বাংলাদেশ বিষয়াবলি

51. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?

  • ক. ১২১২
  • খ. ১২০০
  • গ. ১২০৪
  • ঘ. ১২১১

উত্তরঃ ১২০৪

বিস্তারিত

52. বাংলাাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

  • ক. ১৪ টি
  • খ. ২৪ টি
  • গ. ৩৪ টি
  • ঘ. ৫০ টি

উত্তরঃ ৩৪ টি

বিস্তারিত

53. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড ওয়েলেসলি
  • গ. লর্ড ডালহৌসি
  • ঘ. লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

54. দক্ষিণ তালপট্রি কোন নদীর মোহনায় অবস্থিত?

  • ক. নাফ
  • খ. তেঁতুলিয়া
  • গ. আড়িয়াল খাঁ
  • ঘ. হাড়িয়াভাঙ্গা

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা

বিস্তারিত

55. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?

  • ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
  • খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • গ. পূর্ববাংলার অথনৈতিক বৈষম্য দূরীকরণ
  • ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ

উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

বিস্তারিত

56. অপরাজয়ের বাংলা কবে উদ্বোধন করা হয়?

  • ক. ১৬ ডিসেম্বর ১৯৭৯
  • খ. ২৬ ডিসেম্বর ১৯৭৯
  • গ. ১ জানুয়ারি ১৯৮০
  • ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৮০

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭৯

বিস্তারিত

57. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

  • ক. ৪৬.৫ মি.
  • খ. ৪৬ মি.
  • গ. ৪৫.৫মি
  • ঘ. ৪৫ মি.

উত্তরঃ ৪৬.৫ মি.

বিস্তারিত

58. হাজংদের অধিবাস কোথায়?

  • ক. ময়মনসিংহ ও নেত্রকোনা
  • খ. কক্সবাজার ও রামু
  • গ. রংপুর ও দিনাজপুর
  • ঘ. সিলেট ও মণিপুর

উত্তরঃ ময়মনসিংহ ও নেত্রকোনা

বিস্তারিত

59. বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?

  • ক. ৮৫৪৫০ টি
  • খ. ৮৪৫০০ টি
  • গ. ৮৫৫০০ টি
  • ঘ. ৮৩৯০০ টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

60. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?

  • ক. ৭ই মার্চ, ১৯৭৩
  • খ. ৫ই মার্চ, ১৯৭৩
  • গ. ৬ইি এপ্রিল, ১৯৭৩
  • ঘ. ১১ই এপ্রিল, ১৯৭৩

উত্তরঃ ৭ই মার্চ, ১৯৭৩

বিস্তারিত

61. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?

  • ক. সেন্টমার্টিন
  • খ. লালপুর
  • গ. হিলি
  • ঘ. লালমোহন

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

62. NIPORT কী?

  • ক. জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
  • খ. পোল্ট্রি ফার্মবিষয়ক প্রতিষ্ঠান
  • গ. নদী বন্দরবিষয়ক প্রতিষ্ঠান
  • ঘ. বন্দরবিষয়ক প্রতিষ্ঠান

উত্তরঃ জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

বিস্তারিত

63. সংবিধানের কোন অনুচ্ছেদ “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে?

  • ক. ১০ নং অনুচ্ছেদে
  • খ. ২১(২) নং অনুচ্ছেদে
  • গ. ২৭নং অনুচ্ছেদে
  • ঘ. ২৮(২) নং অনুচ্ছেদে

উত্তরঃ ২৭নং অনুচ্ছেদে

বিস্তারিত

64. UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?

  • ক. ৪৪৪ ডলার
  • খ. ৭৭০ ডলার
  • গ. ১০৭০ ডলার
  • ঘ. ১৭৭০ ডলার

উত্তরঃ ১৭৭০ ডলার

বিস্তারিত

66. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

  • ক. দিনাজপুর
  • খ. গোপালপুর
  • গ. পাকশী
  • ঘ. ঈশ্বরদী

উত্তরঃ ঈশ্বরদী

বিস্তারিত

67. রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?

  • ক. হামিদুর রহমান
  • খ. মৃণাল হক
  • গ. শামীম শিকদার
  • ঘ. নভেরা আহমেদ

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

69. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?

  • ক. বিজয় স্তম্ভ
  • খ. বিজয়কেতন
  • গ. স্বাধীনতা সোপান
  • ঘ. রক্ত সোপান

উত্তরঃ রক্ত সোপান

বিস্তারিত

70. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. ঢাকা
  • গ. চট্রগ্রাম
  • ঘ. খুলনা

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

71. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?

  • ক. ৫.০৩
  • খ. ৬.০৩
  • গ. ৪.৮
  • ঘ. ৬.৮

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

72. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?

  • ক. পারভীন
  • খ. ফিরোজা বেগম
  • গ. রওশন জাহান
  • ঘ. কানিজ ফাতেমা

উত্তরঃ ফিরোজা বেগম

বিস্তারিত

73. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

  • ক. ১৩৬ তম
  • খ. ১৩৭ তম
  • গ. ১৩৮ তম
  • ঘ. ১৩৯ তম

উত্তরঃ ১৩৬ তম

বিস্তারিত

74. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

  • ক. তানভীর কবীর
  • খ. হামিদুর রহমান
  • গ. হামিদুজ্জামান
  • ঘ. অস্কার বাদল

উত্তরঃ হামিদুর রহমান

বিস্তারিত

75. জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?

  • ক. বি. এ. সদ্দিকী
  • খ. খাজা ওয়াসিউদ্দিন
  • গ. হুমায়ন রশীদ চৌধুরী
  • ঘ. শসসের মবিন চৌধুরী

উত্তরঃ হুমায়ন রশীদ চৌধুরী

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects