বাংলাদেশ বিষয়াবলি

126. নিচের কোন পর্যটক সোনারগাঁয় এসেছিলেন?

  • ক. ফা হিয়েন
  • খ. ইবনে বতুতা
  • গ. মার্কো পোলো
  • ঘ. হিউয়েন সাং

উত্তরঃ ইবনে বতুতা

বিস্তারিত

127. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজেই কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?

  • ক. বেগম খালেদা জিয়া
  • খ. শেখ হাসিনা
  • গ. জমির উদ্দিন সরকার
  • ঘ. আবদুল হামিদ

উত্তরঃ আবদুল হামিদ

বিস্তারিত

128. বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করে?

  • ক. ১৯৯৯
  • খ. ২০০০
  • গ. ২০০১
  • ঘ. ২০০২

উত্তরঃ ২০০০

বিস্তারিত

129. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

  • ক. নোয়াখালী
  • খ. কুমিল্লা
  • গ. রংপুর
  • ঘ. সিলেট

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

130. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?

  • ক. ৫৭ বছর
  • খ. ৬০ বছর
  • গ. ৬২ বছর
  • ঘ. ৬৫ বছর

উত্তরঃ ৬০ বছর

বিস্তারিত

131. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

  • ক. টঙ্গী
  • খ. কোনাবাড়ী
  • গ. যশোর
  • ঘ. গাজীপুর

উত্তরঃ কোনাবাড়ী

বিস্তারিত

132. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?

  • ক. রাজশাহী
  • খ. পাবনা
  • গ. বগুড়া
  • ঘ. সিরাজগঞ্জ

উত্তরঃ বগুড়া

বিস্তারিত

133. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

  • ক. অর্থ
  • খ. ডাক ও টেলিযোগাযোগ
  • গ. বিজ্ঞান ও প্রযুক্তি
  • ঘ. পররাষ্ট্র

উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ

বিস্তারিত

134. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?

  • ক. থাইল্যান্ড
  • খ. মিয়ানমার
  • গ. ভিয়েতনাম
  • ঘ. ভুটান

উত্তরঃ ভিয়েতনাম

বিস্তারিত

135. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?

  • ক. ১ লা জুলাই, ১৯৯১
  • খ. ১লা জুলাই, ১৯৯৩
  • গ. ১লা জুলাই, ১৯৯৫
  • ঘ. ১লা জুলাই, ১৯৯৬

উত্তরঃ ১ লা জুলাই, ১৯৯১

বিস্তারিত

136. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

  • ক. জাইকা
  • খ. ইউএনডিপি
  • গ. বিশ্ব ব্যাংক
  • ঘ. আইএমএফ

উত্তরঃ বিশ্ব ব্যাংক

বিস্তারিত

137. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?

  • ক. ২০০০
  • খ. ২০০১
  • গ. ১৯৯৯
  • ঘ. ১৯৯৮

উত্তরঃ ২০০০

বিস্তারিত

138. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?

  • ক. ৩৮০০
  • খ. ৪১০০
  • গ. ৫৫৭৫
  • ঘ. ৬৯০০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

140. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?

  • ক. অ্যামেনিয়া
  • খ. টিএসপি
  • গ. সুপার ফসফেট
  • ঘ. ইউরিয়া

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

141. বাংলাদেমের জাতীয় পতাকার ডিজাইনার কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. হামিদুর রহমান
  • ঘ. হামেশ খান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

142. কোন উৎস্য থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

  • ক. সেন্টমার্টিন
  • খ. মহেশখাখী
  • গ. হাতিয়া
  • ঘ. সন্দীপ

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

144. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৬
  • গ. ১৯৭৭
  • ঘ. ১৯৭৮

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

146. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

  • ক. জাতীয় স্মৃতিসৌধ
  • খ. লালবাগের কেল্লা
  • গ. সোনা মসজিদ
  • ঘ. শহীদ মিনার

উত্তরঃ শহীদ মিনার

বিস্তারিত

147. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

  • ক. জাতিতাত্ত্বিক জাদুঘর
  • খ. জাতীয় জাদুঘর
  • গ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
  • ঘ. ঢাকা নগর জাদুঘর

উত্তরঃ বরেন্দ্র গবেষণা জাদুঘর

বিস্তারিত

148. ২০০৩-০৪ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-

  • ক. ২০,৩০০ কোটি টাকা
  • খ. ১৯,২০০ কোটি টাকা
  • গ. ১৭,১০০ কোটি টাকা
  • ঘ. ১৯,৫০০ কোটি টাকা

উত্তরঃ ২০,৩০০ কোটি টাকা

বিস্তারিত

149. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-

  • ক. সোনা মসজিদ
  • খ. চট্রগ্রাম
  • গ. বেনাপোল
  • ঘ. হিলি

উত্তরঃ বেনাপোল

বিস্তারিত

150. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?

  • ক. নাটোর
  • খ. চাঁপাইনবাবগঞ্জ
  • গ. জয়পুরহাট
  • ঘ. নওগাঁ

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects