Translation English to Bangla

1. Call in a doctor 'বাক্যটির বাংলা অনুবাদ কোনটি?

  • ক. ডাক্তারকে ভেতরে ডেকে আনো।
  • খ. ডাক্তার ডাকো ।
  • গ. ভেতরে গিয়ে ডাক্তার ডাকো।
  • ঘ. ডাক্তারের কাছে যাও।

উত্তরঃ ডাক্তার ডাকো ।

বিস্তারিত

2. 'The rains have set in' -- বাক্যটির বাংলা অনুবাদ কোনটি?

  • ক. বৃষ্টি পড়া শুরু হয়েছে।
  • খ. বৃষ্টি পড়ছে।
  • গ. বৃষ্টি আরম্ভ হয়েছে।
  • ঘ. বর্ষা আরম্ভ হয়েছে।

উত্তরঃ বর্ষা আরম্ভ হয়েছে।

বিস্তারিত

3. 'তোমার কথার উপর নির্ভর করতে পারি না।'এ বাক্যের শুদ্ধ অনুবাদ হবে-

  • ক. I cann't rely on that you saying.
  • খ. I cann't rely on that you say.
  • গ. I cann't rely on as you say.
  • ঘ. I cann't rely on what you say.

উত্তরঃ I cann't rely on what you say.

বিস্তারিত

4. The hard work is telling upon my health-এর সঠিক অনুবাদ --

  • ক. ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত
  • খ. ছেলেটি তার পিতাকে অনুসরণ করে থাকে
  • গ. ছেলেটি তার পিতার মত
  • ঘ. ছেলেটি তার পিতাকে দেখাশোনা করে

উত্তরঃ ছেলেটি তার পিতার মত

বিস্তারিত

5. The leader gave a telling speech-এর সঠিক বঙ্গানুবাদ-

  • ক. নেতা জ্বালাময়ী বক্তৃতা দিলেন
  • খ. নেতা অসাধারন বক্তৃতা দিলেন
  • গ. নেতা মারাত্মক বক্তৃতা দিলেন
  • ঘ. নেতা কার্যকর বক্তৃতা দিলেন

উত্তরঃ নেতা মারাত্মক বক্তৃতা দিলেন

বিস্তারিত

6. The crowd made why for the leader - এর সঠিক অনুবাদ-

  • ক. জনগন নেতার কর্মী মানল
  • খ. জনগন নেতাকে প্রহার করল
  • গ. জনতা নেতাকে জায়গা করে দিল
  • ঘ. জনতা নেতার জন্য অপেক্ষা করল

উত্তরঃ জনতা নেতাকে জায়গা করে দিল

বিস্তারিত

7. He can make you do this--এর সঠিক বঙ্গানুবাদ --

  • ক. সে তোমার জন্য এটি করতে পারে
  • খ. সে তোমাকে দিয়ে এটি করাতে পারে
  • গ. সে ও তুমি এটি করতে পার
  • ঘ. সে তোমার জন্য এটি করতে পারে

উত্তরঃ সে তোমাকে দিয়ে এটি করাতে পারে

বিস্তারিত

8. The sun rises in the east.

  • ক. সূর্য পূর্ব দিকে ওঠে।
  • খ. সূর্য পূর্ব দিকে অস্ত যায়।
  • গ. সূর্য পশ্চিম দিকে ওঠে।
  • ঘ. সূর্য পূর্ব দিকে ওঠে।

উত্তরঃ সূর্য পূর্ব দিকে ওঠে।

বিস্তারিত

9. He is my nephew.

  • ক. সে আমার চাচী
  • খ. সে আমার নতুন পরিচিত।
  • গ. সে আমার ভাতিজি
  • ঘ. সে আমার ভাতিজা

উত্তরঃ সে আমার ভাতিজা

বিস্তারিত

10. It is I who am your teacher.

  • ক. আমি তোমার শিক্ষক।
  • খ. আমিই তোমার শিক্ষক।
  • গ. এটি আমি যে তোমার শিক্ষক।
  • ঘ. এটি আমি যিনি তোমার শিক্ষক।

উত্তরঃ আমিই তোমার শিক্ষক।

বিস্তারিত

11. It is a quarter to ten now.

  • ক. এখন সোয়া দশটা বাজে
  • খ. এখন সাড়ে দশটা বাজে
  • গ. এখন পৌনে দশটা বাজে
  • ঘ. এখন দশটার কাছাকাছি

উত্তরঃ এখন পৌনে দশটা বাজে

বিস্তারিত

12. Pen through the line.

  • ক. বাক্যটি কেটে দাও
  • খ. শব্দটি কেটে দাও
  • গ. ছত্রটি কেটে দাও
  • ঘ. ছত্রটি বদলে দাও

উত্তরঃ ছত্রটি কেটে দাও

বিস্তারিত

13. Faults are thick where love is thin.

  • ক. ভালবাসলে ত্রুটি দেখা যায় না।
  • খ. ত্রুটি ভালবাসায় বিলীন হয়ে যায়
  • গ. যাকে দেখতে নারি তার চলন বাঁকা
  • ঘ. ত্রুটি ও ভালবাসা অভিন্ন

উত্তরঃ যাকে দেখতে নারি তার চলন বাঁকা

বিস্তারিত

14. It is really a vexed question

  • ক. এটি প্রকৃতপক্ষে একটি অসহনীয় প্রশ্ন
  • খ. বাস্তবিকই এটি একটি বিরক্তিকর প্রশ্ন
  • গ. এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন
  • ঘ. এটি আসলেই বাজে প্রশ্ন

উত্তরঃ এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন

বিস্তারিত

15. The clouds rolled away.

  • ক. মেঘ চলে গেছে
  • খ. মেঘ কেটে গেল
  • গ. মেঘ উড়ে গেল
  • ঘ. মেঘ চলে গেল

উত্তরঃ মেঘ কেটে গেল

বিস্তারিত

16. A little learning is dangerous thing.

  • ক. অল্প লেখাপড়া ভীষণ ভয়ংকর।
  • খ. অল্পবিদ্যা ভয়ংকরী।
  • গ. অল্প বিদ্যা ভয়ংকর।
  • ঘ. সামান্য বিদ্যা ভীষণ ভয়াবহ।

উত্তরঃ অল্পবিদ্যা ভয়ংকরী।

বিস্তারিত

17. Sathi is known to me.

  • ক. সাথী আমার চেনা
  • খ. সাথী আমার আত্মীয়
  • গ. সাথী আমার পরিচিত
  • ঘ. সাথীকে আমি চিনি

উত্তরঃ সাথী আমার পরিচিত

বিস্তারিত

18. Time and tide wait for none

  • ক. সময় ও জল কারও জন্য থেমে থাকে না
  • খ. সময় ও জল অপেক্ষা করেনা কখনও
  • গ. সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করেনা
  • ঘ. সময় ও স্রোত কখনও অপেক্ষা করে থাকে না

উত্তরঃ সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করেনা

বিস্তারিত

19. Don't cry down your enemy.

  • ক. শত্রুকে খাটো করে দেখো না
  • খ. শত্রু থেকে দূরে থেকো
  • গ. শত্রুকে ছোট ভাবতে নাই
  • ঘ. শত্রুকে আপন ভেবো না

উত্তরঃ শত্রুকে খাটো করে দেখো না

বিস্তারিত

20. I do not take tea.

  • ক. আমি চা খাই।
  • খ. আমি চা পান করি না।
  • গ. আমি চা খাব না।
  • ঘ. আমি চা আনি না।

উত্তরঃ আমি চা পান করি না।

বিস্তারিত

21. Look before you leap.

  • ক. লাফ দেবার আগে তাকাও
  • খ. ভাবিয়া করিও কাজ
  • গ. আগে ভাবিয়া পরে লাফ দিবে
  • ঘ. দেখে নাও পরে লাফ দাও

উত্তরঃ ভাবিয়া করিও কাজ

বিস্তারিত

22. He has killed himself

  • ক. সে তোমাকে হত্যা করেছে।
  • খ. সে তাকে হত্যা করেছে।
  • গ. সে মারা গিয়েছে ।
  • ঘ. সে আত্মহত্যা করেছে।

উত্তরঃ সে আত্মহত্যা করেছে।

বিস্তারিত

23. Diamond cuts Diamond

  • ক. সঙ্গ দোষে নষ্ট
  • খ. সঙ্গ দেখে লোক চেনা যায়
  • গ. সৎ সঙ্গে স্বর্গ বাস
  • ঘ. মানিকে মানিক চেনে

উত্তরঃ মানিকে মানিক চেনে

বিস্তারিত

24. I am badly hard up.

  • ক. আমি অসহ্য হয়ে উঠেছি
  • খ. আমি এক কথার মানুষ
  • গ. আমি কঠিন অসুখে ভুগছি
  • ঘ. আমার টাকার খুব অনটন হয়েছে

উত্তরঃ আমার টাকার খুব অনটন হয়েছে

বিস্তারিত

25. The baby is always full of smilling.

  • ক. শিশুটির মুখে হাসি লেগেই আছে
  • খ. শিশুটি সবসময় হাসছে
  • গ. শিশুটি সবসময় হাসে
  • ঘ. শিশুটির মুখ হাসিতে ভরা

উত্তরঃ শিশুটির মুখে হাসি লেগেই আছে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects