বাংলাদেশ বিষয়াবলি

201. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কটি?

  • ক. ২৯টি
  • খ. ২২টি
  • গ. ২১টি
  • ঘ. ৫টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

203. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

  • ক. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
  • খ. প্রধান বিচারপতি নিয়োগ
  • গ. অডিটর জেনারেল নিয়োগ
  • ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগনিয়োগ

উত্তরঃ প্রধান বিচারপতি নিয়োগ

বিস্তারিত

204. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?

  • ক. জরুরী অবস্থা ঘোষণা
  • খ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
  • গ. সুপ্রীট কোর্ট প্রতিষ্ঠা
  • ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান

উত্তরঃ ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান

বিস্তারিত

205. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

  • ক. ১২৫৫ খ্রি.
  • খ. ১৬১০ খ্রি.
  • গ. ১৯০৫ খ্রি.
  • ঘ. ১৯৪৭ খ্রি.

উত্তরঃ ১৬১০ খ্রি.

বিস্তারিত

206. যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?

  • ক. ৭৫টি
  • খ. ৫৯টি
  • গ. ৫০টি
  • ঘ. ৪৫টি

উত্তরঃ ৫০টি

বিস্তারিত

207. জাতীয় সংসদে কোরাম হয় কত সনো?

  • ক. ৯০ জন
  • খ. ৭৫ জন
  • গ. ৬০ জন
  • ঘ. ৫০ জন

উত্তরঃ ৬০ জন

বিস্তারিত

208. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত ?

  • ক. ৩২০ একর
  • খ. ২১৫ একর
  • গ. ১৮৫ একর
  • ঘ. ১২২ একর

উত্তরঃ ২১৫ একর

বিস্তারিত

209. সংসদ ভবনের স্থপতি কে?

  • ক. মাজহারুল হক
  • খ. লুই আই কান
  • গ. এফ.আর.খান
  • ঘ. নভেরা আহমেদ

উত্তরঃ লুই আই কান

বিস্তারিত

210. তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?

  • ক. ২১ জানুয়ারি, ১৯৯১
  • খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৯২
  • গ. ২৭ মার্চ, ১৯৯৬
  • ঘ. ২৮ এপ্রিল, ১৯৯৭

উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬

বিস্তারিত

211. ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

  • ক. দার্জিলিং
  • খ. কলকাতা
  • গ. নয়াদিল্লি
  • ঘ. ঢাকা

উত্তরঃ নয়াদিল্লি

বিস্তারিত

212. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

  • ক. চাঁদপুর
  • খ. সিরাজগঞ্জ
  • গ. গোয়ালন্দ
  • ঘ. ভোলা

উত্তরঃ গোয়ালন্দ

বিস্তারিত

213. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

  • ক. ১৯৫৫
  • খ. ১৯৫৭
  • গ. ১৯৬৭
  • ঘ. ১৯৭২

উত্তরঃ ১৯৫৭

বিস্তারিত

214. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?

  • ক. দুদু মিয়া
  • খ. তিতুমীর
  • গ. হাজী শরীয়তউল্লাহ
  • ঘ. সৈয়দ আহমদ শহীদ

উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ

বিস্তারিত

215. বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?

  • ক. ২৪২
  • খ. ৩০০
  • গ. ২৮৯
  • ঘ. ৪০০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

216. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল?

  • ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • খ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  • গ. পূর্ব বাংলার অথনৈতিক বৈষম্য দূরীকরণ
  • ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন

উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

বিস্তারিত

217. পার্বত্য চট্রগ্রাম শান্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?

  • ক. ২৩ জুন, ১৯৯৬
  • খ. ১২ ডিসেম্বনর, ১৯৯৬
  • গ. ২ ডিসেম্বর, ১৯৯৭
  • ঘ. ১০ মার্চ, ১৯৯৮

উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭

বিস্তারিত

218. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রধম অংশগ্রহণ করে?

  • ক. লস এঞ্জেলস
  • খ. আটলান্টা
  • গ. মস্কো
  • ঘ. মেক্সিকো সিটি

উত্তরঃ লস এঞ্জেলস

বিস্তারিত

219. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

  • ক. জানুয়ারি ১০, ১৯৭৩
  • খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
  • গ. নভেম্বর ৪, ১৯৭২
  • ঘ. অক্টোবর ১১, ১৯৭২

উত্তরঃ ডিসেম্বর ১৬, ১৯৭২

বিস্তারিত

220. বাংলাদেশে জেলার সংখ্যা কত?

  • ক. ৩৬টি
  • খ. ৫৪টি
  • গ. ৬৪টি
  • ঘ. ৪৪টি

উত্তরঃ ৬৪টি

বিস্তারিত

222. বাংলার ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে ?

  • ক. তিতুমীর
  • খ. হাজী মুহম্মদ মুহসীন
  • গ. হাজী শরীয়তউল্লাহ
  • ঘ. হাজী দানেশ

উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ

বিস্তারিত

223. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?

  • ক. সোনারগাঁ
  • খ. বিক্রমপুর
  • গ. প্রন্ড্র
  • ঘ. গোপালগঞ্জ

উত্তরঃ প্রন্ড্র

বিস্তারিত

224. মুজিবনগর কোথায় অবস্থিত?

  • ক. সাতক্ষীরায়
  • খ. মেহেরপুরে
  • গ. চুয়াডাঙ্গায়
  • ঘ. নবাবগঞ্জে

উত্তরঃ মেহেরপুরে

বিস্তারিত

225. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পন করে?

  • ক. রমনা পার্কে
  • খ. পল্টন ময়দানে
  • গ. তৎকালীন রেসকোর্স ময়দানে
  • ঘ. ঢাকা ক্যান্টনমেন্ট

উত্তরঃ তৎকালীন রেসকোর্স ময়দানে

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects