বাংলাদেশ বিষয়াবলি

76. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?

  • ক. ১৯৯৫
  • খ. ১৯৯৬
  • গ. ১৯৯৮
  • ঘ. ২০০১

উত্তরঃ ১৯৯৮

বিস্তারিত

77. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?

  • ক. ৫তম
  • খ. ৭তম
  • গ. ৯তম
  • ঘ. ১০তম

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

79. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৯৭

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

80. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করছে?

  • ক. ভৈরব
  • খ. চাঁদপুর
  • গ. দেওয়ানগঞ্জ
  • ঘ. আজমিরীগঞ্জ

উত্তরঃ ভৈরব

বিস্তারিত

81. প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ক ছিলেন?

  • ক. গাজী আশরাফ হোসেন লীপু
  • খ. আকরাম খান
  • গ. আমিনুল ইসলাম বুলবুল
  • ঘ. শফিকুল হক হীরা

উত্তরঃ শফিকুল হক হীরা

বিস্তারিত

82. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?

  • ক. দুটি কৃষি যন্ত্রপাতির নাম
  • খ. দুটি কৃষি সংস্থার নাম
  • গ. উন্নত জাতের গম শস্য
  • ঘ. কৃষি খামারের নাম

উত্তরঃ উন্নত জাতের গম শস্য

বিস্তারিত

83. বেসরকারি বিল কাকে বলে?

  • ক. স্পীকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন
  • খ. সংসদ সদস্যদের উত্থাপিত বিল
  • গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
  • ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল

উত্তরঃ সংসদ সদস্যদের উত্থাপিত বিল

বিস্তারিত

84. ‘ইরাটম’ কী?

  • ক. উন্নত জাতের ধান
  • খ. উন্নত জাতের ইক্ষু
  • গ. উন্নত জাতের পাট
  • ঘ. উন্নত জাতের চা

উত্তরঃ উন্নত জাতের ধান

বিস্তারিত

85. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?

  • ক. চার্টার্ড ব্যাংক
  • খ. ন্যাশনাল ব্যাংক
  • গ. গ্রামীণ ব্যাংক
  • ঘ. এবি ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

86. কোন আইন সংস্কার করে র‌্যাব (Rapid Action Battalion) গঠন করা হয়?

  • ক. ডি.এম. পি এ্যাক্ট ১৯৭৬
  • খ. ডি.বি.পুলিশ এ্যাক্ট ১৯৮৩
  • গ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ২০০৩
  • ঘ. আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯

উত্তরঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ্যাক্ট ১৯৭৯

বিস্তারিত

87. ‘মনপুরা ৭০’ কী?

  • ক. একটি উপজেলা
  • খ. একটি নদী বন্দর
  • গ. একটি উপন্যাস
  • ঘ. একটি চিত্রশিল্প

উত্তরঃ একটি চিত্রশিল্প

বিস্তারিত

88. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

  • ক. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
  • খ. তিস্তা সেচ প্রকল্প
  • গ. কাপ্তাই সেচ প্রকল্প
  • ঘ. ফেনী সেচ প্রকল্প

উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

বিস্তারিত

89. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়?

  • ক. ১৯৭৯
  • খ. ১৯৮০
  • গ. ১৯৮১
  • ঘ. ১৯৮২

উত্তরঃ ১৯৮০

বিস্তারিত

90. SPARRSO কোন মন্ত্রণায়য়ের অধীনে?

  • ক. শিল্প মন্ত্রণালয়
  • খ. শিক্ষা মন্ত্রণালয়
  • গ. পরিবেশ মন্ত্রণালয়
  • ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

91. বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

  • ক. ন্যাশনাল ব্যাংক
  • খ. আরব-বাংলাদেশ ব্যাংক
  • গ. আইএফআইসি ব্যাংক
  • ঘ. দি সিটি ব্যাংক

উত্তরঃ আরব-বাংলাদেশ ব্যাংক

বিস্তারিত

92. বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?

  • ক. ১৯৯১
  • খ. ১৯৯৪
  • গ. ১৯৯২
  • ঘ. ১৯৯৫

উত্তরঃ ১৯৯৫

বিস্তারিত

94. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?

  • ক. ১৯৯২ সালে
  • খ. ২০০০ সালে
  • গ. ২০০১ সালে
  • ঘ. ২০০২ সালে

উত্তরঃ ২০০১ সালে

বিস্তারিত

95. কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?

  • ক. ৯ জন
  • খ. ১১ জন
  • গ. ১৩ জন
  • ঘ. ১৫ জন

উত্তরঃ ১৫ জন

বিস্তারিত

96. বাংলাদেশ OIC -র সদস্য হয় কোন সনে?

  • ক. ১৯৭৩
  • খ. ১৯৭৪
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৭৬

উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

98. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?

  • ক. ৪ জানুয়ারি, ১৯৯০
  • খ. ৩ ফেব্রুয়ারি, ১৯৯০
  • গ. ৩ মার্চ, ১৯৯০
  • ঘ. ৪ জানুয়ারি, ১৯৯১

উত্তরঃ ৪ জানুয়ারি, ১৯৯০

বিস্তারিত

99. বাংলাদেশেরে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

  • ক. সেন্ট মার্টিন
  • খ. মহেশখালী
  • গ. ছেড়া দ্বীপ
  • ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

100. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. ঢাকা
  • গ. চট্রগ্রাম
  • ঘ. চাঁদপুর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects