প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২য় পর্যায়

27. ‘শোন একটি মুজিবের থেকে’ গানটির গীতিকার কে?

  • ক. অংশুমান রায়
  • খ. আপেল মাহমুদ
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার

28. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

  • ক. সমতল পথে হাঁটা
  • খ. গা থেকে নিচে নামা
  • গ. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
  • ঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা

30. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?

  • ক. চীনের রাজদরবার
  • খ. নেপালের রাজদরবার
  • গ. ভারতের গ্রন্থাগার
  • ঘ. শ্রীলংকার গ্রন্থাগার

33. He was brought to the police station for -

  • ক. questioning
  • খ. confinement
  • গ. punishment
  • ঘ. judgement

35. শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

  • ক. উদ্ভাবন ও বিজ্ঞান
  • খ. ব্যবস্থাপনা ও উন্নয়ন
  • গ. তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
  • ঘ. পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন

37. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
  • খ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
  • গ. তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
  • ঘ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।

42. সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?

  • ক. সর্বনাম ও বিশেষ্য
  • খ. ক্রিয়া ও সর্বনাম
  • গ. ক্রিয়া ও অব্যয়
  • ঘ. অবয় ও ক্রিয়া

43. 'Brain child' means -

  • ক. intelligent person
  • খ. a person's idea
  • গ. autistic child
  • ঘ. special child

46. ধ্বনি হলো -

  • ক. দুটি শব্দের মিলন
  • খ. ভাষার ক্ষুদ্রতম অংশ
  • গ. অর্থবোধক শব্দসমষ্টি
  • ঘ. ভাষায় লিখিত রূপ

47. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন -

  • ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • খ. মাওলানা ভাসানী
  • গ. তাজউদ্দিন আহমেদ
  • ঘ. শেখ হাসিনা

49. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বিশেষণের বিশেষণ
  • ঘ. নাম বিশেষণ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics