বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য

26. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) - এর সদস্যপদ লাভ করে?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

27. বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) সদস্য হয়?

  • ক. জানুয়ারী, ১৯৯৪
  • খ. জানুয়ারী, ১৯৯৬
  • গ. জানুয়ারী, ১৯৯৩
  • ঘ. জানুয়ারী, ১৯৯৫

উত্তরঃ জানুয়ারী, ১৯৯৫

বিস্তারিত

29. বাংলাদেশ কোন সালে বিশ্ব আলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে ?

  • ক. ১৯৮০ সালে
  • খ. ১৯৭৫ সালে
  • গ. ১৯৭২ সালে
  • ঘ. ১৯৭৪ সালে

উত্তরঃ ১৯৮০ সালে

বিস্তারিত

32. বাংলাদেশ কোন জোটের সদস্য নয় ?

  • ক. সার্ক
  • খ. জি-৮
  • গ. ডি-৮
  • ঘ. ন্যাম

উত্তরঃ জি-৮

বিস্তারিত

34. বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে ?

  • ক. ইইউ
  • খ. ন্যাটো
  • গ. আসিয়ান
  • ঘ. নাফটা

উত্তরঃ আসিয়ান

বিস্তারিত

35. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

  • ক. ৩০ তম
  • খ. ৩২ তম
  • গ. ৩৪ তম
  • ঘ. ৩৬ তম

উত্তরঃ ৩২ তম

বিস্তারিত

36. কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ? ( Which country was the first to recognize Bangladesh as an Independent Nation ?)

  • ক. ভুটান (Bhutan)
  • খ. ভারত (India)
  • গ. সোভিয়েত ইউনিয়ন (USSR)
  • ঘ. যুক্তরাষ্ট্র (USA)

উত্তরঃ ভারত (India)

বিস্তারিত

38. কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

  • ক. ইরাক
  • খ. মিশর
  • গ. কুয়েত
  • ঘ. জর্ডান

উত্তরঃ ইরাক

বিস্তারিত

39. কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?

  • ক. ইরাক
  • খ. আফগানিস্তান
  • গ. ইরান
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ ইরাক

বিস্তারিত

40. মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

  • ক. মিশর
  • খ. জর্দান
  • গ. ইরাক
  • ঘ. কুয়েত

উত্তরঃ ইরাক

বিস্তারিত

41. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?

  • ক. সুদান
  • খ. মরক্কো
  • গ. কঙ্গো
  • ঘ. সেনেগাল

উত্তরঃ সেনেগাল

বিস্তারিত

42. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র -

  • ক. জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র
  • খ. পূর্ব জার্মানী
  • গ. ইতালি
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ পূর্ব জার্মানী

বিস্তারিত

43. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো -

  • ক. পোল্যান্ড
  • খ. বুলগেরিয়া
  • গ. পূর্ব জার্মানী
  • ঘ. সোভিয়েত ইউনিয়ন

উত্তরঃ পোল্যান্ড

বিস্তারিত

44. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?

  • ক. ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
  • খ. ২৪ ফেব্রুয়ারি, ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • ঘ. ৪ এপ্রিল, ১৯৭২

উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৭২

বিস্তারিত

47. বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই -

  • ক. ইসরাইল
  • খ. তাইওয়ান
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. হাইতি

উত্তরঃ তাইওয়ান

বিস্তারিত

48. কোন দেশে বাংলাদেশের দূতাবাস নেই ?

  • ক. Bhutan
  • খ. Maldives
  • গ. Sri Lanka
  • ঘ. Myanmar

উত্তরঃ Maldives

বিস্তারিত

49. বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠনের নাম -

  • ক. গ্রুপ ফোরটিন
  • খ. ককাস
  • গ. টুয়েসডে গ্রুপ
  • ঘ. ওয়ার্ল্ডকম

উত্তরঃ টুয়েসডে গ্রুপ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects