বাংলাদেশ বিষয়াবলি
1526. কোনটি স্থানীয় সরকার নয়?
- ক. পৌরসভা
- খ. ইউনিয়ন পরিষদ
- গ. জেলা প্রশাসন
- ঘ. সিটি কর্পোরেশন
উত্তরঃ জেলা প্রশাসন
1529. মৌলিক অধিকার লংঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়?
- ক. জেলা জজ আদালত
- খ. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
- গ. জেলা ম্যাজিস্ট্রেট আদালত
- ঘ. হাইকোর্ট বিভাগে
উত্তরঃ হাইকোর্ট বিভাগে
1530. ‘অসমাপ্ত আত্মজীবনী’ একটি -
- ক. উপন্যাস
- খ. প্রবন্ধ গ্রন্থ
- গ. আত্মজীবনীমূলক গ্রন্থ
- ঘ. নাটক
উত্তরঃ আত্মজীবনীমূলক গ্রন্থ
1531. মুক্তিযুদ্ধে বীরত্বের সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ কত জনকে দেয়া হয়?
- ক. ৭ জন
- খ. ৮ জন
- গ. ৯ জন
- ঘ. ১০ জন
উত্তরঃ ৭ জন
1532. মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরে সক্রিয় ছিল?
- ক. চট্টগ্রাম
- খ. খুলনা
- গ. ঢাকা
- ঘ. বরিশাল
উত্তরঃ ঢাকা
1533. বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত?
- ক. ৭১৬ কিমি
- খ. ৪১৫৬ কিমি
- গ. ৩০১৫ কিমি
- ঘ. ৬৫১৪ কিমি
উত্তরঃ ৪১৫৬ কিমি
1534. স্বাধীনতা যুদ্ধে কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?
- ক. ৬৯ জন
- খ. ৭ জন
- গ. ১৭ জন
- ঘ. ৪২৬ জন
উত্তরঃ ৭ জন
1536. কোনটি ‘রামসার সাইট’?
- ক. হাকালুকি হাওর
- খ. সেন্টমার্টিন
- গ. টাঙ্গুয়ার হাওড়
- ঘ. মারজাও বাঁওড়
উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়
1537. হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
- ক. মাতৃমৎস্য ভাণ্ডার
- খ. পর্যটন
- গ. রামসার সাইট
- ঘ. নদী বন্দর
উত্তরঃ মাতৃমৎস্য ভাণ্ডার
1538. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
- ক. ভারত
- খ. সোভিয়েত ইউনিয়ন
- গ. ভুটান
- ঘ. ব্রিটেন
উত্তরঃ ভুটান
1539. কোনটি স্থানীয় সরকার?
- ক. উপজেলা পরিষদ
- খ. জেলা প্রশাসন
- গ. স্থানীয় সরকার বিভাগ
- ঘ. বন অধিদপ্তর
উত্তরঃ উপজেলা পরিষদ
1541. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমদ
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
1542. নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন?
- ক. জেলা জজ
- খ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- গ. দায়রা জজ
- ঘ. জেলা ম্যাজিস্ট্রেট
উত্তরঃ জেলা ম্যাজিস্ট্রেট
1543. মুক্তিযুদ্ধ এ ২নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
- ক. আবু ওসমান চৌধুরী
- খ. মেজর রফিকুল ইসলাম
- গ. মেজর খালেদ মোশারফ
- ঘ. মেজর আবু তাহের
উত্তরঃ মেজর খালেদ মোশারফ
1544. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
- ক. চাঁপাইনবাবগঞ্জ
- খ. সিলেট
- গ. লালবাগ
- ঘ. বাগের হাট
উত্তরঃ বাগের হাট
1545. মহাস্থানগড় কিসের জন্য বিখ্যাত?
- ক. স্থল বন্দর
- খ. প্রাচীন পরাকীর্তি
- গ. ব্যবসা কেন্দ্র
- ঘ. পাহাড়
উত্তরঃ প্রাচীন পরাকীর্তি
1546. অধ্যাদেশ কে জারি করেন?
- ক. মাননীয় প্রধানমন্ত্রী
- খ. আইন মন্ত্রী
- গ. মহামান্য রাষ্ট্রপতি
- ঘ. মন্ত্রিপরিষদ সচিব
উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি
1547. যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?
- ক. প্রথম ৬টি
- খ. প্রথম ৫টি
- গ. প্রথম ৪টি
- ঘ. প্রথম ১০টি
উত্তরঃ প্রথম ৪টি
1548. মহান মুক্তিযুদ্ধে মেহেরপুরের বৈদ্যনাথতলা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- ক. ৭ নং সেক্টর
- খ. ৮ নং সেক্টর
- গ. ১০ নং সেক্টর
- ঘ. ৬ নং সেক্টর
উত্তরঃ ৮ নং সেক্টর
1549. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের সংস্থা?
- ক. কর্পোরেশন
- খ. সাংবিধানিক সংস্থা
- গ. সরকারি সংস্থা
- ঘ. স্বায়ত্তশাসিত সংস্থা
উত্তরঃ সাংবিধানিক সংস্থা
1550. বাংলাদেশের সরকার ব্যবস্থা নিম্নের কোন ধরনের?
- ক. যুক্তরাষ্ট্রীয়
- খ. আধা একাকেন্দ্রিক
- গ. আধা যুক্তরাষ্ট্রীয়
- ঘ. এককেন্দ্রিক
উত্তরঃ এককেন্দ্রিক
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..