বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী

26. নিচের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী?

  • ক. চাকমা
  • খ. মারমা
  • গ. গারো
  • ঘ. পাঙন

উত্তরঃ পাঙন

বিস্তারিত

27. চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী -

  • ক. হিন্দু
  • খ. প্রকৃতি পূজারী
  • গ. বৌদ্ধ ধর্ম
  • ঘ. খ্রিস্টান

উত্তরঃ বৌদ্ধ ধর্ম

বিস্তারিত

28. কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক ?

  • ক. ত্রিপুরা
  • খ. মণিপুরি
  • গ. সাঁওতাল
  • ঘ. চাকমা

উত্তরঃ চাকমা

বিস্তারিত

29. 'ফাল্গুনী পূর্ণিমা' কাদের ধর্মীয় উৎসব ?

  • ক. চাকমাদের
  • খ. হিন্দুদের
  • গ. খ্রিস্টানদের
  • ঘ. বৌদ্ধদের

উত্তরঃ চাকমাদের

বিস্তারিত

30. বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি ?

  • ক. ইঙ্গবানী
  • খ. ফাগুয়া
  • গ. বিঝু
  • ঘ. সাংগ্রাই

উত্তরঃ সাংগ্রাই

বিস্তারিত

32. 'ওয়ানগালা' উৎসব কাদের?

  • ক. কুকিদের
  • খ. গারোদের
  • গ. চাকমাদের
  • ঘ. মারমাদের

উত্তরঃ গারোদের

বিস্তারিত

33. উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা -

  • ক. হিন্দি
  • খ. মৈথিল্য
  • গ. সাদ্রি
  • ঘ. কুরুক

উত্তরঃ কুরুক

বিস্তারিত

34. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয় -

  • ক. রাঙ্গামাটি
  • খ. নেত্রকোনায়
  • গ. যশোর
  • ঘ. রংপুর

উত্তরঃ নেত্রকোনায়

বিস্তারিত

35. উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রর 'বিরিসিরি' কোথায় অবস্থিত?

  • ক. বান্দরবান
  • খ. খাগড়াছড়ি
  • গ. নেত্রকোনা
  • ঘ. রাঙ্গামাটি

উত্তরঃ নেত্রকোনা

বিস্তারিত

36. বাংলাদেশ উপজাতীয় সাস্কৃতিক কেন্দ্র অবস্থিত -

  • ক. বৃহত্তর ঢাকা
  • খ. পটুয়াখালীতে
  • গ. বৃহত্তর ময়মনসিংহে
  • ঘ. দিনাজপুরে

উত্তরঃ বৃহত্তর ময়মনসিংহে

বিস্তারিত

37. বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?

  • ক. ৬ টি
  • খ. ৫ টি
  • গ. ৪ টি
  • ঘ. ৩ টি

উত্তরঃ ৩ টি

বিস্তারিত

38. খুমী উপজাতিরা কোথায় বাস করে?

  • ক. বান্দরবানে
  • খ. ময়মনসিংহে
  • গ. দিনাজপুরে
  • ঘ. জামালপুর

উত্তরঃ বান্দরবানে

বিস্তারিত

39. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউটটি কোথায় অবস্থিত?

  • ক. ময়মনসিংহ
  • খ. চট্টগ্রাম
  • গ. ঢাকা
  • ঘ. চাঁদপুর

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

40. একমাত্র জড় উপাসক উপজাতি--

  • ক. গারো
  • খ. মারমা
  • গ. সাঁওতাল
  • ঘ. মুরং

উত্তরঃ সাঁওতাল

বিস্তারিত

41. রাখাইনদের বড় ধর্মীয় উৎসব--

  • ক. মাঘীপূর্ণিমা
  • খ. বুদ্ধপূর্ণিমা
  • গ. বৈশাবী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বুদ্ধপূর্ণিমা

বিস্তারিত

42. বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্মবিশ্বাসের অনুসারী--

  • ক. বুদ্ধ
  • খ. খ্রিস্টান
  • গ. সনাতন
  • ঘ. মুসলমান

উত্তরঃ সনাতন

বিস্তারিত

43. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

  • ক. বারাং
  • খ. পাড়া
  • গ. পুঞ্জি
  • ঘ. মৌজা

উত্তরঃ পুঞ্জি

বিস্তারিত

44. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি ?

  • ক. গারো
  • খ. হাজং
  • গ. সাঁওতাল
  • ঘ. মগ

উত্তরঃ সাঁওতাল

বিস্তারিত

  • avatar
    MD AKTARUJJAMAN - 2 years ago
    ওঁরা বাস করে রাজশাহী ও দিনাজপুর প্লিজ যোগ করেন

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects