বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ
- ক. পহেলা কার্তিক
- খ. পহেলা অগ্রহায়ণ
- গ. পহেলা পৌষ
- ঘ. পহেলা আষাঢ়
উত্তরঃ পহেলা অগ্রহায়ণ
3. বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির কত ভাগ পূরণ করে?
- ক. শতকরা ৬০ ভাগ
- খ. শতকরা ৫৫ ভাগ
- গ. শতকরা ৬৫ ভাগ
- ঘ. শতকরা ৭০ ভাগ
উত্তরঃ শতকরা ৬০ ভাগ
5. বাংলাদেশের চুনাপাথরের অধিক ব্যবহার হচ্ছে--
- ক. রং ও সার শিল্পে কাঁচামাল হিসেবে
- খ. চুন প্রস্তুত শিল্পে কাঁচামাল হিসেবে
- গ. কাগজের মণ্ড তৈরিতে কাচাঁমাল হিসেবে
- ঘ. সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে
উত্তরঃ সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে
6. বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি দেশের কত নম্বর গ্যাস ব্লকের অধীনে?
- ক. ৯নং
- খ. ১১নং
- গ. ১৭নং
- ঘ. ১৩নং
উত্তরঃ ১৩নং
7. হরিপুর তেলক্ষেত্র হতে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয় কতে সালে?
- ক. ১৯৮০ সালে
- খ. ১৯৮৫ সালে
- গ. ১৯৮৭ সালে
- ঘ. ১৯৮১ সালে
উত্তরঃ ১৯৮৭ সালে
8. বাংলাদেশে কার্যরত বিদেশি সবচেয়ে বড় তেল-গ্যাস উৎপাদন ও বন্টন কোম্পানি কোনটি?
- ক. ওয়ার্ল্ড ইয়াং, দক্ষিণ কোরিয়া
- খ. ইউনোকল, মার্কিন যুক্তরাষ্ট্র
- গ. ইয়ংওয়ান, দক্ষিণ কোরিয়া
- ঘ. শেল, নেদারল্যান্ড
উত্তরঃ ইউনোকল, মার্কিন যুক্তরাষ্ট্র
9. ১৯৯৮ সালে সিলেটের কোথায় গ্যাসফিল্ড আবিষ্কৃত হয়?
- ক. টেকেরহাট
- খ. হরিপুর
- গ. মাগুরছড়া
- ঘ. বিবিয়ানা
উত্তরঃ বিবিয়ানা
10. দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় কোন গ্যাসফিল্ড থেকে?
- ক. বাখরাবাদ
- খ. হরিপুর
- গ. তিতাস
- ঘ. ফেঞ্চুগঞ্জ
উত্তরঃ তিতাস
11. বাংলাদেশে সর্বশেষ যে গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে তার নাম কি?
- ক. বিবিয়ানা
- খ. বাখরাবাদ
- গ. সাঙ্গু
- ঘ. মৌলভীবাজার
উত্তরঃ মৌলভীবাজার
13. কক্সবাজারের কোন কোন স্থানে কালো সোনা মজুদ রয়েছে?
- ক. টেকনাফ ও উখিয়া
- খ. বদর মোকাম ও টেকনাফ
- গ. চকোরিয়া ও বদর মোকাম
- ঘ. উখিয়া ও চকোরিয়া
উত্তরঃ বদর মোকাম ও টেকনাফ
- ক. গৃহস্থয়ালি ও শিল্প-কারখানায়
- খ. ইটের ভাটায়
- গ. রাস্তা নির্মাণে
- ঘ. বিদ্যুৎ উৎপাদনে
উত্তরঃ গৃহস্থয়ালি ও শিল্প-কারখানায়
15. তিতাস গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়--
- ক. ১৯৬৪ সালে
- খ. ১৯৬০ সালে
- গ. ১৯৬২ সালে
- ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ ১৯৬২ সালে
17. কঠিন শিলা কি কাজে ব্যবহৃত হয়?
- ক. বন্যা নিয়ন্ত্রণে
- খ. রেলপথ ও সেতু নির্মাণে
- গ. রাস্তাঘাট ও বাঁধ নির্মাণে
- ঘ. উপরের সবকয়টি
উত্তরঃ উপরের সবকয়টি
18. সিমেন্ট প্রস্তুত করতে কোন খনিজ ব্যবহার করা হয়?
- ক. সিলিকা বালি
- খ. কয়লা
- গ. কঠিন শিলা
- ঘ. চুনাপাথর
উত্তরঃ চুনাপাথর
19. বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন কবে শুরু হয়?
- ক. ১৯৬৫ সালে
- খ. ১৯৭৫ সালে
- গ. ১৯৭৯ সালে
- ঘ. ১৯৮৪ সালে
উত্তরঃ ১৯৮৪ সালে
20. নেত্রকোনার বিজয়পুরে কি পাওয়া গেছে?
- ক. কঠিন শিলা
- খ. কাচবালি
- গ. চুনাপাথর
- ঘ. সাদামাটি
উত্তরঃ সাদামাটি
21. সিলিকা বালি খনিজ কি প্রস্তুতে ব্যবহৃত হয়--
- ক. মৃতপাত্র
- খ. কাচ
- গ. ইলেকট্রনিক সরঞ্জাম
- ঘ. সিমেন্ট
উত্তরঃ কাচ
22. দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কি উত্তোলন করার জন্য খনি প্রকল্পের কাজ চলছে?
- ক. প্রকৃতিক গ্যাস
- খ. কঠিন শিলা
- গ. কয়লা
- ঘ. চুনাপাথর
উত্তরঃ কঠিন শিলা
23. ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে--
- ক. ছাতক গ্যাসক্ষেত্র থেকে
- খ. হরিপুর গ্যাসক্ষেত্র থেকে
- গ. তিতাস গ্যাসক্ষেত্র থেকে
- ঘ. বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে
উত্তরঃ তিতাস গ্যাসক্ষেত্র থেকে
24. তিতাস-ঢাকা গ্যাস পাইপ লাইনের দৈর্ঘ্য কত?
- ক. ১০০ কিলোমিটার
- খ. ৯০ কিলোমিটার
- গ. ৮৫ কিলোমিটার
- ঘ. ৭৫ কিলোমিটার
উত্তরঃ ৯০ কিলোমিটার
25. সর্বপ্রথম কবে গ্যাসফিল্ড আবিস্কৃত হয়?
- ক. ১৯৬২ সালে
- খ. ১৯৬০ সালে
- গ. ১৯৬৪ সালে
- ঘ. ১৯৫৫ সালে
উত্তরঃ ১৯৫৫ সালে