বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র

51. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

উত্তরঃ মোজাম্মেল হক

বিস্তারিত

52. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম -

  • ক. সংবাদ রত্নাবলী
  • খ. সংবাদ পূর্ণ চন্দ্রোদয়
  • গ. সাহিত্য
  • ঘ. আঙুর

উত্তরঃ আঙুর

বিস্তারিত

53. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?

  • ক. কালি কলম
  • খ. প্রগতি
  • গ. কল্লোল
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ কল্লোল

বিস্তারিত

54. মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশিত ?

  • ক. ১৯২৬ সালে
  • খ. ১৯২৭ সালে
  • গ. ১৯২৮ সালে
  • ঘ. ১৯২৯ সালে

উত্তরঃ ১৯২৭ সালে

বিস্তারিত

55. কাজী নজরুল নামের সাথে জড়িত 'ধুমকেতু' কোন ধরনের প্রকাশনা ?

  • ক. কবিতা
  • খ. পত্রিকা
  • গ. উপন্যাস
  • ঘ. ছোটগল্প

উত্তরঃ পত্রিকা

বিস্তারিত

56. 'ধুমকেতু' পত্রিকা সম্পাদনা করেছেন -

  • ক. জীবনানন্দ দাশ
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. মওলানা আকরাম খান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

57. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?

  • ক. মাহে নও
  • খ. সওগাত
  • গ. ধুমকেতু
  • ঘ. কালিকলম

উত্তরঃ ধুমকেতু

বিস্তারিত

59. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ?

  • ক. সবুজপত্র
  • খ. শনিবারের চিঠি
  • গ. ধুমকেতু
  • ঘ. কল্লোল

উত্তরঃ ধুমকেতু

বিস্তারিত

60. 'দৈনিক নবযুগ' এর ১৯২০ সালের প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন ?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মুজাফফর আহম্মদ
  • গ. এ কে ফজলুল হক
  • ঘ. কাজী ইমদাদুল হক

উত্তরঃ মুজাফফর আহম্মদ

বিস্তারিত

61. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহম্মদ একত্রে সম্পাদনা করেছিলেন ?

  • ক. আজাদ
  • খ. সওগাত
  • গ. নবযুগ
  • ঘ. ধূমকেতু

উত্তরঃ নবযুগ

বিস্তারিত

62. 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক কে ?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. মওলানা আকরাম খাঁ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

63. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা -

  • ক. সওগাত
  • খ. কল্লোল
  • গ. মহাম্মাদী
  • ঘ. লাঙ্গল

উত্তরঃ লাঙ্গল

বিস্তারিত

64. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?

  • ক. অরণি
  • খ. পরিচয়
  • গ. নবশক্তি
  • ঘ. ক্রান্তি

উত্তরঃ ক্রান্তি

বিস্তারিত

65. কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয় ?

  • ক. চতুরঙ্গ
  • খ. লোকায়ত
  • গ. পরিচয়
  • ঘ. কল্লোল

উত্তরঃ লোকায়ত

বিস্তারিত

66. 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  • ক. মোহাম্মদ আকরাম খাঁ
  • খ. তফাজ্জল হোসেন
  • গ. নাসিরুদ্দিন
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

67. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি ?

  • ক. সওগাত
  • খ. সমকাল
  • গ. উত্তরণ
  • ঘ. শিখা

উত্তরঃ সমকাল

বিস্তারিত

68. কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল ?

  • ক. দিলরুবা
  • খ. উত্তরণ
  • গ. পরিক্রম
  • ঘ. সমকাল

উত্তরঃ সমকাল

বিস্তারিত

69. 'সমকাল' পত্রিকাটি প্রকাশিত হয় -

  • ক. করাচি থেকে
  • খ. কলকাতা থেকে
  • গ. ঢাকা থেকে
  • ঘ. পাটনা থেকে

উত্তরঃ ঢাকা থেকে

বিস্তারিত

71. 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশ করেছিলেন ?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. দীনবন্ধু মিত্র
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. কাঙ্গাল হরিনাথ

উত্তরঃ কাঙ্গাল হরিনাথ

বিস্তারিত

72. সাপ্তাহিক 'বেগম' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ?

  • ক. ১৯৫২ সালে
  • খ. ১৯৪৮ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৯৫৫ সালে

উত্তরঃ ১৯৪৭ সালে

বিস্তারিত

73. বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি ?

  • ক. বেগম শামসুন নাহার মাহমুদ
  • খ. নূরজাহান বেগম
  • গ. বেগম ফয়জুন্নেসা
  • ঘ. বেগম সারা আহসান উল্লাহ

উত্তরঃ নূরজাহান বেগম

বিস্তারিত

74. 'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  • ক. হুমায়ন কবির
  • খ. ফজল শাহাবুদ্দীন
  • গ. আবুল হোসেন
  • ঘ. মোজামেল হক

উত্তরঃ হুমায়ন কবির

বিস্তারিত

75. কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত ?

  • ক. লোকায়াত
  • খ. উত্তরাধিকার
  • গ. নতুন দিগন্ত
  • ঘ. সুন্দরম

উত্তরঃ উত্তরাধিকার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects