বাংলাদেশ পরিচিতি
1. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের -
- ক. ২০°৩৮'- ২৬°৩৮'
- খ. ২১°৩১'- ২৬°৩৩'
- গ. ২২°৩৪'- ২৬°৩৮'
- ঘ. ২০°২০'- ২৫°২৬'
উত্তরঃ ২০°৩৮'- ২৬°৩৮'
- ক. ১,৪৭,৭৭০ বর্গ কি.মি.
- খ. ১,৪৬,৭৮০ বর্গ কি.মি.
- গ. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
- ঘ. ১,৪৬,৮৫০ বর্গ কি.মি.
উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
3. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
- ক. ৫৪,৫০১ বর্গমাইল
- খ. ৫৬,৫০১ বর্গমাইল
- গ. ৫৭,৪০১ বর্গমাইল
- ঘ. ৫৮,৫০১ বর্গমাইল
উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল
- ক. নেপাল ও ভুটান
- খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
- গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
- ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
5. বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
- ক. ৫২৮২ কি.মি.
- খ. ৫১৩৮ কি.মি.
- গ. ৫৩২০ কি.মি.
- ঘ. ৫০৪২ কি.মি.
উত্তরঃ ৫১৩৮ কি.মি.
6. বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য -
- ক. ৪৭১৯ কি.মি.
- খ. ৪৮০৫ কি.মি.
- গ. ৫০৪০ কি.মি.
- ঘ. ৪৫০০ কি.মি.
উত্তরঃ ৪৭১৯ কি.মি.
7. বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?
- ক. ৫৫০০ মাইল
- খ. ৪৪২৪ মাইল
- গ. ৩২২০ মাইল
- ঘ. ২৯২৮ মাইল
উত্তরঃ ২৯২৮ মাইল
8. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
- ক. ৭১১ কি.মি.
- খ. ৭২৪ কি.মি.
- গ. ৭৮০ কি.মি.
- ঘ. ৮৬৫ কি.মি.
উত্তরঃ ৭১১ কি.মি.
9. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
- ক. ৪৫০ মাইল
- খ. ৪৬০ মাইল
- গ. ৪৪৫ মাইল
- ঘ. ৪৩৫ মাইল
উত্তরঃ ৪৪৫ মাইল
11. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
- ক. ২৫০ নটিক্যাল মাইল
- খ. ২০০ নটিক্যাল মাইল
- গ. ২২৫ নটিক্যাল মাইল
- ঘ. ২১২ নটিক্যাল মাইল
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
13. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
- ক. ভারত ও ভুটান
- খ. ভারত ও মালদ্বীপ
- গ. ভারত ও নেপাল
- ঘ. ভারত ও মায়ানমার
উত্তরঃ ভারত ও মায়ানমার
14. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
- ক. ৩৩০০ কিলোমিটার
- খ. ৩৫৩৭ কিলোমিটার
- গ. ৩৭১৫ কিলোমিটার
- ঘ. ৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার
15. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য -
- ক. ২০৬ কিলোমিটার
- খ. ২৩৬ কিলোমিটার
- গ. ২৬০ কিলোমিটার
- ঘ. ২৮০ কিলোমিটার
উত্তরঃ ২৮০ কিলোমিটার
16. বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
- ক. মিয়ানমার
- খ. থাইল্যান্ড
- গ. নেপাল
- ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ মিয়ানমার
19. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
- ক. বান্দরবান
- খ. চাঁপাইনবাবগঞ্জ
- গ. পঞ্চগড়
- ঘ. দিনাজপুর
উত্তরঃ বান্দরবান
21. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
- ক. আসাম
- খ. মেঘালয়
- গ. মিজোরাম
- ঘ. মনিপুর
উত্তরঃ মনিপুর
22. ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
- ক. মেঘালয়
- খ. আসাম
- গ. ত্রিপুরা
- ঘ. মনিপুর
উত্তরঃ মনিপুর
23. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
- ক. মেঘালয়
- খ. আসাম
- গ. নাগাল্যান্ড
- ঘ. মনিপুর
উত্তরঃ মেঘালয়
24. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
- ক. উত্তরপূর্ব
- খ. পুর্ব
- গ. দক্ষিণপূর্ব
- ঘ. উত্তর
উত্তরঃ দক্ষিণপূর্ব
25. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
- ক. খাগড়াছড়ি
- খ. বান্দরবান
- গ. কুমিল্লা
- ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ রাঙ্গামাটি