বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানস্থাপত্য ও ভাস্কর

1. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

  • ক. রামপাল
  • খ. ধর্মপাল
  • গ. চন্দ্রগুপ্ত
  • ঘ. আদিশুর

উত্তরঃ ধর্মপাল

বিস্তারিত

2. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিস্কার করেন?

  • ক. এডমাউন্ড এস ফিলিপস
  • খ. এনড্রো জেড ফায়ার
  • গ. জন সি মেথার গোমেজ
  • ঘ. বুকানন হ্যামিল্টন

উত্তরঃ বুকানন হ্যামিল্টন

বিস্তারিত

4. 'সত্যপীরের ভিটা' কোথায় অবস্থিত ?

  • ক. সোমপুর বিহার, নওগাঁ
  • খ. পুঠিয়া, রাজশাহী
  • গ. ময়নামতি বিহার , কুমিল্লা
  • ঘ. আনন্দ বিহার বিহার, কুমিল্লা

উত্তরঃ সোমপুর বিহার, নওগাঁ

বিস্তারিত

5. 'শালবন বিহার' কোথায় ?

  • ক. কুমিল্লা
  • খ. বগুড়া
  • গ. সিলেট
  • ঘ. মধুপুর

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

6. 'শালবন বিহার' কোথায় অবস্থিত ?

  • ক. পাহাড়পুর
  • খ. ময়নামতি
  • গ. খাগড়াছড়ি
  • ঘ. রাঙামাটি

উত্তরঃ ময়নামতি

বিস্তারিত

7. 'শালবন বিহার' কোন রাজবংশের কীর্তি ?

  • ক. পাল
  • খ. দেব
  • গ. চন্দ্র
  • ঘ. রাঢ়

উত্তরঃ দেব

বিস্তারিত

8. 'ভাসুবিহার' কোন জেলায় অবস্থিত ?

  • ক. নওগাঁ
  • খ. বগুড়া
  • গ. জয়পুরহাট
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ বগুড়া

বিস্তারিত

9. 'আনন্দ বিহার' কোথায় অবস্থিত?

  • ক. ময়নামতি
  • খ. পাহাড়পুরে
  • গ. মহাস্থানগড়ে
  • ঘ. সোনারগাঁওয়ে

উত্তরঃ ময়নামতি

বিস্তারিত

10. 'জগদ্দল বিহার' কোথায় অবস্থিত?

  • ক. বগুড়া জেলায়
  • খ. রাজশাহী জেলায়
  • গ. পাবনা জেলায়
  • ঘ. নওগাঁ জেলায়

উত্তরঃ নওগাঁ জেলায়

বিস্তারিত

11. মহামুনি বিহার কোথায় অবস্থিত?

  • ক. সিলেটে
  • খ. কুমিল্লায়
  • গ. চট্টগ্রামে
  • ঘ. নওগাঁয়

উত্তরঃ চট্টগ্রামে

বিস্তারিত

12. ভোজ বিহার অবস্থিত -

  • ক. দিনাজপুরে
  • খ. রাজশাহীতে
  • গ. চট্টগামে
  • ঘ. কুমিল্লায়

উত্তরঃ কুমিল্লায়

বিস্তারিত

13. হলুদ বিহার অবস্থিত -

  • ক. রাজশাহী
  • খ. দিনাজপুর
  • গ. রংপুর
  • ঘ. নওগাঁ

উত্তরঃ নওগাঁ

বিস্তারিত

14. 'শাক্যমুনি' বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত ?

  • ক. মিরপুর , ঢাকা
  • খ. সীতাকুণ্ড , চট্টগ্রাম
  • গ. ময়নামতি , কুমিল্লা
  • ঘ. পাহাড়পুর, নওগাঁ

উত্তরঃ মিরপুর , ঢাকা

বিস্তারিত

15. ঢাকা শহরস্থিত মোগল স্থাপত্য কোনটি ?

  • ক. কার্জন হল
  • খ. আহসান মঞ্জিল
  • গ. হোটেল শাহবাগ
  • ঘ. বর্ধমান হাউস

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

16. ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন ? (Lalbagh Fort at Dhaka was constructed by )

  • ক. Prince Azam, the third son of Aurangazeb
  • খ. Shaista Khan, the Mughul Governor of Bengal
  • গ. Bibi Pari, The daughter of Shaista khan
  • ঘ. Both (A) & (B)

উত্তরঃ Both (A) & (B)

বিস্তারিত

17. লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে আরম্ভ করেন ?

  • ক. শায়েস্তা খান
  • খ. ইসলাম খান
  • গ. মুর্শিদকুলি খান
  • ঘ. যুবরাজ মহাম্মদ আযম

উত্তরঃ যুবরাজ মহাম্মদ আযম

বিস্তারিত

18. লালবাগ কেল্লা স্থাপন কে করেন?

  • ক. শায়েস্তা খান
  • খ. শাহ সুজা
  • গ. টিপু সুলতান
  • ঘ. ইসলাম খান

উত্তরঃ শায়েস্তা খান

বিস্তারিত

19. লালবাগ কেল্লা কার সমাধিস্থল ?

  • ক. আমেনা বেগম
  • খ. জিনাতমহল
  • গ. পরিবানু
  • ঘ. পরিবিবি

উত্তরঃ পরিবিবি

বিস্তারিত

20. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -

  • ক. পরিবিবি
  • খ. ইরান দুখত
  • গ. জাহানারা
  • ঘ. মরিয়ম

উত্তরঃ ইরান দুখত

বিস্তারিত

21. পরি বিবি কে ছিলেন?

  • ক. আওরঙ্গজেবের কন্যা
  • খ. শায়েস্তা খানের কন্যা
  • গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
  • ঘ. আজিমুসশানের মাতা

উত্তরঃ শায়েস্তা খানের কন্যা

বিস্তারিত

22. লালবাগ কেল্লা নির্মাণ করা হয় -

  • ক. ১৬০৫ সালে
  • খ. ১৬৭৮ সালে
  • গ. ১৭৫৭ সালে
  • ঘ. ১৫২৭ সালে

উত্তরঃ ১৬৭৮ সালে

বিস্তারিত

23. উওরা গণভবন কোথায় অবস্থিত? (Where is the 'Uttara Ganobhaban, situated?)

  • ক. রাজশাহী(Rajshahi)
  • খ. নওগাঁ(Naogon)
  • গ. বগুড়া(Bogra)
  • ঘ. নাটোর(Natore)

উত্তরঃ নাটোর(Natore)

বিস্তারিত

24. ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৮৭২ সালে
  • গ. ১৯০৫ সালে
  • ঘ. ১৯১৭ সালে

উত্তরঃ ১৮৭২ সালে

বিস্তারিত

25. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন ?

  • ক. নবাব কুতুব উদ্দিন
  • খ. নবাব হাফিজুর রহমান
  • গ. নবাব আব্দুল গণি
  • ঘ. নবাব আব্দুল লতিফ

উত্তরঃ নবাব আব্দুল গণি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects