • গ. বিভক্তিহীন নাম শব্দ
  • ঘ. প্রত্যয়যুক্ত শব্দ

44. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

  • ক. নীল + মা = নীলিমা
  • খ. নীল + ইমন = নীলিমা
  • গ. নী + ইলিমা = নীলিমা
  • ঘ. নিলী + মা = নীলিমা

47. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ - এক কথায় কী হবে?

  • ক. ইতিহাসসচেতন
  • খ. ঐতিহাসিক
  • গ. ইতিহাসবেত্তা
  • ঘ. চিন্তাবিদ

50. তিনি সৎ লোক ছিলেন, তাই না?

  • ক. He was truthful, was he?
  • খ. He was an honest man, wasn't he?
  • গ. He was an honest man, did not he?
  • ঘ. He was really an honest man?


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics