বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র
76. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা কোনটি ?
- ক. বাংলা জার্নাল
- খ. কিশোর জার্নাল
- গ. উত্তরাধিকার
- ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ধান শালিকের দেশ
77. নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ?
- ক. নবারুণ
- খ. উন্মাদ
- গ. অগত্যা
- ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ধান শালিকের দেশ
78. নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?
- ক. ডাঃ লুৎফর রহমান
- খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
- গ. কবি সুফিয়া কামাল
- ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ডাঃ লুৎফর রহমান
79. 'দেশবার্তা' নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয় ?
- ক. নিউইয়র্ক
- খ. আবুধাবি
- গ. মালয়েশিয়া
- ঘ. লন্ডন
উত্তরঃ লন্ডন
80. ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম -
- ক. আনোয়ার হোসেন
- খ. মঈনুল হোসেন
- গ. তফাজ্জল হোসেন
- ঘ. সিরাজউদ্দিন হোসেন
উত্তরঃ তফাজ্জল হোসেন
81. বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি দৈনিক কোনটি ?
- ক. Daily Star
- খ. Bangladesh Observer
- গ. New Nation
- ঘ. Independent
উত্তরঃ Bangladesh Observer
82. 'দি ডেইলি স্টার' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক -
- ক. মাহফুজ আনাম
- খ. কে এম এ মুনীম
- গ. এস এম আলী
- ঘ. আব্দুস সালাম
উত্তরঃ মাহফুজ আনাম
- ক. একটি সংঘ (a club)
- খ. একটি সংবাদ সংস্থা (a News Agency)
- গ. একটি ম্যাগাজিন (a Magazine)
- ঘ. একটি টিভি কেন্দ্র (a TV Station)
উত্তরঃ একটি সংবাদ সংস্থা (a News Agency)
86. জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৫০ সালে
- খ. ১৯৫৪ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ ১৯৫৪ সালে
- ক. Media
- খ. Parliament
- গ. Library
- ঘ. University
উত্তরঃ Media
89. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?
- ক. টাইম
- খ. নিউজ উইক্স
- গ. ইকোনোমিস্ট
- ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্লি
উত্তরঃ নিউজ উইক্স