বাংলাদেশ পরিচিতি
76. নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
- ক. খাগড়াছড়ি
- খ. কক্সবাজার
- গ. মৌলভীবাজার
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
78. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত?
- ক. ২৮৩ কি.মি.
- খ. ২৭৫ কি.মি.
- গ. ২৬৫ কি.মি.
- ঘ. ২৫৫ কি.মি.
উত্তরঃ ২৮৩ কি.মি.
- ক. গাজীপুরে
- খ. নারায়ণগঞ্জে
- গ. ঢাকার মিরপুরে
- ঘ. ঢাকার আগারগাঁওয়ে
উত্তরঃ ঢাকার আগারগাঁওয়ে
81. 'বলিশিরা ভ্যালি' কোথায় অবস্থিত?
- ক. ঝালকাঠি
- খ. ভোলা
- গ. রাঙ্গামাটি
- ঘ. মৌলভীবাজার
উত্তরঃ মৌলভীবাজার
82. 'ভোমরা' স্থল বন্দরটি কোন জেলায় অবস্থিত?
- ক. সাতক্ষীরা
- খ. রংপুর
- গ. যশোর
- ঘ. নোয়াখালী
উত্তরঃ সাতক্ষীরা
84. বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কত?
- ক. ১৬২টি
- খ. ১২৫টি
- গ. ১১১টি
- ঘ. ১৩৫টি
উত্তরঃ ১৬২টি
86. বাংলাদেশ-ভারত বিরোধপূর্ণ দ্বীপ 'পূর্বাশা' কোন জেলায় অবস্থিত?
- ক. সাতক্ষীরা
- খ. পটুয়াখালী
- গ. কক্সবাজার
- ঘ. বাগেরহাট
উত্তরঃ সাতক্ষীরা
87. চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়িয়া অঞ্চলে আছে--
- ক. গেইসার
- খ. অবিরাম প্রসবণ
- গ. সবিরাম প্রসবণ
- ঘ. উষ্ণ প্রসবণ
উত্তরঃ উষ্ণ প্রসবণ
88. বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে?
- ক. ১৯৯২ সালে
- খ. ২০০১ সালে
- গ. ১৯৮৯ সালে
- ঘ. ২০০০ সালে
উত্তরঃ ২০০১ সালে
89. বাংলাদেশ বছরে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার--
- ক. ০.৩ টন
- খ. ২ টন
- গ. ৩ টন
- ঘ. ০.৮ টন
উত্তরঃ ০.৮ টন
90. 'নয়াগ্রাম' ছিটমহলটি বাংলাদেশের কোন সীমান্তে অবস্থিত?
- ক. লালমনিরহাট
- খ. পঞ্চগড়
- গ. শেরপুর
- ঘ. সিলেট
উত্তরঃ সিলেট
92. বাংলাদেশের কোন অঞ্চলকে ডিপ্রেশন অঞ্চল বলা হয়?
- ক. হাওড় ও বিল
- খ. নদীর মোহনাকে
- গ. বৃক্ষহীন অঞ্চল
- ঘ. পাহাড়ি অঞ্চলকে
উত্তরঃ হাওড় ও বিল
94. ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি?
- ক. সুনামি
- খ. আইলা
- গ. নার্গিস
- ঘ. সিডর
উত্তরঃ সিডর
95. বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কোনটি?
- ক. কক্সবাজার
- খ. পাহাড়পুর
- গ. ময়নামতি
- ঘ. রাঙামাটি
উত্তরঃ কক্সবাজার
97. বাংলাদেশের সর্ব-উত্তরের গ্রাম কোনটি?
- ক. জায়গীরজোত
- খ. পঞ্চগড়
- গ. তেঁতুলিয়া
- ঘ. বাংলাবান্ধা
উত্তরঃ জায়গীরজোত
98. দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কীভাবে পরিচিত?
- ক. কম ঝুঁকিপূর্ণ
- খ. মাঝারি ঝুঁকিপূর্ণ
- গ. মারাত্মক ঝুঁকিপূর্ণ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মারাত্মক ঝুঁকিপূর্ণ
99. চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
- ক. কর্ণফুলী
- খ. হাড়িয়াভাঙ্গা
- গ. নাফ
- ঘ. সাঙ্গু
উত্তরঃ কর্ণফুলী
100. বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?
- ক. ঢিবি
- খ. গিরি
- গ. পাহাড়
- ঘ. টিলা
উত্তরঃ টিলা