বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য
26. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) - এর সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
27. বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) সদস্য হয়?
- ক. জানুয়ারী, ১৯৯৪
- খ. জানুয়ারী, ১৯৯৬
- গ. জানুয়ারী, ১৯৯৩
- ঘ. জানুয়ারী, ১৯৯৫
উত্তরঃ জানুয়ারী, ১৯৯৫
28. বাংলাদেশ কবে আই.সি.সির সহযোগী সদস্যপদ (Associate membership)লাভ করে ?
- ক. ১৯৭৭
- খ. ১৯৭৫
- গ. ১৯৭৯
- ঘ. ১৯৭২
উত্তরঃ ১৯৭৭
29. বাংলাদেশ কোন সালে বিশ্ব আলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে ?
- ক. ১৯৮০ সালে
- খ. ১৯৭৫ সালে
- গ. ১৯৭২ সালে
- ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৮০ সালে
30. বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য ? (Bangladesh is a member of which of the following association ?)
- ক. NAFTA
- খ. ASEAN
- গ. WTO
- ঘ. OPEC
উত্তরঃ WTO
31. বাংলাদেশ কোনটির সদস্য নয়? (Bangladesh is not a member of which of the following association?)
- ক. D-8
- খ. WHO
- গ. CIRDAP
- ঘ. OPEC
উত্তরঃ OPEC
- ক. ভুটান (Bhutan)
- খ. ভারত (India)
- গ. সোভিয়েত ইউনিয়ন (USSR)
- ঘ. যুক্তরাষ্ট্র (USA)
উত্তরঃ ভারত (India)
- ক. ভারত (India)
- খ. রাশিয়া (Russia)
- গ. ভুটান (Bhutan)
- ঘ. যুক্তরাষ্ট্র (USA)
উত্তরঃ ভারত (India)
38. কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
- ক. ইরাক
- খ. মিশর
- গ. কুয়েত
- ঘ. জর্ডান
উত্তরঃ ইরাক
39. কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
- ক. ইরাক
- খ. আফগানিস্তান
- গ. ইরান
- ঘ. সৌদি আরব
উত্তরঃ ইরাক
40. মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
- ক. মিশর
- খ. জর্দান
- গ. ইরাক
- ঘ. কুয়েত
উত্তরঃ ইরাক
41. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
- ক. সুদান
- খ. মরক্কো
- গ. কঙ্গো
- ঘ. সেনেগাল
উত্তরঃ সেনেগাল
42. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র -
- ক. জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- খ. পূর্ব জার্মানী
- গ. ইতালি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ পূর্ব জার্মানী
43. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো -
- ক. পোল্যান্ড
- খ. বুলগেরিয়া
- গ. পূর্ব জার্মানী
- ঘ. সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ পোল্যান্ড
44. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
- ক. ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
- খ. ২৪ ফেব্রুয়ারি, ১৯৭২
- গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
- ঘ. ৪ এপ্রিল, ১৯৭২
উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৭২
- ক. Israel
- খ. Mongolia
- গ. Iraq
- ঘ. Afghanistan
উত্তরঃ Israel
- ক. Taiwan
- খ. Libya
- গ. Israel
- ঘ. North Korea
উত্তরঃ Israel
47. বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই -
- ক. ইসরাইল
- খ. তাইওয়ান
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. হাইতি
উত্তরঃ তাইওয়ান
49. বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠনের নাম -
- ক. গ্রুপ ফোরটিন
- খ. ককাস
- গ. টুয়েসডে গ্রুপ
- ঘ. ওয়ার্ল্ডকম
উত্তরঃ টুয়েসডে গ্রুপ
50. ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)-এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত ছিল?
- ক. ২৪
- খ. ২৫
- গ. ২৬
- ঘ. ৩০
উত্তরঃ ২৫