প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ৪র্থ ধাপ

1. ‘আকাশে চাঁদ উঠেছে’ এখানে ‘আকাশ’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে ষষ্ঠী
  • খ. কর্মে শূন্য
  • গ. অধিকরণে সপ্তমী
  • ঘ. সম্প্রদানে চতুর্থী

3. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় -

  • ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
  • খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
  • গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
  • ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চ

4. ‘রিকেটস’ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

  • ক. ভিটামিন ‘এ’
  • খ. ভিটামিন ‘বি’
  • গ. ভিটামিন ‘ই’
  • ঘ. ভিটামিন ‘ডি’

6. 'Bottom line' means -

  • ক. the end of a road
  • খ. the last line of a book
  • গ. the essential point
  • ঘ. the final step

7. Karim as well as Rahim - praise.

  • ক. dserve
  • খ. deserve
  • গ. are deserving
  • ঘ. is deserving

8. ‘কাজলকালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. কাজলের ন্যায় কালো
  • খ. কাজল ও কালো
  • গ. কাজল রূপ কালো
  • ঘ. কালো ও কাজল

9. ‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. টেকচাঁদ ঠাকুর
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. কাজী নজরুল ইসলাম

10. What is the noun of 'deny'?

  • ক. Deny
  • খ. Deniable
  • গ. Refuse
  • ঘ. Denial

11. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

  • ক. নিম্ন-স্বরধ্বনি
  • খ. অগ্র - স্বরধ্বনি
  • গ. জিত - স্বরধ্বনি
  • ঘ. সম্মুখ - স্বরধ্বনি

12. ‘পোড়ামাটি - নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

  • ক. ভারত সেনাবাহিনী
  • খ. পাক- ভারত বাহিনী
  • গ. পাকিস্তান সেনাবাহিনী
  • ঘ. পাকিস্তান বিমানবাহিনী

13. 'Ensure' means -

  • ক. Profuse
  • খ. Make certain
  • গ. Make progress
  • ঘ. Encourage

15. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রীতিনীতি
  • খ. রীতিনিতি
  • গ. রিতীনীতি
  • ঘ. রিতীনিতী

17. 'A buring question' means -

  • ক. an important question
  • খ. a hard question
  • গ. a uncommon question
  • ঘ. a false question

18. The study of religion is -

  • ক. phonology
  • খ. Etymology
  • গ. Theology
  • ঘ. Morphology

19. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কী?

  • ক. অনায়াসলব্ধ
  • খ. অযত্নসম্ভূত
  • গ. অযত্নজাত
  • ঘ. অযত্নলব্ধ

21. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  • খ. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  • গ. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
  • ঘ. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

24. I - him only one letter up to now.

  • ক. sent
  • খ. have sent
  • গ. shall send
  • ঘ. had sent


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics