বাংলাদেশ বিষয়াবলি
176. বাংলাদেশে সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
- ক. ২৯টি
- খ. ২২টি
- গ. ২১টি
- ঘ. ৫টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
177. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
- ক. চা
- খ. পাট ও পাটজাত দ্রব্য
- গ. তৈরি পোশাক
- ঘ. চিংড়ি মাছ
উত্তরঃ তৈরি পোশাক
179. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
- ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
- খ. মেজর জেনারেল এইচ, এম এরশাদ
- গ. মেজর জেনারেল কে, এম সফিউল্লাহ
- ঘ. মেজর জেনারেল মনজুর
উত্তরঃ মেজর জেনারেল কে, এম সফিউল্লাহ
180. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
- ক. পাট
- খ. তৈরি পোশাক
- গ. চা
- ঘ. মাছ
উত্তরঃ তৈরি পোশাক
181. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ক. ঢাকায়
- খ. লাহোরে
- গ. করাচিতে
- ঘ. নারায়ণগঞ্জে
উত্তরঃ লাহোরে
182. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
- ক. কর্নওয়ালিস
- খ. ক্লাইভ
- গ. জন মেয়ার
- ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ কর্নওয়ালিস
183. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
- ক. দিনাজপুর
- খ. ঠাকুরগাঁও
- গ. লালমনিরহাট
- ঘ. পঞ্চগড়
উত্তরঃ পঞ্চগড়
185. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. ময়নামতি
- খ. সোনারগাঁ
- গ. ঢাকা
- ঘ. পাহাড়পুর
উত্তরঃ সোনারগাঁ
186. বাংলাদেশের বিখ্যাত মুণিপুরী নাচ কোন অঞ্চলের?
- ক. রাঙ্গামাটি
- খ. রংপুর
- গ. কুমিল্লা
- ঘ. সিলেট
উত্তরঃ সিলেট
188. বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭৪
- ক. রাজনৈতিক
- খ. অথনৈতিক
- গ. বাণিজ্যিক
- ঘ. সামাজিক
উত্তরঃ অথনৈতিক
190. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৮৫ সালে, ঢাকায়
- খ. ১৯৮৩ সালে, দিল্লিতে
- গ. ১৯৮৪ সালে, কলোম্বোতে
- ঘ. ১৯৮৬ সালে, মালাতে
উত্তরঃ ১৯৮৫ সালে, ঢাকায়
191. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
- ক. ২ বার
- খ. ৩ বার
- গ. ১ বার
- ঘ. ৪ বার
উত্তরঃ ২ বার
192. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
- ক. ১৩৬
- খ. ১৩৭
- গ. ১৩৮
- ঘ. ১৪০(২)
উত্তরঃ ১৩৭
193. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
- ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
- খ. এয়ার কমোডর এ কে খন্দকার
- গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীল
উত্তরঃ এয়ার কমোডর এ কে খন্দকার
194. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
- ক. ১০ এপ্রিল, ১৯৭১
- খ. ১৯ এপ্রিল, ১৯৭১
- গ. ৭ মার্চ, ১৯৭১
- ঘ. ২৫ মার্চ, ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
195. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
- ক. ইরাক
- খ. মিসর
- গ. কুয়েত
- ঘ. জর্ডান
উত্তরঃ ইরাক
196. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
- ক. বর্ধমান হাউস
- খ. বাংলা ভবন
- গ. আহসান মঞ্জিল
- ঘ. চামেলি হাউস
উত্তরঃ বর্ধমান হাউস
199. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক. নীলফামারী
- খ. কুড়িগ্রাম
- গ. লালমনিরহাট
- ঘ. দিনাজপুর
উত্তরঃ লালমনিরহাট
200. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কটি?
- ক. ২৯টি
- খ. ২২টি
- গ. ২১টি
- ঘ. ৫টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..