বাংলাদেশ পরিচিতি
103. বড় মাপের ভূমিকম্পের সম্ভাবনা সৃষ্টিকারী কয়টি সক্রিয় ভূমিকম্প ফাঁটল রেখা বাংলাদেশে বিদ্যমান রয়েছে?
- ক. ৭টি
- খ. ৬টি
- গ. ৫টি
- ঘ. ৪টি
উত্তরঃ ৪টি
104. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
- ক. পাবনা
- খ. বৃহত্তর ময়মনসিংহ
- গ. টাঙ্গাইল
- ঘ. বৃহত্তর সিলেট
উত্তরঃ বৃহত্তর ময়মনসিংহ
105. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা যায়?
- ক. অবিভক্ত
- খ. চার ভাগে
- গ. তিন ভাগে
- ঘ. দুই ভাগে
উত্তরঃ দুই ভাগে
106. বাংলাদেশে ঘূর্ণিঝড় কখন হয়?
- ক. মৌসুমী বায়ু প্রবাহের পূর্বে ও পরে
- খ. মৌসুমী বায়ু প্রবাহের পরে
- গ. মৌসুমী বায়ু প্রবাহের পূর্বে
- ঘ. মৌসুমী বায়ু প্রবাহকালে
উত্তরঃ মৌসুমী বায়ু প্রবাহের পূর্বে
107. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন জেলায় অবস্থিত?
- ক. মৌলভীবাজার ও হবিগঞ্জ
- খ. সিলেট ও রংপুর
- গ. চট্টগ্রাম ও কুমিল্লা
- ঘ. সিলেট ও কুমিল্লা
উত্তরঃ মৌলভীবাজার ও হবিগঞ্জ
108. হারিকেন আইলা কখন বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত হানে?
- ক. ২৫-২৬ জুন ২০০৯
- খ. ২৫-২৬ মে ২০০৯
- গ. ২৫-২৬ এপ্রিল ২০০৯
- ঘ. ২৫-২৬ মার্চ ২০০৯
উত্তরঃ ২৫-২৬ মে ২০০৯
113. কোন দ্বীপটি চর ওসমান ও চর কমলা এ দু'ভাগে বিভক্ত?
- ক. সেন্টমার্টিন
- খ. সোনাদিয়া
- গ. নিঝুম
- ঘ. মহেশখালী
উত্তরঃ নিঝুম
114. কৃত্রিম উপায়ে বাংলাদেশে কিভাবে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব?
- ক. ক্রস ড্যাম পদ্ধতিতে
- খ. নদীর মোহনায় বাঁধ দিয়ে
- গ. ড্রেজারের সাহায্যে
- ঘ. সম্ভব নয়
উত্তরঃ ক্রস ড্যাম পদ্ধতিতে
115. ইনানী সমুদ্র সৈকত অবস্থিত--
- ক. বান্দরবান
- খ. রাঙামাটি
- গ. কক্সবাজার
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ কক্সবাজার
119. পঞ্চম আদমশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
- ক. মেহেরপুর
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ বান্দরবান
122. ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম?
- ক. অপারেশন বি এঞ্জেল
- খ. অপারেশন ডি এঞ্জেল
- গ. অপারেশন এঞ্জেল
- ঘ. অপারেশন সি এঞ্জেল
উত্তরঃ অপারেশন সি এঞ্জেল
124. টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত?
- ক. ৯০ বর্গ কিমি
- খ. ১১০ বর্গ কিমি
- গ. ১০০ বর্গ কিমি
- ঘ. ৮৫ বর্গ কিমি
উত্তরঃ ১০০ বর্গ কিমি
125. কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
- ক. ১৮৫৫ সালে
- খ. ১৮৪০ সালে
- গ. ১৮৪৬ সালে
- ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ ১৮৪৬ সালে