বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিচিতি
26. বাংলাদেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় খ্যাত বারডেম যে শহরে গড়ে উঠেছে -
- ক. ঢাকা
- খ. চট্টগ্রাম
- গ. রাজশাহী
- ঘ. গাজীপুর
উত্তরঃ ঢাকা
- ক. একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
- খ. একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
- গ. একটি কিশোর ফুটবল টিমের নাম
- ঘ. একটি সংবাদ সংস্থার নাম
উত্তরঃ একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
28. 'আলোকিত মানুষ চাই' কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
- ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র
- খ. বিশ্ব সাহিত্য কেন্দ্র
- গ. সুশাসনের জন্য নাগরিক
- ঘ. পাবলিক লাইব্রেরী
উত্তরঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
30. NIPORT কি?
- ক. জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
- খ. পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
- গ. নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
- ঘ. বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
31. কে এফ.বি.সি.সি.আই এর সদস্য হতে পারে ? (Who can become the members of FBCCI ?)
- ক. Industrial unit
- খ. Commercial establishment
- গ. Trade Association
- ঘ. None of these
উত্তরঃ Trade Association
33. The acronym B.R.R.I stands for -
- ক. British Rural Research Institute
- খ. Bangladesh Road and Railway Institute
- গ. Bangladesh Rice Research Institute
- ঘ. Bangladesh Rich Research Institution
উত্তরঃ Bangladesh Rice Research Institute
34. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
- ক. জয়দেবপুর
- খ. ময়মনসিংহ
- গ. ঢাকা
- ঘ. দিনাজপুর
উত্তরঃ জয়দেবপুর
- ক. Comilla
- খ. Gazipur
- গ. Kustia
- ঘ. Rangpur
উত্তরঃ Gazipur
36. Where IRRI (International Rice Research Institute ) is located ?
- ক. Gazipur
- খ. Bangkok
- গ. Maldip
- ঘ. Manila
উত্তরঃ Manila
37. পি.এ.টি.সি (পাবলিক এডমিনিস্ট্রেশন সেন্টার) কোথায় অবস্থিত ?
- ক. সোনারগাঁও
- খ. চট্টগ্রাম
- গ. রাজশাহী
- ঘ. সাভার
উত্তরঃ সাভার
38. শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
- ক. বিয়াম
- খ. নায়েম
- গ. টি.টি.সি
- ঘ. ইউ.জি.সি
উত্তরঃ নায়েম
40. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী কোন জেলায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. রাজশাহী
- গ. বগুড়া
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
41. সাংস্কৃতিক সংগঠন 'উদীচীর' প্রতিষ্ঠাতা কে ?
- ক. সত্যেন সেন
- খ. সৈয়দ শামসুল হক
- গ. ওয়াহিদুল হক
- ঘ. সানজিদা বেগম
উত্তরঃ সত্যেন সেন
42. Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) is a company of :
- ক. Power Development Board (PDB)
- খ. Dhaka Electric Supply Authority (DESA)
- গ. Petrobangla
- ঘ. Rural Electrification Board (REB)
উত্তরঃ Petrobangla
43. Which of the following gas fields in not owned by Petrobangla ?
- ক. Sangu Valley Gas Field
- খ. Titas Gas Field
- গ. Bakhrabad Gas Field
- ঘ. Jalalabad Gas Field
উত্তরঃ Sangu Valley Gas Field
44. বাংলাদেশে তেল-গ্যাস আবিস্কাররে সর্বোচ্চ সাফল্য কোন সংস্থাটির ?
- ক. Unocol
- খ. Bapex
- গ. Occidental
- ঘ. Chevron
উত্তরঃ Bapex
45. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৬০ সালে
- খ. ১৯৫৫ সালে
- গ. ১৯৫২ সালে
- ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ ১৯৫৫ সালে
46. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস -চ্যান্সেলর ---
- ক. স্যার এ.এফ. রহমান
- খ. ড. মাহমুদ হাসান
- গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
- ঘ. ড. রমেশ চন্দ্র মজুমদার
উত্তরঃ স্যার এ.এফ. রহমান