বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র
26. 'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. মানিক বন্দ্যোপাধ্যায়
- খ. মৃনাল সেন
- গ. গৌতম ঘোষ
- ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ গৌতম ঘোষ
27. আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম -
- ক. দ্যা কান্ট্রি মেড ফর ডিজাস্টার
- খ. রেইপ অফ বাংলাদেশ
- গ. লিগেসি অব ব্লাড
- ঘ. সেপ্টেম্বর অন যশোর রোড
উত্তরঃ রেইপ অফ বাংলাদেশ
28. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর পরিচালক নিচের কে?
- ক. জহির রায়হান
- খ. মোরশেদুল ইসলাম
- গ. তানভীর মোকাম্মেল
- ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ মোরশেদুল ইসলাম
29. বাংলাদেশের প্রথম সংবাদপত্র -
- ক. আজাদ
- খ. বঙ্গদর্শন
- গ. সমাচার দর্পণ
- ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ বেঙ্গল গেজেট
30. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি ?
- ক. আজাদ
- খ. বঙ্গদর্শন
- গ. বেঙ্গল গেজেট
- ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ সমাচার দর্পণ
31. ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয় -
- ক. ১৮১৮ সালে
- খ. ১৮১৯ সালে
- গ. ১৮২০ সালে
- ঘ. ১৮২১ সালে
উত্তরঃ ১৮১৮ সালে
32. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
- ক. দিকদর্শন
- খ. সংবাদ প্রভাকর
- গ. তত্ত্ববোধিনী
- ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ দিকদর্শন
33. বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি ?
- ক. দিকদর্শন
- খ. সমাচার দর্পণ
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ সংবাদ প্রভাকর
34. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয় ?
- ক. প্রমথ নাথ চৌধুরী
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
35. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় -
- ক. ১৮৪১ সালে
- খ. ১৮৪২ সালে
- গ. ১৮৫০ সালে
- ঘ. ১৮৪৩ সালে
উত্তরঃ ১৮৪৩ সালে
36. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন ?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. অক্ষয়কুমার দত্ত
- গ. প্যারিচাঁদ মিত্র
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
37. বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
- ক. বরিশাল হিতৈষী
- খ. সমাচার দর্পণ
- গ. ঢাকা প্রকাশ
- ঘ. রংপুর বার্তাবহ
উত্তরঃ রংপুর বার্তাবহ
38. ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ?
- ক. সংবাদ
- খ. ঢাকা প্রকাশ
- গ. আজকের কাগজ
- ঘ. ইত্তেফাক
উত্তরঃ ঢাকা প্রকাশ
39. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
41. সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে ?
- ক. মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
- খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
- গ. শেখ আবদুর রহিম
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ শেখ আবদুর রহিম
42. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় -
- ক. মিহির
- খ. হাফেজ
- গ. সুধাকর
- ঘ. কোহিনূর
উত্তরঃ কোহিনূর
44. সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন -
- ক. প্রমথ চৌধুরী
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. মোজাম্মেল হক
- ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ প্রমথ চৌধুরী
45. ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয় -
- ক. ১৯০৯ সালে
- খ. ১৯১০ সালে
- গ. ১৯১৪ সালে
- ঘ. ১৯২১ সালে
উত্তরঃ ১৯১৪ সালে
46. ‘সবুজপত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত ?
- ক. একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
- খ. এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
- গ. বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
- ঘ. অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
উত্তরঃ বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
47. প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে ?
- ক. সাহিত্য
- খ. কল্লোল
- গ. সবুজপত্র
- ঘ. কালিকলম
উত্তরঃ সবুজপত্র
48. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি ?
- ক. কল্লোল
- খ. সবুজপত্র
- গ. কালিকলম
- ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ সবুজপত্র
49. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- ক. মোহাম্মদ নাসির উদ্দিন
- খ. আবুল কালাম শামসুদ্দিন
- গ. কাজী আব্দুল ওদুদ
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন
50. মাসিক 'সওগাত' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
- ক. ১৯১৫ সালে
- খ. ১৯১৮ সালে
- গ. ১৯৩০ সালে
- ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ ১৯১৮ সালে