বাংলাদেশ বিষয়াবলি
151. সম্প্রতি ‘সাফ’ ফুটবলে কোন দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়?
- ক. মালদ্বীপ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. নেপাল
উত্তরঃ মালদ্বীপ
152. বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?
- ক. পঞ্চগড়
- খ. দিনাজপুর
- গ. কুড়িগ্রাম
- ঘ. বান্দরবান
উত্তরঃ পঞ্চগড়
153. বাংলাদেশের কোন জেলায় সম্প্রতি প্রথম রেল সংযোগ হল?
- ক. ময়মনসিংহ
- খ. টাঙ্গাইল
- গ. বরিশাল
- ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ টাঙ্গাইল
154. আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
- ক. ১২ই এপ্রিল, ২০০২
- খ. ৯ এপ্রিল, ২০০২
- গ. ১৮ই মার্চ, ২০০২
- ঘ. ৩রাপ্রিল, ২০০২
উত্তরঃ ৯ এপ্রিল, ২০০২
156. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
- ক. কুতুবদিয়া
- খ. সোনাদিয়া
- গ. সন্দ্বীপ
- ঘ. পূর্বাশা দ্বীপ
উত্তরঃ পূর্বাশা দ্বীপ
157. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
- ক. চট্রগ্রাম
- খ. ভোলা
- গ. কক্সবাজার
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ কক্সবাজার
158. পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
- ক. রামপাল
- খ. ধর্মপাল
- গ. চন্দ্রগুপ্ত মৌর্য
- ঘ. আদিশূর
উত্তরঃ ধর্মপাল
159. পরী বিবি কে ছিলেন?
- ক. আওরঙ্গজেবের কন্যা
- খ. শায়েস্তা খানের কন্যা
- গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
- ঘ. আজিমুসশানের মাতা
উত্তরঃ শায়েস্তা খানের কন্যা
160. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
- ক. হামিদুর রহমান
- খ. ফজলুর রহমান খান
- গ. নভেরা আহমেদ
- ঘ. জুলফিকার আলী খান
উত্তরঃ ফজলুর রহমান খান
161. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
- ক. প্রধানমন্ত্রী
- খ. রাষ্ট্রপতি
- গ. স্পিকার
- ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
162. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
- ক. ১৬ ই ডিসেম্বর
- খ. ২৬ শে মার্চ
- গ. ২১ শে ফেব্রুয়ারি
- ঘ. ৭ই মার্চ
উত্তরঃ ২৬ শে মার্চ
163. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
- ক. গিয়াসউদ্দীন আযম শাহ
- খ. আলাউদ্দীন হুসেন শাহ
- গ. ফখরুদ্দীন মোবারক শাহ
- ঘ. ইলিয়াস শাহ
উত্তরঃ গিয়াসউদ্দীন আযম শাহ
164. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
- ক. কুসুম্বা মসজিদ
- খ. বড় সোনা মসজিদ
- গ. ষাট গুম্বুজ মসজিদ
- ঘ. সাত গুম্বুজ মসজিদ
উত্তরঃ ষাট গুম্বুজ মসজিদ
165. বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
- ক. ময়নামতি
- খ. পাহাড়পুর
- গ. মহাস্থানগড়
- ঘ. সোনারগাঁ
উত্তরঃ মহাস্থানগড়
166. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?
- ক. ব্রহ্মপুত্র
- খ. পদ্মা
- গ. মেঘনা
- ঘ. যমুনা
উত্তরঃ ব্রহ্মপুত্র
- ক. আবুল হাশেম
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
168. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. এ,কে, ফজলুল হক
- গ. খাজা নাজিমউদ্দীন
- ঘ. আবুল হাশেম
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
169. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রনী ভূমিকা পালন করেন?
- ক. সৈয়দ আমীর আলী
- খ. নওয়াব আব্দুল লতিফ
- গ. নওয়াব স্যার সলিমুল্লাহ
- ঘ. স্যার সৈয়দ আহমেদ খান
উত্তরঃ নওয়াব আব্দুল লতিফ
170. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
- ক. মাওলানা কেরামত আলী
- খ. শাহ ওলিউল্লাহ
- গ. হাজী শরীয়তউল্লাহ
- ঘ. পীর মুহসীনুদ্দিন
উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ
171. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
- ক. ১৬৯০
- খ. ১৭৬৫
- গ. ১৯৯৩
- ঘ. ১৮২৯
উত্তরঃ ১৭৬৫
172. কোন মুঘল সুবাদার চট্রগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
- ক. ইসলাম খান
- খ. রাজা মানসিংহ
- গ. মীর জুমলা
- ঘ. শায়েস্তা খান
উত্তরঃ শায়েস্তা খান
174. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
- ক. আলী মর্দান খলজী
- খ. মুঘারিল খান
- গ. সামছুদ্দিন ফিরোজ
- ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
175. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
- ক. সমতট
- খ. পুন্ড্র
- গ. বঙ্গ
- ঘ. হরিকেল
উত্তরঃ বঙ্গ
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..