বাংলাদেশ বিষয়াবলি
251. বাংলাদেশের জাতীয় পশু কোনটি ?
- ক. গরু
- খ. ছাগল
- গ. গয়াল
- ঘ. রয়েল বেঙ্গল টাইগার
উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার
252. দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
- ক. ১ম
- খ. ২য়
- গ. ৩য়
- ঘ. ৪র্থ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
253. সাম্প্রতিক কালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
- ক. প্রফেসর ড.আব্দুস সালাম
- খ. প্রফেসর নরম্যান বোরলগ
- গ. ড.আব্দুল কাদের
- ঘ. ড.স্বামিনাথন
উত্তরঃ প্রফেসর নরম্যান বোরলগ
254. কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
- ক. ড. এস ডি চৌধুরী
- খ. ড. কাজী ফজলুল রহিম
- গ. ড. ওসমান গণি
- ঘ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
উত্তরঃ ড. ওসমান গণি
255. বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারনের জন্য বাথান আছে?
- ক. সিরাজগঞ্জ
- খ. দিনাজপুর
- গ. বরিশাল
- ঘ. ফরিদপুর
উত্তরঃ সিরাজগঞ্জ
256. বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মাথাপিছু কত আয়?
- ক. ২০০ মার্কিন ডলার
- খ. ২২৫ মার্কিন ডলার
- গ. ২৪০ মার্কিন ডলার
- ঘ. ২৬০ মার্কিন ডলার
উত্তরঃ ২৪০ মার্কিন ডলার
257. বাংলাশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-
- ক. ২রা ডিসেম্বর, ১৯৯৭
- খ. ৩রা ডিসেম্বর, ১৯৯৭
- গ. ২২ শে ডিসেম্বর, ১৯৯৭
- ঘ. ৩রা জানুয়ারি, ১৯৯৮
উত্তরঃ ২রা ডিসেম্বর, ১৯৯৭
258. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
- ক. কয়লা
- খ. চুনাপাথর
- গ. সাদামাটি
- ঘ. গ্যাস
উত্তরঃ গ্যাস
259. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
- ক. ১৬ বছর
- খ. ১২ বছর
- গ. ২০ বছর
- ঘ. ২১ বছর
উত্তরঃ ১২ বছর
260. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- ক. সেগুনবাগিচা
- খ. ধানমন্ডি
- গ. মগবাজার
- ঘ. বনানী
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
261. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
- ক. তিন নম্বর সেক্টর
- খ. দুই নম্বর সেক্টর
- গ. চার নম্বর সেক্টর
- ঘ. এক নম্বর সেক্টর
উত্তরঃ দুই নম্বর সেক্টর
262. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেওয়া হয়?
- ক. ৯ জন
- খ. ৭ জন
- গ. ৮ জন
- ঘ. ১০ জন
উত্তরঃ ৭ জন
- ক. ঢাকায়
- খ. নারায়ণঞ্জে
- গ. লাহোরে
- ঘ. করাচিতে
উত্তরঃ লাহোরে
- ক. জনগণের সেবা করিবার
- খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
- গ. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
- ঘ. সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
উত্তরঃ জনগণের সেবা করিবার
265. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
- ক. ৩০ বছর
- খ. ২৫ বছর
- গ. ৩৫ বছর
- ঘ. ৪০ বছর
উত্তরঃ ২৫ বছর
266. বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Invesment) হয়েছে?
- ক. জাপান
- খ. যুক্তরাজ্য
- গ. দক্ষিণ কোরিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ মালয়েশিয়া
267. বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা করছেন?
- ক. ৪টি স্তরে
- খ. ৩টি স্তরে
- গ. ২টি স্তরে
- ঘ. ১টি স্তরে
উত্তরঃ ৩টি স্তরে
268. জনাব এফ, আর, খান বাংলাদেশের গৌরব। তিনি কী ছিলেন?
- ক. স্থপতি
- খ. ক্যান্সার চিকিৎসক
- গ. আণবিক বিজ্ঞানী
- ঘ. কম্পিউটার বিজ্ঞানী
উত্তরঃ স্থপতি
- ক. সালমা সোবহান
- খ. সালমা খান
- গ. নাজমা চৌধুরী
- ঘ. হামিদা হোসেন
উত্তরঃ সালমা খান
270. খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
- ক. চাপালিশ
- খ. কেওড়া
- গ. গেওয়া
- ঘ. সুন্দরী
উত্তরঃ সুন্দরী
271. দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনির প্রকল্প কাজ চলছে?
- ক. কঠিন শিলা
- খ. কয়লা
- গ. চুনাপাথর
- ঘ. সাদামাটি
উত্তরঃ কয়লা
272. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস্য -
- ক. খনিজ তেল
- খ. প্রাকৃতিক গ্যাস
- গ. পাহাড়ি নদী
- ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ উপরের সবগুলোই
274. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ এর হিসাব মত)?
- ক. প্রায় ৫০ ভাগ
- খ. প্রায় ৫৪ ভাগ
- গ. প্রায় ৫৬ ভাগ
- ঘ. প্রায় ৬০ ভাগ
উত্তরঃ প্রায় ৫৬ ভাগ
275. বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -
- ক. ৫ মে, ১৯৯৪
- খ. ৬ এপ্রিল, ১৯৯৪
- গ. ৫ মে, ১৯৯৫
- ঘ. ৭ মে, ১৯৯৫
উত্তরঃ ৫ মে, ১৯৯৫
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..