খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
51. সবিতা এর সমার্থক শব্দ কোনটি?
- ক. চন্দ্র
- খ. স্বর্গ
- গ. আকাশ
- ঘ. সূর্য
52. বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি?
- ক. কফি আনান
- খ. বান কি মুন
- গ. অ্যান্টনিও গুতারেস
- ঘ. বুট্রোস ঘালি
- ক. benevolent
- খ. selfish
- গ. inhumane
- ঘ. mirage
54. বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বৃহৎ + পতি
- খ. বৃহ + অস্পতি
- গ. বৃহস + পতি
- ঘ. বৃহঃ + পতি
55. N সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?
- ক. N2
- খ. 2N + n1
- গ. N
- ঘ. 2N - 1
56. সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?
- ক. যদি ১টি অন্য ২টি বিন্দুর সংযোজন রেখার মধ্যবিন্দু হয়
- খ. যদি বিন্দুগুলো সমরেখ হয়
- গ. যদি বিন্দুগুলো সমরেখ না হয়
- ঘ. যদি বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব সমান হয়
57. ------ he nor his brothers have done the work. Which is correct in the blank?
- ক. Either
- খ. Neigher
- গ. Both ক, খ
- ঘ. No one is correct
58. অর্থ অনর্থ ঘটায়। এর কারক ও বিভক্তি কী?
- ক. কর্মে শূন্য
- খ. করণে ২য়া
- গ. অপাদানে ২য়া
- ঘ. কর্তায় শূন্য
59. মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
- ক. ২৩ মার্চ ১৯৭১
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১০ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
60. The synonym of inception is -
- ক. Outset
- খ. Complication
- গ. None
- ঘ. Commotion
61. What is the meaning of the idiom a round dozen?
- ক. Round about a dozen
- খ. less than a dozen
- গ. more than a dozen
- ঘ. a full dozen
62. The British rule came to an end ---- 1947.
- ক. in
- খ. by
- গ. at
- ঘ. on
63. COP-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
- ক. রিও ডি জেনেরিও
- খ. গ্লাসগো
- গ. লন্ডন
- ঘ. প্যারিস
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রাজশেখর বসু
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
65. কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?
- ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- খ. বায়ান্নর ভাষা আন্দোলন
- গ. আটান্নর সামরিক শাসন
- ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
66. ‘কেঁচে গন্ডুস’ শব্দটির অর্থ কী?
- ক. নিতান্ত অলস
- খ. অসার
- গ. পুনরায় আরম্ভ
- ঘ. সামান্য
67. I saw ---one-eyed man when I was walking on the road.
- ক. no article
- খ. a
- গ. an
- ঘ. the
68. The word 'majority' stands for -
- ক. major rank
- খ. greater number
- গ. authority
- ঘ. superiority
69. (- x + 2) (x - 3) = 0 হলে x এর মান কত?
- ক. -২ অথবা -৩
- খ. ২ অথবা ৩
- গ. -২ অথবা ৩
- ঘ. ২ অথবা -৩
70. একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে একে কী কোণ বলে?
- ক. সমকোণ
- খ. প্রবৃদ্ধ কোণ
- গ. সূক্ষ্মকোণ
- ঘ. স্থুলকোণ
71. দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
- ক. ভিন্ন পরিধি বিশিষ্ট
- খ. অসমান
- গ. সমান
- ঘ. সমকেন্দ্রিক
72. প্রথম ১০০টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
- ক. ৪৯৫০
- খ. কোনটিও না
- গ. ৫০৫০
- ঘ. ৫০৫১
73. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
- ক. নিষিদ্ধ লোবান
- খ. রাইফেল রোটি আওরাত
- গ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
- ঘ. হাঙর নদী গ্রেনেড
74. মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কী?
- ক. মেঘলা
- খ. মেঘাচ্ছন্ন
- গ. মেঘমেদুর
- ঘ. মেঘাস্নিগ্ধ
75. শহীদ শেখ রাসেল এর জন্ম তারিখ কোনটি?
- ক. ১৮ অক্টোবর, ১৯৬৫
- খ. ১৭ অক্টোবর, ১৯৬৫
- গ. ১৭ অক্টোবর, ১৯৬৬
- ঘ. ১৮ অক্টোবর, ১৯৬৪