বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি

76. তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র কোনটি?

  • ক. চাকা
  • খ. নন্দিত নরকে
  • গ. অন্তর্যাত্রা
  • ঘ. ২২শে শ্রাবণ

উত্তরঃ অন্তর্যাত্রা

বিস্তারিত

77. মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র--

  • ক. একাত্তর
  • খ. ১৯৭১
  • গ. গেরিলা
  • ঘ. মেশিনগান

উত্তরঃ গেরিলা

বিস্তারিত

78. 'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রটির নির্মাতা কে?

  • ক. গিয়াস উদ্দীন সেলিম
  • খ. অমিতাভ রেজা
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. রোকেয়া প্রাচী

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

79. 'মনপুরা-৭০' চিত্রকর্মটি এঁকেছেন--

  • ক. এস. এম. সুলতান
  • খ. যামিনী রায়
  • গ. কাইয়ুম চৌধুরী
  • ঘ. জয়নুল আবেদিন

উত্তরঃ জয়নুল আবেদিন

বিস্তারিত

80. যে চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন--

  • ক. দেবদাস
  • খ. ধ্রুব
  • গ. আলালের ঘরের দুলাল
  • ঘ. নীল পদ্ম

উত্তরঃ ধ্রুব

বিস্তারিত

81. 'পথের পাঁচালী' চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. ঋত্বিক ঘটক
  • খ. সত্যজিৎ রায়
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. তারেক মাসুদ

উত্তরঃ সত্যজিৎ রায়

বিস্তারিত

82. 'সূর্য সংগ্রাম' চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. আবদুস সামাদ
  • খ. আবু সায়ীদ
  • গ. খান আতাউর রহমান
  • ঘ. চাষী নজরুল ইসলাম

উত্তরঃ আবদুস সামাদ

বিস্তারিত

83. 'স্টপ জেনোসাইড' একটি--

  • ক. চলচ্চিত্র
  • খ. উপন্যাস
  • গ. ভাস্কর্য
  • ঘ. চিত্রকর্ম

উত্তরঃ চলচ্চিত্র

বিস্তারিত

84. সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নয় কোনটি?

  • ক. মহানগর
  • খ. গণশত্রু
  • গ. মেঘে ঢাকা তারা
  • ঘ. পথের পাঁচালী

উত্তরঃ মেঘে ঢাকা তারা

বিস্তারিত

85. জহির রায়হান ছিলেন--

  • ক. চলচ্চিত্রকার
  • খ. সাহিত্য শিল্পী
  • গ. সাংবাদিক
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

86. 'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. মুরাদ আহমেদ
  • খ. তানভীর মোকাম্মেল
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. শেখ নিয়ামত আলী

উত্তরঃ তানভীর মোকাম্মেল

বিস্তারিত

87. লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?

  • ক. গৌতম ঘোষ
  • খ. তানভীর মোকাম্মেল
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. তারেক মাসুদ

উত্তরঃ গৌতম ঘোষ

বিস্তারিত

88. বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?

  • ক. আব্দুল জাব্বার খান
  • খ. জহির রায়হান
  • গ. সত্যজিৎ রায়
  • ঘ. হীরালাল সেন

উত্তরঃ আব্দুল জাব্বার খান

বিস্তারিত

89. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?

  • ক. সীতাকোট বিহার
  • খ. সোমপুর বিহার
  • গ. আনন্দ বিহার
  • ঘ. শালবন বিহার

উত্তরঃ শালবন বিহার

বিস্তারিত

90. সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. চাঁপাই নবাবগঞ্জ
  • গ. নওগাঁ
  • ঘ. নাটোর

উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ

বিস্তারিত

91. বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত?

  • ক. নওগাঁর কুসুম্বায়
  • খ. জয়পুরহাটের পাঁচবিবিতে
  • গ. রাজশাহীর পুঠিয়ায়
  • ঘ. ঢাকার নারিন্দায়

উত্তরঃ ঢাকার নারিন্দায়

বিস্তারিত

92. গুরুদুয়ারা শিখ মন্দির কোথায় অবস্থিত?

  • ক. নবাবপুর
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ. আরমানিটোলা
  • ঘ. শাখারী বাজার

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

93. বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি?

  • ক. শাহ মখদুম মসজিদ
  • খ. ষাট গম্বুজ মসজিদ
  • গ. বায়তুল মোকাররম
  • ঘ. তারা মসজিদ

উত্তরঃ বায়তুল মোকাররম

বিস্তারিত

94. বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ কোনটি?

  • ক. সোনা মসজিদ
  • খ. কদম মোবারক মসজিদ
  • গ. কুসুম্বা মসজিদ
  • ঘ. রণবিজয়পুর মসজিদ

উত্তরঃ কুসুম্বা মসজিদ

বিস্তারিত

95. বাংলাদেশের প্রত্নতত্ত্ব যাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. ময়নামতি
  • খ. সোনারগাঁও
  • গ. মহাস্থানগড়
  • ঘ. ঢাকা

উত্তরঃ ময়নামতি

বিস্তারিত

96. মুজিবনগর স্মৃতি সৌধ কোন জেলায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. চুয়াডাঙ্গা
  • গ. কুষ্টিয়া
  • ঘ. মেহেরপুর

উত্তরঃ মেহেরপুর

বিস্তারিত

97. 'বিজয় উল্লাস' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. ফরিদপুর
  • গ. কুষ্টিয়া
  • ঘ. খুলনা

উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

98. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি কে?

  • ক. লুই আই কান
  • খ. শামসুল ওয়ারেস
  • গ. বব বুই
  • ঘ. লারোস

উত্তরঃ লারোস

বিস্তারিত

99. 'স্ফুলিঙ্গ' ভাস্কর্যটির স্থপতি কে?

  • ক. গোপাল চন্দ্র পাল
  • খ. কনক কুমার পাঠক
  • গ. নিতুন কুণ্ড
  • ঘ. মৃণাল হক

উত্তরঃ কনক কুমার পাঠক

বিস্তারিত

100. নিতুন কুণ্ডু একজন প্রখ্যাত--

  • ক. চলচ্চিত্রকার
  • খ. ভাস্কর
  • গ. সঙ্গীতকার
  • ঘ. নাট্যকার

উত্তরঃ ভাস্কর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects