বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানস্থাপত্য ও ভাস্কর
1. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
- ক. রামপাল
- খ. ধর্মপাল
- গ. চন্দ্রগুপ্ত
- ঘ. আদিশুর
উত্তরঃ ধর্মপাল
2. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিস্কার করেন?
- ক. এডমাউন্ড এস ফিলিপস
- খ. এনড্রো জেড ফায়ার
- গ. জন সি মেথার গোমেজ
- ঘ. বুকানন হ্যামিল্টন
উত্তরঃ বুকানন হ্যামিল্টন
3. পাহাড়পুর খনন কার্যের ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে কাদের সাস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে -
- ক. হিন্দু
- খ. মুসলিম
- গ. বৌদ্ধ
- ঘ. খ্রিস্টান
উত্তরঃ বৌদ্ধ
4. 'সত্যপীরের ভিটা' কোথায় অবস্থিত ?
- ক. সোমপুর বিহার, নওগাঁ
- খ. পুঠিয়া, রাজশাহী
- গ. ময়নামতি বিহার , কুমিল্লা
- ঘ. আনন্দ বিহার বিহার, কুমিল্লা
উত্তরঃ সোমপুর বিহার, নওগাঁ
9. 'আনন্দ বিহার' কোথায় অবস্থিত?
- ক. ময়নামতি
- খ. পাহাড়পুরে
- গ. মহাস্থানগড়ে
- ঘ. সোনারগাঁওয়ে
উত্তরঃ ময়নামতি
10. 'জগদ্দল বিহার' কোথায় অবস্থিত?
- ক. বগুড়া জেলায়
- খ. রাজশাহী জেলায়
- গ. পাবনা জেলায়
- ঘ. নওগাঁ জেলায়
উত্তরঃ নওগাঁ জেলায়
- ক. দিনাজপুরে
- খ. রাজশাহীতে
- গ. চট্টগামে
- ঘ. কুমিল্লায়
উত্তরঃ কুমিল্লায়
14. 'শাক্যমুনি' বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত ?
- ক. মিরপুর , ঢাকা
- খ. সীতাকুণ্ড , চট্টগ্রাম
- গ. ময়নামতি , কুমিল্লা
- ঘ. পাহাড়পুর, নওগাঁ
উত্তরঃ মিরপুর , ঢাকা
15. ঢাকা শহরস্থিত মোগল স্থাপত্য কোনটি ?
- ক. কার্জন হল
- খ. আহসান মঞ্জিল
- গ. হোটেল শাহবাগ
- ঘ. বর্ধমান হাউস
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
16. ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন ? (Lalbagh Fort at Dhaka was constructed by )
- ক. Prince Azam, the third son of Aurangazeb
- খ. Shaista Khan, the Mughul Governor of Bengal
- গ. Bibi Pari, The daughter of Shaista khan
- ঘ. Both (A) & (B)
উত্তরঃ Both (A) & (B)
17. লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে আরম্ভ করেন ?
- ক. শায়েস্তা খান
- খ. ইসলাম খান
- গ. মুর্শিদকুলি খান
- ঘ. যুবরাজ মহাম্মদ আযম
উত্তরঃ যুবরাজ মহাম্মদ আযম
18. লালবাগ কেল্লা স্থাপন কে করেন?
- ক. শায়েস্তা খান
- খ. শাহ সুজা
- গ. টিপু সুলতান
- ঘ. ইসলাম খান
উত্তরঃ শায়েস্তা খান
20. লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -
- ক. পরিবিবি
- খ. ইরান দুখত
- গ. জাহানারা
- ঘ. মরিয়ম
উত্তরঃ ইরান দুখত
- ক. আওরঙ্গজেবের কন্যা
- খ. শায়েস্তা খানের কন্যা
- গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
- ঘ. আজিমুসশানের মাতা
উত্তরঃ শায়েস্তা খানের কন্যা
22. লালবাগ কেল্লা নির্মাণ করা হয় -
- ক. ১৬০৫ সালে
- খ. ১৬৭৮ সালে
- গ. ১৭৫৭ সালে
- ঘ. ১৫২৭ সালে
উত্তরঃ ১৬৭৮ সালে
23. উওরা গণভবন কোথায় অবস্থিত? (Where is the 'Uttara Ganobhaban, situated?)
- ক. রাজশাহী(Rajshahi)
- খ. নওগাঁ(Naogon)
- গ. বগুড়া(Bogra)
- ঘ. নাটোর(Natore)
উত্তরঃ নাটোর(Natore)
24. ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৮৭২ সালে
- গ. ১৯০৫ সালে
- ঘ. ১৯১৭ সালে
উত্তরঃ ১৮৭২ সালে
25. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন ?
- ক. নবাব কুতুব উদ্দিন
- খ. নবাব হাফিজুর রহমান
- গ. নবাব আব্দুল গণি
- ঘ. নবাব আব্দুল লতিফ
উত্তরঃ নবাব আব্দুল গণি