বাংলাদেশ বিষয়াবলি
101. বাংলাদেশেল সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
- ক. বান্দরবান
- খ. চাঁপাইনবাবগঞ্জ
- গ. পঞ্চগড়
- ঘ. দিনাজপুর
উত্তরঃ বান্দরবান
102. চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
- ক. ৩০০ কোটি টাকা
- খ. ৪০০ কোটি টাকা
- গ. ৫০০ কোটি টাকা
- ঘ. ৬০০ কোটি টাকা
উত্তরঃ ৬০০ কোটি টাকা
104. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
- ক. জয়পুরহাট
- খ. কুমিল্লা
- গ. রাঙামাটি
- ঘ. দিনাজপুর
উত্তরঃ দিনাজপুর
105. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ
- খ. ইলিয়াস শাহ
- গ. সম্রাট আকবর
- ঘ. সম্রাট বাবর
উত্তরঃ সম্রাট আকবর
106. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
- ক. ২ কোটি ৪০ লক্ষ একর
- খ. ২ কোটি ৫০ লক্ষ একর
- গ. ২ কোটি ২৫ লক্ষ একর
- ঘ. ২ কোটি ২০ লক্ষ একর
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
107. দক্ষিণ তালপট্রি কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. রূপসা
- খ. বলেশ্বর
- গ. হাড়িয়াভাঙ্গা
- ঘ. ভৈরব
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা
108. বাংলাদেশের GDP- তে কৃষিখাতের অবদান কত?
- ক. ৭০ শতাংশ
- খ. ২৩ শতাংশ
- গ. ৭৫ শতাংশ
- ঘ. ৭৭ শতাংশ
উত্তরঃ ৭৫ শতাংশ
109. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
- ক. বায়তুল মোকাররম-ঢাকা
- খ. শাহ মখদুম মসজিদ-রাজশাহী
- গ. জাতীয় ঈদগাহ-ঢাকা
- ঘ. শোলাকিয়া-কিশোরগঞ্জ
উত্তরঃ শোলাকিয়া-কিশোরগঞ্জ
110. বাংলা একাডেমির পথম মহারিচালক কে ছিলেন?
- ক. প্রফেসর আব্দুল হাই
- খ. মুহাম্মদ শহীদুল্লাহ
- গ. কাজী মোতাহার হোসেন
- ঘ. ড.এনামুল হক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
111. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. বগুড়া
- গ. কুমিল্লা
- ঘ. চট্রগ্রাম
উত্তরঃ বগুড়া
113. বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্তিত?
- ক. দিনাজপুর
- খ. রংপুর
- গ. ঈশ্বরদী
- ঘ. যশোর
উত্তরঃ ঈশ্বরদী
114. স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
- ক. ডিভিডেন্ড
- খ. ডিভ্যালু
- গ. ডিম্যাট
- ঘ. ডিসকাউন্ট
উত্তরঃ ডিম্যাট
115. ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. শেখ নিয়ামত শাকের
- খ. জহির রায়হান
- গ. সুভাষ দত্ত
- ঘ. খান আতা
উত্তরঃ শেখ নিয়ামত শাকের
117. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
- ক. ইসলাম খান
- খ. ইব্রাহীম খান
- গ. শায়েস্তা খান
- ঘ. মীর জুমলা
উত্তরঃ ইসলাম খান
120. প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?
- ক. ময়নামতি
- খ. বিক্রমপুর
- গ. মহাস্থানগড়
- ঘ. পাহাড়পুর
উত্তরঃ পাহাড়পুর
121. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যালেন্সলর-
- ক. ড. রমেশচন্দ্র মজুমদার
- খ. ড.মাহমুদ হাসান
- গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
- ঘ. স্যার এ.এফ. রহমান
উত্তরঃ স্যার এ.এফ. রহমান
123. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
- ক. মালদ্বীপ
- খ. শ্রীলংকা
- গ. নেপাল
- ঘ. ভুটান
উত্তরঃ মালদ্বীপ
124. কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
- ক. মারমা
- খ. খাসিয়া
- গ. সাঁওতাল
- ঘ. গারো
উত্তরঃ মারমা
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..