বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র

76. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা কোনটি ?

  • ক. বাংলা জার্নাল
  • খ. কিশোর জার্নাল
  • গ. উত্তরাধিকার
  • ঘ. ধান শালিকের দেশ

উত্তরঃ ধান শালিকের দেশ

বিস্তারিত

77. নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ?

  • ক. নবারুণ
  • খ. উন্মাদ
  • গ. অগত্যা
  • ঘ. ধান শালিকের দেশ

উত্তরঃ ধান শালিকের দেশ

বিস্তারিত

78. নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?

  • ক. ডাঃ লুৎফর রহমান
  • খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
  • গ. কবি সুফিয়া কামাল
  • ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তরঃ ডাঃ লুৎফর রহমান

বিস্তারিত

79. 'দেশবার্তা' নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয় ?

  • ক. নিউইয়র্ক
  • খ. আবুধাবি
  • গ. মালয়েশিয়া
  • ঘ. লন্ডন

উত্তরঃ লন্ডন

বিস্তারিত

80. ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম -

  • ক. আনোয়ার হোসেন
  • খ. মঈনুল হোসেন
  • গ. তফাজ্জল হোসেন
  • ঘ. সিরাজউদ্দিন হোসেন

উত্তরঃ তফাজ্জল হোসেন

বিস্তারিত

81. বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি দৈনিক কোনটি ?

  • ক. Daily Star
  • খ. Bangladesh Observer
  • গ. New Nation
  • ঘ. Independent

উত্তরঃ Bangladesh Observer

বিস্তারিত

82. 'দি ডেইলি স্টার' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক -

  • ক. মাহফুজ আনাম
  • খ. কে এম এ মুনীম
  • গ. এস এম আলী
  • ঘ. আব্দুস সালাম

উত্তরঃ মাহফুজ আনাম

বিস্তারিত

83. বাসস কি ? (What is BSS ?)

  • ক. একটি সংঘ (a club)
  • খ. একটি সংবাদ সংস্থা (a News Agency)
  • গ. একটি ম্যাগাজিন (a Magazine)
  • ঘ. একটি টিভি কেন্দ্র (a TV Station)

উত্তরঃ একটি সংবাদ সংস্থা (a News Agency)

বিস্তারিত

84. বাংলাদেশের সংবাদ সংস্থা -

  • ক. এপি
  • খ. রয়টার
  • গ. ইউএনবি
  • ঘ. এএফপি

উত্তরঃ ইউএনবি

বিস্তারিত

85. ENA কোন দেশের সংবাদ সংস্থা ?

  • ক. জাপান
  • খ. ভারত
  • গ. বাংলাদেশ
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

86. জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯৫০ সালে
  • খ. ১৯৫৪ সালে
  • গ. ১৯৫৬ সালে
  • ঘ. ১৯৫৮ সালে

উত্তরঃ ১৯৫৪ সালে

বিস্তারিত

88. 'ফোর্থ এস্টেট' বলতে কি বুঝায় ?

  • ক. সম্পত্তি
  • খ. ক্ষমতা
  • গ. সংবাদপত্র
  • ঘ. রাজনীতি

উত্তরঃ সংবাদপত্র

বিস্তারিত

89. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?

  • ক. টাইম
  • খ. নিউজ উইক্স
  • গ. ইকোনোমিস্ট
  • ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্লি

উত্তরঃ নিউজ উইক্স

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects