প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২য় পর্যায়
27. ‘শোন একটি মুজিবের থেকে’ গানটির গীতিকার কে?
- ক. অংশুমান রায়
- খ. আপেল মাহমুদ
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার
28. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
- ক. সমতল পথে হাঁটা
- খ. গা থেকে নিচে নামা
- গ. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
- ঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা
29. ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
- ক. Finland
- খ. Deenmark
- গ. Poland
- ঘ. Sweden
30. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?
- ক. চীনের রাজদরবার
- খ. নেপালের রাজদরবার
- গ. ভারতের গ্রন্থাগার
- ঘ. শ্রীলংকার গ্রন্থাগার
33. He was brought to the police station for -
- ক. questioning
- খ. confinement
- গ. punishment
- ঘ. judgement
34. To everyone's surprise he got ---- the examination.
- ক. over
- খ. passed
- গ. through
- ঘ. failed
- ক. উদ্ভাবন ও বিজ্ঞান
- খ. ব্যবস্থাপনা ও উন্নয়ন
- গ. তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
- ঘ. পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
36. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
- ক. ২০০৮
- খ. ২০১১
- গ. ২০১৪
- ঘ. ২০১৫
- ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
- খ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
- গ. তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
- ঘ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
39. ’বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?
- ক. ময়মনসিংহ
- খ. রংপুর
- গ. পার্বত্য চট্টগ্রাম
- ঘ. সিলেট
40. ‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
- ক. পঠ +অনক
- খ. পঠ + ণক
- গ. পাঠ্য + ণক
- ঘ. পাঠ + আক
41. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
- ক. দেশি
- খ. তদ্ভব
- গ. তৎসম
- ঘ. বিদেশি
42. সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
- ক. সর্বনাম ও বিশেষ্য
- খ. ক্রিয়া ও সর্বনাম
- গ. ক্রিয়া ও অব্যয়
- ঘ. অবয় ও ক্রিয়া
- ক. intelligent person
- খ. a person's idea
- গ. autistic child
- ঘ. special child
44. ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
- ক. ১৩
- খ. ১৪
- গ. ১৫
- ঘ. ১৬
46. ধ্বনি হলো -
- ক. দুটি শব্দের মিলন
- খ. ভাষার ক্ষুদ্রতম অংশ
- গ. অর্থবোধক শব্দসমষ্টি
- ঘ. ভাষায় লিখিত রূপ
47. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন -
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. মাওলানা ভাসানী
- গ. তাজউদ্দিন আহমেদ
- ঘ. শেখ হাসিনা
48. ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
- ক. তৎসম
- খ. অতৎসম
- গ. সংস্কৃত
- ঘ. তদ্ভব
49. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
- ক. বিশেষ্যের বিশেষণ
- খ. ক্রিয়া বিশেষণ
- গ. বিশেষণের বিশেষণ
- ঘ. নাম বিশেষণ