খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক

26. am. an = am+n কখন হবে?

  • ক. m ও n ধনাত্মক হলে
  • খ. m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
  • গ. m ও n ঋণাত্মক হলে
  • ঘ. m ঋণাত্মক ও n ধনাত্মক হলে

27. ‘নীল অপরাজিতা’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. হুমায়ুন আহমেদ

28. ‘সব কটা জানালা খুলে দাও’ - গানটির সুরকার কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. গোবিন্দ হালদার
  • ঘ. আপেল মাহমুদ

29. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?

  • ক. অরুন্ধতী রায়
  • খ. কামিনী রায়
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. অচিন্ত্য কুমার সেনগুপ্ত

30. ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?

  • ক. সামান্য বস্তু
  • খ. কোলাহল
  • গ. ভীষণ ব্যাপার
  • ঘ. ভীষণ গণ্ডগোল

31. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?

  • ক. বরিশালে
  • খ. সাতক্ষীরায়
  • গ. মেদিনীপুরে
  • ঘ. কোলকাতায়

33. ‘প্রাণভয়’ কোন সমাস?

  • ক. ৬ষ্ঠী তৎপুরুষ
  • খ. অলুক দ্বন্দ্ব
  • গ. উপমান কর্মধারয়
  • ঘ. মধ্যপদলোপী কর্মধারয়

34. Charity beings at home' উক্তিটির অর্থ কী?

  • ক. আগে ঘর পরে তাস
  • খ. আপন ঘর প্রিয় ঘর (আগে ঘর পরে পর)
  • গ. ইচ্ছা থাকলে উপায় হয়
  • ঘ. ঘর থেকে যাত্রা কর

37. নিচের কোনটি অশুদ্ধ?

  • ক. প্রসন্ন - বিষণ্ণ
  • খ. নিষ্পাপ - পাপিনী
  • গ. অহিংস - সহিংস
  • ঘ. দোষী - নির্দোষী

38. ‘যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন।’ - কোন ধরনের বাক্য?

  • ক. মিশ্র বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. প্রশ্নবোধক বাক্য
  • ঘ. সরল বাক্য

39. ‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নিঃ + কর
  • খ. নীঃ + কার
  • গ. নিষ + কর
  • ঘ. নিস + কর

40. ‘কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’- এখানে ‘কাব্য’ এর কারক বিভক্তি কোনটি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অধিকরণে শূন্য
  • ঘ. কর্তায় শূন্য

41. কোনটি সঠিক বানান?

  • ক. নিশিথিনি
  • খ. নিশিথিনী
  • গ. নীশিথিনী
  • ঘ. নিশীথিনী

42. কোনটি বাক্যটি শুদ্ধ?

  • ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  • খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
  • গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
  • ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না

43. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?

  • ক. বঙ্গদর্শন
  • খ. দিগদর্শন
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. তত্ত্ববোধিনী

44. ‘চাচা কাহিনী’ এর লেখক কে?

  • ক. দিলারা হাশেম
  • খ. আবু জাফর শামসুদ্দিন
  • গ. সরদার জয়েন উদ্দিন
  • ঘ. সৈয়দ মুজতবা আলী

45. ‘যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল’ - তাকে এক কথায় কী বলে?

  • ক. অভিসারিণী
  • খ. অনন্যপূর্বা
  • গ. অন্যপূর্বা
  • ঘ. প্রোষিতভর্তৃকা

47. `Ab initio' এর বাংলা পরিভাষা কী?

  • ক. অনুপস্থিত
  • খ. অধিহার
  • গ. প্রারম্ভেই
  • ঘ. মধ্যবর্তী

48. `Corrigendum' এর বাংলা পরিভাষা কী?

  • ক. পূনর্বিনাস
  • খ. শুদ্ধিপত্র
  • গ. অনুরোধপত্র
  • ঘ. পরিশিষ্ট পত্র

50. ‘অসমাপ্ত আত্মজীবনী’ তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?

  • ক. পাকিস্তান আমলের সরকারি অফিস
  • খ. ইংরেজ আমলের জেলখানা
  • গ. একটি সাগরের নাম
  • ঘ. একটি জেলার নাম


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics