বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা
51. বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে?
- ক. মালয়েশিয়া
- খ. চীন
- গ. দক্ষিন আফ্রিকা
- ঘ. জাপান
উত্তরঃ জাপান
52. বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দান করে?
- ক. সোনালী ব্যাংক
- খ. গ্রামীণ ব্যাংক
- গ. শিল্প ব্যাংক
- ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
53. বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে জামানত অর্থায়ন করেছে কোন ব্যাংক?
- ক. সমবায় ব্যাংক
- খ. শিল্প ব্যাংক
- গ. ব্রাক ব্যাংক
- ঘ. গ্রামীণ ব্যাংক
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
54. বাংলাদেশে মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানের সংখ্যা আনুমানিক কত?
- ক. ৭৫০
- খ. ৮২৫
- গ. ৯২৫
- ঘ. ১০০০
উত্তরঃ ১০০০
55. কোনটি মাইক্রো এন্টারপ্রাইজ নয়?
- ক. সমবায়ের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করা
- খ. মুরগির খামার
- গ. গরু মোটাতাজাকরণ
- ঘ. মুদির দোকান
উত্তরঃ সমবায়ের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করা
56. সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ?
- ক. ৮০ ভাগের বেশি
- খ. ৮৫ ভাগের বেশি
- গ. ৯০ ভাগের বেশি
- ঘ. ৯৫ ভাগের বেশি
উত্তরঃ ৯৫ ভাগের বেশি
57. গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত?
- ক. দরিদ্র পরিবারদের শুধুমাত্র সঞ্চয় অভ্যাস গড়ে তোলার জন্য
- খ. কৃষকদের উৎপাদনে সাহায্য করার জন্য
- গ. দরিদ্র পরিবারকে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ দেয়ার জন্য
- ঘ. সেচ ও শিল্পে ঋণ দেয়ার জন্য
উত্তরঃ দরিদ্র পরিবারকে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ দেয়ার জন্য
58. কোনটি কৃষি ব্যাংকের কর্ম নয়?
- ক. গ্রুপ সংগঠনের মাধ্যমে সদস্যদের ঋণ প্রদান
- খ. ফসল উৎপাদনে অর্থ সংস্থান
- গ. সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
- ঘ. সেচ প্রকল্পে অর্থ সংস্থান
উত্তরঃ গ্রুপ সংগঠনের মাধ্যমে সদস্যদের ঋণ প্রদান
59. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি?
- ক. আমানত গ্রহণ
- খ. ঋণ প্রদান
- গ. মুদ্রার মান নিয়ন্ত্রণ
- ঘ. মুনাফা অর্জন
উত্তরঃ মুদ্রার মান নিয়ন্ত্রণ
60. বাংলাদেশ ব্যাংকের বর্তমান (২০১৫) গভর্নর কে?
- ক. ড. আনিসুর রহমান
- খ. ড. ফখরুদ্দীন আহমেদ
- গ. ড. আতিউর রহমান
- ঘ. ড. ফরাসউদ্দীন
উত্তরঃ ড. আতিউর রহমান
61. নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে--
- ক. রৌপ্য
- খ. শেয়ার বন্ড
- গ. স্বর্ণ
- ঘ. বৈদেশিক মুদ্রা
উত্তরঃ স্বর্ণ
63. ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কত?
- ক. ২ লাখ ২৫ হাজার ৩২৩ কোটি টাকা
- খ. ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
- গ. ২ লাখ ২৫ হাজার ৩২৫ কোটি টাকা
- ঘ. ২ লাখ ২৫ হাজার ৩২৬ কোটি টাকা
উত্তরঃ ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
64. ২০২১-২০২২ অর্থ বছরে বাজেট কত?
- ক. ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
- খ. ৬ লাখ ৪ হাজার ৬৮১ কোটি টাকা
- গ. ৬ লাখ ৫ হাজার ৬৮১ কোটি টাকা
- ঘ. ৬ লাখ ৬ হাজার ৬৮১ কোটি টাকা
উত্তরঃ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা