বাংলাদেশ পরিচিতি

51. জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?

  • ক. ১৬ ডিসেম্বর, ১৯৮২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৮০
  • গ. ১৬ ডিসেম্বর, ১৯৭৮
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৬

উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৮২

বিস্তারিত

52. জাতীয় গ্রন্থকেন্দ্রের পূর্ব নাম কি ছিল?

  • ক. National Book Centre
  • খ. ঢাকা গ্রন্থকেন্দ্র
  • গ. National Book Centre of Pakistan
  • ঘ. ঢাকা গ্রন্থাগার

উত্তরঃ National Book Centre of Pakistan

বিস্তারিত

53. আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

  • ক. ১০৫তম
  • খ. ১০০তম
  • গ. ৯৫তম
  • ঘ. ৯০তম

উত্তরঃ ৯০তম

বিস্তারিত

54. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ১০ জুলাই ২০১৫
  • খ. ৮ জুলাই ২০১৫
  • গ. ৫ জুলাই ২০১৫
  • ঘ. ১ জুলাই ২০১৫

উত্তরঃ ৫ জুলাই ২০১৫

বিস্তারিত

56. শেখ মুজিবুর রহমান প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন--

  • ক. ২০ মার্চ, ১৯৭১
  • খ. ২৩ মার্চ, ১৯৭১
  • গ. ২৯ মার্চ, ১৯৭১
  • ঘ. ১৭ মার্চ, ১৯৭১

উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭১

বিস্তারিত

57. কবে বাংলাদেশের বাইরে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়?

  • ক. ১৬ এপ্রিল, ১৯৭১
  • খ. ১২ এপ্রিল, ১৯৭১
  • গ. ১৮ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ৮ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১৮ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

58. বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে--

  • ক. ১৪ এপ্রিল ২০১২
  • খ. ১২ মে ২০১২
  • গ. ১৪ মে ২০১২
  • ঘ. ১৪ মার্চ ২০১২

উত্তরঃ ১৪ মার্চ ২০১২

বিস্তারিত

59. জাতীয় পতাকার সবুজ বর্ণ কিসের প্রতীক?

  • ক. স্বাধীনতার উচ্ছলতা
  • খ. তারুণ্যের উদ্দীপনা
  • গ. সবুজ মাঠ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ তারুণ্যের উদ্দীপনা

বিস্তারিত

60. জাতীয় পতাকার মাঝে লাল বৃত্ত কিসের প্রতীক?

  • ক. প্রতিশোধের
  • খ. বিদ্রোহের
  • গ. রক্তের
  • ঘ. স্বাধীনতার নতুন সূর্যের

উত্তরঃ স্বাধীনতার নতুন সূর্যের

বিস্তারিত

61. সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ রয়েছে--

  • ক. নেপাল ও আসামের
  • খ. ভারত ও মিয়ানমারের
  • গ. ভারত ও নেপালের
  • ঘ. মিয়ানমার ও নেপালের

উত্তরঃ ভারত ও মিয়ানমারের

বিস্তারিত

62. রণসংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক. শিখা
  • খ. বেগম
  • গ. মুক্তি
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ শিখা

বিস্তারিত

63. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা--

  • ক. খাগড়াছড়ি
  • খ. বান্দরবন
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. ঢাকা

উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

65. রণসংগীত সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৯২২ (১৩২৯ বঙ্গাব্দ)
  • খ. ১৯৭১ (১৩৭৮ বঙ্গাব্দ)
  • গ. ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দ)
  • ঘ. ১৯৭২ (১৩৭৯ বঙ্গাব্দ)

উত্তরঃ ১৯২৮ (১৩৩৫ বঙ্গাব্দ)

বিস্তারিত

66. রণসংগীত নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?

  • ক. অগ্নিশীখা
  • খ. সন্ধ্যা
  • গ. সংগীতা
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ সন্ধ্যা

বিস্তারিত

67. নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে?

  • ক. কক্সবাজার
  • খ. রাঙ্গামাটি
  • গ. পঞ্চগড়
  • ঘ. বান্দরবান

উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

68. নিচে উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?

  • ক. মেঘালয়, বেনাপোল, আসাম ও ত্রিপুরা
  • খ. সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়
  • গ. ত্রিপুরা, মিজোরাম, বার্মা ও আসাম
  • ঘ. পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা

উত্তরঃ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা

বিস্তারিত

69. রণসংগীত প্রথম প্রকাশিত হয় কোন শিরোনামে?

  • ক. নতুনের গান
  • খ. বিদ্রোহী
  • গ. ভাঙ্গার গান
  • ঘ. সুরলহরী

উত্তরঃ নতুনের গান

বিস্তারিত

70. 'আমার সোনার বাংলা' কবিতা প্রথম কবে প্রকাশিত হয়?

  • ক. ১৯১২ সালে (১৩১৯ বঙ্গাব্দ)
  • খ. ১৯০৬ সালে (১৩১৩ বঙ্গাব্দ)
  • গ. ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দ)
  • ঘ. ১৯১৩ সালে (১৩২০ বঙ্গাব্দ)

উত্তরঃ ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দ)

বিস্তারিত

71. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই?

  • ক. চট্টগ্রাম
  • খ. বরিশাল
  • গ. খুলনা
  • ঘ. রাজশাহী

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

72. 'বেরুবাড়ী' কোন জেলায় অবস্থিত?

  • ক. দিনাজপুর
  • খ. রংপুর
  • গ. পঞ্চগড়
  • ঘ. লালমনিরহাট

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

73. 'আমার সোনার বাংলা' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  • ক. শিখা
  • খ. সমাচার দর্পণ
  • গ. বঙ্গদর্শন
  • ঘ. দিকদর্শন

উত্তরঃ বঙ্গদর্শন

বিস্তারিত

74. 'আমার সোনার বাংলা' কবিতায় কতটি চরণ আছে?

  • ক. ২০টি
  • খ. ১৮টি
  • গ. ১২টি
  • ঘ. ২৫টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

75. বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি?

  • ক. ৩৩টি
  • খ. ৩২টি
  • গ. ৩১টি
  • ঘ. ৩০টি

উত্তরঃ ৩২টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects