বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি

26. কোন যুগ থেকে বাংলাদেশের ধারাবাহিক ইতিহাসের তথ্য পাওয়া যায়?

  • ক. মুঘল আমল
  • খ. মৌর্য যুগ
  • গ. সেন যুগ
  • ঘ. গুপ্ত যুগ

উত্তরঃ গুপ্ত যুগ

বিস্তারিত

28. গ্রিক বীর আলেকজান্ডার কবে ভারতবর্ষে আগমন করেন?

  • ক. ২৩৭ খ্রিস্টাব্দ
  • খ. খ্রিস্টপূর্ব ২৩৭ অব্দ
  • গ. ৩২৭ খ্রিস্টাব্দ
  • ঘ. খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দ

উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দ

বিস্তারিত

30. কোন সম্রাটের সময়কালে আলেকজান্ডার ভারতবর্ষে আসেন?

  • ক. সম্রাট আকবর
  • খ. সম্রাট শাহজাহান
  • গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • ঘ. চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য

বিস্তারিত

31. দক্ষিণ-পূর্ব বাংলা কি নামে পরিচিত ছিল?

  • ক. হরিকেল
  • খ. সমতট
  • গ. রাঢ়
  • ঘ. গৌড়

উত্তরঃ সমতট

বিস্তারিত

32. মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

  • ক. আরব সাম্রাজ্য
  • খ. আর্য সাম্রাজ্য
  • গ. মুঘল সাম্রাজ্য
  • ঘ. গুপ্ত সাম্রাজ্য

উত্তরঃ গুপ্ত সাম্রাজ্য

বিস্তারিত

33. বানভট্ট কাকে পঞ্চ ভারতের অধিপতি বলে অভিহিত করেন?

  • ক. রাজ্যশ্রী
  • খ. শশাঙ্ক
  • গ. হর্ষবর্ধন
  • ঘ. রাজবর্ধন

উত্তরঃ হর্ষবর্ধন

বিস্তারিত

34. কোন রাজার মৃত্যুর পর বাংলায় 'মাৎস্যন্যায়" পরিস্থিতির সৃষ্টি হয়?

  • ক. গোপাল
  • খ. চন্দ্রগুপ্ত
  • গ. শশাঙ্ক
  • ঘ. অশোক

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

35. বাংলায় কখন পালবংশ প্রতিষ্ঠিত হয়?

  • ক. অষ্টম শতকের মাঝামাঝি সময়ে
  • খ. নবম শতকে
  • গ. সপ্তম শতকের শেষের দিকে
  • ঘ. সপ্তম শতকে

উত্তরঃ অষ্টম শতকের মাঝামাঝি সময়ে

বিস্তারিত

36. সন্ধ্যাকর নন্দী কোন যুগের কবি?

  • ক. পাল
  • খ. মুঘল
  • গ. চন্দ্র
  • ঘ. সেন

উত্তরঃ পাল

বিস্তারিত

37. রামপালের জীবনী নিয়ে 'রামচরিত' কে লিখেছেন?

  • ক. মহীপাল
  • খ. বানভট্ট
  • গ. সন্ধ্যাকর নন্দী
  • ঘ. রামপাল নিজে

উত্তরঃ সন্ধ্যাকর নন্দী

বিস্তারিত

38. সেন বংশের রাজারা কোন ধর্মের ছিলেন?

  • ক. ইসলাম
  • খ. খ্রিস্টান
  • গ. বৌদ্ধ
  • ঘ. হিন্দু

উত্তরঃ হিন্দু

বিস্তারিত

39. লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি কবে নদীয়া (বাংলা) দখল করেন?

  • ক. ১৬১০ সালে
  • খ. ১২০৪ সালে
  • গ. ৭১২ সালে
  • ঘ. ১২০১ সালে

উত্তরঃ ১২০৪ সালে

বিস্তারিত

40. এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন--

  • ক. অধ্যাপক কবীর চৌধুরী
  • খ. হুমায়ূন আহমেদ
  • গ. সৈয়দা রিজওয়ানা হাসান
  • ঘ. অধ্যাপক মোজাফফর আহমেদ

উত্তরঃ সৈয়দা রিজওয়ানা হাসান

বিস্তারিত

41. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

  • ক. হেমন্ত সেন
  • খ. ধর্মপাল
  • গ. গোপাল
  • ঘ. শশাংক

উত্তরঃ ধর্মপাল

বিস্তারিত

42. 'স্বোপার্জিত স্বাধীনতা' স্থাপত্যটির স্থপতি কে?

  • ক. আবদুল্লাহ খালিদ
  • খ. হাশেম খান
  • গ. শামীম সিকদার
  • ঘ. আবু জাফর

উত্তরঃ শামীম সিকদার

বিস্তারিত

43. প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ -এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম--

  • ক. মাটির ময়না
  • খ. রানওয়ে
  • গ. মুক্তির গান
  • ঘ. নরসুন্দর

উত্তরঃ রানওয়ে

বিস্তারিত

44. লালবাগ কেল্লার আদি নাম--

  • ক. শায়েস্তা খান দুর্গ
  • খ. আওরঙ্গবাদ দূর্গ
  • গ. আজম দুর্গ
  • ঘ. পরীবিবির দুর্গ

উত্তরঃ আওরঙ্গবাদ দূর্গ

বিস্তারিত

45. 'ভারতেশ্বরী হোমস্' এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. আর পি সাহা
  • খ. মাদার তেরেসা
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. পি সি সরকার

উত্তরঃ আর পি সাহা

বিস্তারিত

46. বাংলাদেশে কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গিয়েছে?

  • ক. নাটোর
  • খ. মহাস্থানগড়
  • গ. ময়নামতি
  • ঘ. লালমাই

উত্তরঃ মহাস্থানগড়

বিস্তারিত

47. সোনারগাঁও কেন বিখ্যাত?

  • ক. একটি স্থল বন্দর
  • খ. সোনার প্রস্তর পাওয়া যায়
  • গ. লোকশিল্প জাদুঘর
  • ঘ. শিল্প নগরী

উত্তরঃ লোকশিল্প জাদুঘর

বিস্তারিত

48. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?

  • ক. বড়কাটরা
  • খ. ষাট গম্বুজ মসজিদ
  • গ. ছোটকাটরা
  • ঘ. পরী বিবির মাজার

উত্তরঃ পরী বিবির মাজার

বিস্তারিত

49. বাংলাদেশে দুটি 'Cemetery' রয়েছে। এ দুটির অবস্থান--

  • ক. ঢাকা ও বরিশাল
  • খ. কুমিল্লা ও সিলেট
  • গ. চট্টগ্রাম ও কুমিল্লা
  • ঘ. ঢাকা ও চট্টগ্রাম

উত্তরঃ চট্টগ্রাম ও কুমিল্লা

বিস্তারিত

50. কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. কুমিল্লা
  • গ. কুষ্টিয়া
  • ঘ. রাজশাহী

উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects