বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি
1. রেলপথে ঢাকার থেকে খুলনার দূরত্ব কত?
- ক. ৬২৭ কি.মি.
- খ. ৫২৯ কি.মি.
- গ. ৪২০ কি.মি.
- ঘ. ৩০৭ কি.মি.
উত্তরঃ ৬২৭ কি.মি.
- ক. ৭০০ কি.মি.
- খ. ৫৭০ কি.মি.
- গ. ৩০০ কি.মি.
- ঘ. ১৭০ কি.মি.
উত্তরঃ ১৭০ কি.মি.
3. বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হল -
- ক. ময়মনসিংহ
- খ. টাঙ্গাইল
- গ. বরিশাল
- ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ টাঙ্গাইল
4. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত ?
- ক. ১০০ বর্গমাইল
- খ. ৯০ বর্গমাইল
- গ. ১৩৮ বর্গমাইল
- ঘ. ৮০ বর্গমাইল
উত্তরঃ ১৩৮ বর্গমাইল
5. চীন-বাংলাদেশের মৈত্রী সেতু -১ নির্মানের প্রধান উদ্দেশ্য-
- ক. ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
- খ. বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
- গ. ঢাকা -আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
- ঘ. দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
উত্তরঃ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
7. বাংলাদেশের বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় -
- ক. ১৯৭৮ সালে
- খ. ১৯৭১ সালে
- গ. ১৯৭২ সালে
- ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ ১৯৭২ সালে
- ক. GMG Airlines
- খ. Air Parabat
- গ. Aero Bengal
- ঘ. South Korea
উত্তরঃ Aero Bengal
- ক. শাপলা
- খ. প্রজাপতি
- গ. বলাকা
- ঘ. রয়েল বেঙ্গল টাইগার
উত্তরঃ বলাকা
10. বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন?
- ক. কামরুল হাসান
- খ. কাইউম চৌধুরী
- গ. আমিনুল ইসলাম
- ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তরঃ কামরুল হাসান
11. বেসরকারীভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থা-
- ক. এ্যারো বাংলাদেশ এয়ার লাইন্স
- খ. এ্যারো বেঙ্গল এয়ার ওয়েজ
- গ. এ্যারো বেঙ্গল এয়ার লাইন্স
- ঘ. এ্যারো বেঙ্গল এয়ার সার্ভিস
উত্তরঃ এ্যারো বেঙ্গল এয়ার লাইন্স
12. ১৮২৫ সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয় -
- ক. যুক্তরাজ্যে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ইতালিতে
- ঘ. ফ্রান্সে
উত্তরঃ যুক্তরাজ্যে
13. কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয় ?
- ক. ১৮৫৩ সালে
- খ. ১৮৫০ সালে
- গ. ১৮৫১ সালে
- ঘ. ১৮৫২ সালে
উত্তরঃ ১৮৫৩ সালে
16. বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় -
- ক. দর্শনা-কুষ্টিয়া
- খ. ঢাকা-সিলেট
- গ. দর্শনা-গোয়ালন্দ
- ঘ. কুস্তিয়া-গোয়ালন্দ
উত্তরঃ দর্শনা-কুষ্টিয়া
18. চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
- ক. রংপুর
- খ. গাইবান্ধা
- গ. নীলফামারী
- ঘ. দিনাজপুর
উত্তরঃ নীলফামারী
19. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
- ক. চট্টগ্রাম
- খ. পাকশি
- গ. সৈয়দপুর
- ঘ. আখাউড়া
উত্তরঃ সৈয়দপুর
20. বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের ব্যবস্থা আছে?
- ক. ব্রড গেজ
- খ. মিটার গেজ
- গ. ন্যারো গেজ
- ঘ. ডুয়েল গেজ
উত্তরঃ ডুয়েল গেজ
21. বাংলাদেশের কোন বিভাগে ব্রডগেজ রেলওয়ে লাইন সবচেয়ে বেশি ?
- ক. রাজশাহী
- খ. ঢাকা
- গ. বরিশাল
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ রাজশাহী
22. ঢাকা-কোলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কি?
- ক. সৌহার্দ্য এক্সপ্রেস
- খ. মৈত্রী এক্সপ্রেস
- গ. সমঝোতা এক্সপ্রেস
- ঘ. সম্প্রীতি এক্সপ্রেস
উত্তরঃ মৈত্রী এক্সপ্রেস
23. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনটির নাম-
- ক. এগার সিন্দুর এক্সপ্রেস
- খ. পারাবাত এক্সপ্রেস
- গ. উপকূল এক্সপ্রেস
- ঘ. সৈকত এক্সপ্রেস
উত্তরঃ উপকূল এক্সপ্রেস
24. ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুইপ্রান্ত কি হবে ?
- ক. জয়দেবপুর-নারায়ণগঞ্জ
- খ. জয়দেবপুর-গুলিস্থান
- গ. জয়দেবপুর-যাত্রাবাড়ী
- ঘ. জ্যদেবপুর-সদরঘাট
উত্তরঃ জয়দেবপুর-নারায়ণগঞ্জ
25. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো -
- ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
- খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
- গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
- ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
উত্তরঃ লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল