পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার
51. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
- ক. ১০ জানুয়ারি ১৯৭২
- খ. ১৭ এপ্রিল, ১৯৭২
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
- ঘ. ২৬ মার্চ, ১৯৭২
52. Rome Statute 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি?
- ক. International court of justice
- খ. International criminal court
- গ. Permanent court of arbitration
- ঘ. Permanent court of international justice
- ক. ৪.৫% কম
- খ. ৬.২৫% কম
- গ. ৫% বেশি
- ঘ. ৬.২৫% বেশি
54. এম এস ওয়ার্ডে কাজ করার সময় Crlt + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে?
- ক. নতুন ডকুমেন্ট ওপেন হবে
- খ. কারসর সেন্টেল এর শুরুতে যাবে
- গ. কারসর ডকুমেন্টের শুরুতে যাবে
- ঘ. কারসর ডকুমেন্টের শেষে যাবে
55. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
- ক. কাইয়ুম চৌধুরী
- খ. জয়নুল আবেদিন
- গ. কামরুল হাসান
- ঘ. আব্দুর রব
56. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল -
- ক. মন + ঈষা
- খ. মন + ইসা
- গ. মনস + ঈসা
- ঘ. মনস + ইসা
57. Victory over Europe Day (VE Day) পালিত হয় কবে?
- ক. ৮ মে
- খ. ৬ সেপ্টেম্বর
- গ. ৬ জুন
- ঘ. ৬ আগস্ট
58. কোন রাষ্ট্রটি ডি-৮ সদস্য নয়?
- ক. বাংলাদেশ
- খ. আলজেরিয়া
- গ. তুরস্ক
- ঘ. মিশর
59. Choose the word which do not have a plural -
- ক. mouse
- খ. intension
- গ. woman
- ঘ. information
60. ইংরেজিতে অনুবাদ - আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।
- ক. I had to go to Manikganj
- খ. I was to go to Manikganj
- গ. I am to go to Manikganj
- ঘ. I need go to Manikganj
61. UN Convention on the law of the sea স্বাক্ষরিত হয় -
- ক. ১৯৮২ সালের ১০ ডিসেম্বর
- খ. ১৯৮২ সালের ১০ নভেম্বর
- গ. ১৯৯৪ সালের ১৬ নভেম্বর
- ঘ. ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর
63. ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
- ক. Richard H Thaler
- খ. Kazuo Ishiguro
- গ. Jacques Dubochet
- ঘ. Jeffrey C. Hall
64. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি - পঙক্তি দুটি কার রচনা?
- ক. বেগম সুফিয়া কামাল
- খ. মদনমোহন তর্কালঙ্কার
- গ. মনোমোহন বসু
- ঘ. হরিনাথ মজুমদার
65. ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
- ক. সংযম
- খ. সদাচার
- গ. সততা
- ঘ. সভ্যতা
66. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
- ক. গোবিন্দ হালদার
- খ. নজরুল ইসলাম বাবু
- গ. গাজী মাযহারুল আনোয়ার
- ঘ. আপেল মাহমুদ
67. ক্রিপস মিশন ভারতীয় উপমহাদেশে আগমন করেন -
- ক. ১৯৪২ সালে
- খ. ১৯৪৩ সালে
- গ. ১৯৪৬ সালে
- ঘ. ১৯৩৮ সালে
- ক. র্যাবের সন্ত্রাসী ধরার অভিযান
- খ. নাৎসী বাহিনীর অভিযান
- গ. ভারতীয় কমান্ডোদের কাশ্মিরে অভিযান
- ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান
69. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফ দাবি উত্থাপন করেন?
- ক. ৪ দফা
- খ. ৫ দফা
- গ. ৬ দফা
- ঘ. ৭ দফা
70. মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়?
- ক. মাদার তেরেসা
- খ. শ্রীমাভো বন্দরনায়েক
- গ. শেখ হাসিনা
- ঘ. ইন্দিরা গান্ধী
71. পৃথিবীর গভীরতম স্থান ‘মারিয়ানা ট্রেঞ্চ’ এর গভীরতা -
- ক. ১০০৩৩ মিটার
- খ. ১১০৩৩ মিটার
- গ. ১১১৩৩ মিটার
- ঘ. কোনটি নয়