বাংলাদেশ বিষয়াবলি
26. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
- ক. চট্রগ্রাম
- খ. পাকশি
- গ. সৈয়দপুর
- ঘ. আখাউড়া
উত্তরঃ সৈয়দপুর
28. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়?
- ক. পঞ্চগড়
- খ. সাতক্ষীরা
- গ. হবিগঞ্জ
- ঘ. কক্সবাজার
উত্তরঃ কক্সবাজার
29. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
- ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
- খ. উন্নত জাতের ধানের নাম
- গ. দুট কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
- ঘ. উন্নত জাতের গমের নাম
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
30. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
- ক. ৮ঃ ৫
- খ. ১০ঃ৬
- গ. ১১ঃ৮
- ঘ. ১১ঃ৭
উত্তরঃ ১০ঃ৬
- ক. সিলেট
- খ. হবিগঞ্জ
- গ. মৌলভীবাজার
- ঘ. বান্দরবান
উত্তরঃ মৌলভীবাজার
32. বাংলােদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. ময়নামতি
- খ. সোনারগাঁ
- গ. ঢাকা
- ঘ. পাহাড়পুর
উত্তরঃ সোনারগাঁ
33. জাতিসংঘের জনসংখ্যাসংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
- ক. সপ্তম
- খ. নবম
- গ. একাদশ
- ঘ. ত্রয়োদশ
উত্তরঃ নবম
35. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়?
- ক. ১৩৭
- খ. ১৩৮
- গ. ১৮৭
- ঘ. ১৫০
উত্তরঃ ১৩৭
37. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
- ক. চট্রগ্রাম
- খ. রাঙ্গামাটি
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. জামালপুর
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
39. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
- ক. ৬২৭ কি.মি.
- খ. ৫২৯ কি.মি.
- গ. ৪২০ কি.মি.
- ঘ. ৩০৭ কি.মি.
উত্তরঃ ৬২৭ কি.মি.
40. নিস্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. দক্ষিণ কোরিয়া
- ঘ. জার্মানি
উত্তরঃ জাপান
41. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে?
- ক. ১৯৮২
- খ. ১৯৮৫
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৭৯
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
47. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
- ক. ৩১-১০-০৭
- খ. ১-১১-০৭
- গ. ৩-১১-০৭
- ঘ. ১-১০-০৭
উত্তরঃ ১-১১-০৭
48. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
- ক. ফরিদপুর
- খ. চাঁদপুর
- গ. চট্রগ্রাম
- ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ফরিদপুর
49. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
- ক. ৪টি
- খ. ৫টি
- গ. ৬টি
- ঘ. ২টি
উত্তরঃ ৪টি
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..