বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ
52. কর্ণফুলী পেপার মিলে কাঁচামান হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- ক. বাঁশ
- খ. নলখাগড়া
- গ. আঁখের ছোবড়া
- ঘ. গেওয়া কাঠ
উত্তরঃ বাঁশ
55. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়--
- ক. ৬ ডিসেম্বর ১৯৯৭
- খ. ২৮ অক্টোবর ১৯৯৭
- গ. ২ নভেম্বর ১৯৯৬
- ঘ. ৭ জানুয়ারি ১৯৯৫
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭
56. বাংলাদেশের কোন বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?
- ক. সিঙ্গরা বন
- খ. সুন্দরবন
- গ. হিমছড়ি বন
- ঘ. মধুবুর বন
উত্তরঃ সুন্দরবন
57. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
- ক. চিরহরিৎ বনভূমি
- খ. সরলবর্গীয় বনভূমি
- গ. ভূমধ্যসাগরীয় বনভূমি
- ঘ. সুন্দরবন
উত্তরঃ সুন্দরবন
58. 'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত?
- ক. ১৯৮৪ সালে
- খ. ১৯৮০ সালে
- গ. ১৯৮৩ সালে
- ঘ. ১৯৯২ সালে
উত্তরঃ ১৯৯২ সালে
59. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে?
- ক. সুন্দরবন
- খ. ভাওয়াল
- গ. পার্বত্য চট্টগ্রাম
- ঘ. সিলেট
উত্তরঃ ভাওয়াল
61. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জঙ্কারী প্রধান পণ্য/খাত/শিল্প কোনটি?
- ক. তৈরি পোশাক
- খ. হিমায়িত চিংড়ি
- গ. চা
- ঘ. পাট ও পাটজাত পণ্য
উত্তরঃ তৈরি পোশাক
62. অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ এর তথ্য মতে বাংলাদেশের মোট রপ্তানি আয়ে তৈরি পোশাকের অংশ কত?
- ক. ৫০%
- খ. ৪১.১%
- গ. ৪৬%
- ঘ. ৪৫%
উত্তরঃ ৪১.১%
64. বাংলাদেশে সরকারি মিলগুলোতে বর্তমানে আনুমানিক কি পরিমাণ কাগজ উৎপাদিত হয়?
- ক. ৩২ লক্ষ মে.টন
- খ. ৩০ লক্ষ মে.টন
- গ. ৪০ লক্ষ মে.টন
- ঘ. ৩৫ লক্ষ মে.টন
উত্তরঃ ৩২ লক্ষ মে.টন
65. বর্তমানে (২০১৫) দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি?
- ক. ছাতক সিমেন্ট
- খ. হোলসিম সিমেন্ট
- গ. শাহ সিমেন্ট
- ঘ. হুন্দাই সিমেন্ট
উত্তরঃ ছাতক সিমেন্ট
66. বাংলাদেশে সরকারি সিমেন্ট কারখানা নয় কোনটি?
- ক. হুন্দাই
- খ. চট্টগ্রাম
- গ. মংলা
- ঘ. ছাতক
উত্তরঃ হুন্দাই
67. বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি কি?
- ক. প্রাকৃতিক সম্পদ
- খ. খনিজ সম্পদ
- গ. পোশাক সম্পদ
- ঘ. মৎস্য সম্পদ
উত্তরঃ পোশাক সম্পদ
68. মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস কার নিকটে হস্তান্তর করা হয়েছে?
- ক. ডেসা
- খ. ডিসিডি
- গ. বিসিক
- ঘ. বেজপা
উত্তরঃ বেজপা
70. কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের 'জেনোম' সূত্র আবিস্কার করেছেন?
- ক. ড. মোজাম্মেল আলম
- খ. ড. মোর্শেদ আলম
- গ. ড. মাকসুদুল আলম
- ঘ. ড. কামরুল আলম
উত্তরঃ ড. মাকসুদুল আলম
71. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?
- ক. উজবেকিস্তান
- খ. ব্রাজিল
- গ. ভুটান
- ঘ. নেপাল
উত্তরঃ ব্রাজিল
72. বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
- ক. ২৫%
- খ. ৩০% (প্রায়)
- গ. ৩২%
- ঘ. ৩৫%
উত্তরঃ ৩০% (প্রায়)
73. বাংলাদেশের কৃষিতে 'উত্তরণ'--
- ক. কৃষি যন্ত্রের নাম
- খ. উন্নত জাতের ভুট্টার নাম
- গ. কৃষি সংস্থার নাম
- ঘ. উন্নত জাতের ধানের নাম
উত্তরঃ উন্নত জাতের ভুট্টার নাম
74. বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়--
- ক. বান্দরবান
- খ. কুড়িগ্রাম
- গ. দিনাজপুর
- ঘ. পঞ্চগড়
উত্তরঃ পঞ্চগড়