বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা
1. নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় ?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. দক্ষিণ কোরিয়া
- ঘ. জার্মানি
উত্তরঃ জাপান
2. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
- ক. আয়কর
- খ. মূল্য সংযোজন কর
- গ. ভূমি রাজস্ব
- ঘ. আমদানী শুল্ক
উত্তরঃ মূল্য সংযোজন কর
3. বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?
- ক. অর্থ মন্ত্রণালয়
- খ. জাতীয় রাজস্ব বোর্ড
- গ. পরিকল্পনা কমিশন
- ঘ. মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়
উত্তরঃ পরিকল্পনা কমিশন
4. বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?
- ক. অর্থ মন্ত্রী
- খ. প্রধানমন্ত্রী
- গ. পরিকল্পনা মন্ত্রী
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ অর্থ মন্ত্রী
6. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল ?
- ক. ১৯৭২-১৯৯৭
- খ. ১৯৭৩-১৯৭৯
- গ. ১৯৭৪-১৯৭৯
- ঘ. ১৯৭৫-১৯৮০
উত্তরঃ ১৯৭৩-১৯৭৯
7. PRSP হচ্ছে -
- ক. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- খ. দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
- গ. বাজেট বিশ্লেষণ
- ঘ. দরিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশলপত্র
উত্তরঃ দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
8. PRSP এর পূর্ণাঙ্গ রূপ কি ?(PRSP stands for -)
- ক. Poverty Reduction Study Project
- খ. Poverty Reduction Strategy Papers
- গ. Poverty Reduction Scheme Papers
- ঘ. None of the above
উত্তরঃ Poverty Reduction Strategy Papers
- ক. Intertim Poverty Reduction Strategy Paper
- খ. International Poverty Reduction Strategy Paper
- গ. Internal Poverty Reduction Strategy Paper
- ঘ. Inter-poverty Reduction Strategy Paper
উত্তরঃ Intertim Poverty Reduction Strategy Paper
11. অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ -এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
- ক. ১১৯০ ডলার
- খ. ১০০০ ডলার
- গ. ১১১৫ ডলার
- ঘ. ১০৪৪ ডলার
উত্তরঃ ১১৯০ ডলার
12. দারিদ্র্য বিমোচনে কোন কর্মসূচিটি এখনও পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয়?
- ক. স্বাস্থ্য
- খ. সুশাসন
- গ. শিক্ষা
- ঘ. ক্ষুদ্রঋণ
উত্তরঃ ক্ষুদ্রঋণ
13. ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
- ক. ৮.৫%
- খ. ৮.২%
- গ. ৬.১২%
- ঘ. ৬.০%
উত্তরঃ ৬.১২%
14. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
- ক. ডিসিসিআই
- খ. বিকেএমইএ
- গ. বিজিএমইএ
- ঘ. এফবিসিসিআই
উত্তরঃ এফবিসিসিআই
15. স্থানীয় মূদ্রার অবমূল্যায়ন হলে--
- ক. রপ্তানি আয় বাড়ে
- খ. রপ্তানিকারকরা উপকৃত হয়
- গ. আমদানিকারকরা উপকৃত হয়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ রপ্তানিকারকরা উপকৃত হয়
16. বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে?
- ক. ২ বছর
- খ. ৫ বছর
- গ. ৩ বছর
- ঘ. ১ বছর
উত্তরঃ ১ বছর
17. অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়?
- ক. একটি দ্রব্য, তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য
- খ. দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে দর কষাকষির স্থান
- গ. দ্রব্য বিক্রয়ের জন্য কোন এলাকা
- ঘ. জিনিসপত্র ক্রয় বিক্রয়ের স্থান
উত্তরঃ একটি দ্রব্য, তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য
18. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষীক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
- ক. ২০১৫-২০১৯
- খ. ২০১৭-২০২১
- গ. ২০১৬-২০২০
- ঘ. ২০১৮-২০২২
উত্তরঃ ২০১৬-২০২০
19. দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
- ক. জুন ০৯ - জুন ১৩
- খ. জুন ০৯ - জুন ১১
- গ. জুন ১০ - জুন ১৪
- ঘ. জুন ১০ - জুন ১২
উত্তরঃ জুন ০৯ - জুন ১১
20. যখন কোন অর্থনীতিতে পণ্যসমূহের মূল্য সূচক বেড়ে যায়, তখন কি সৃষ্টি হয়?
- ক. স্থবিরাবস্থা
- খ. মুদ্রাস্ফীতি
- গ. বেকারত্ব
- ঘ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
উত্তরঃ মুদ্রাস্ফীতি
21. নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?
- ক. বাজেট ঘাটতি
- খ. মূল্যহ্রাস
- গ. মুদ্রাস্ফীতি
- ঘ. অর্থনৈতিক মন্দা
উত্তরঃ অর্থনৈতিক মন্দা
22. কোনটি মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়?
- ক. আমদানি রপ্তানির অবাধ প্রবাহ
- খ. চাহিদা ও যোগানের অনিয়ন্ত্রিত হ্রাস-বৃদ্ধি
- গ. যে কোন উদ্যোক্তা কর্তৃক বাজারে মূলধন সরবরাহ
- ঘ. সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ
উত্তরঃ সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ
- ক. অর্থনৈতিক মন্দা
- খ. সরকারি বাজেটের উদ্বৃত্ত বৃদ্ধি
- গ. পণ্যের হার হ্রাস
- ঘ. বাজারে অর্থের যোগান বৃদ্ধি
উত্তরঃ বাজারে অর্থের যোগান বৃদ্ধি
24. আমাদের দেশে এ যাবৎ (২০১৬) কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
- ক. ৫টি
- খ. ৪টি
- গ. ৮টি
- ঘ. ৭টি
উত্তরঃ ৭টি
25. গ্রামে অপ্রাতিষ্ঠানিক ঋণ প্রদান করে--
- ক. বন্ধু-বান্ধব
- খ. জমির মালিক
- গ. স্কুলের শিক্ষক
- ঘ. মহাজন
উত্তরঃ মহাজন