লসাগু ও গসাগু
1. কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
- ক. ২৫ জনকে
- খ. ১৫ জনকে
- গ. ৩৫ জনকে
- ঘ. ৫ জনকে
উত্তরঃ ৫ জনকে
2. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৩৬। দ্বিতীয় সংখ্যটি কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৭
3. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে?
- ক. ১২
- খ. ১৫
- গ. ১৬
- ঘ. ২২
উত্তরঃ ১২
4. ক মৌলিক সংখ্যা এবং ক,খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর ল.সা.গু কত/
- ক. ১
- খ. ১ক
- গ. কখ
- ঘ. ১খ
উত্তরঃ কখ
5. ২০০২ কোন সংখ্যা গুচ্ছের ল.সা.গু নয়?
- ক. ১৩,৭৭,৯১,১৪৩
- খ. ৭,২২,২৬,৯১
- গ. ২৬,৭৭,১৪৩,১৫৪
- ঘ. ২,৭,১১,১৩
উত্তরঃ ১৩,৭৭,৯১,১৪৩
- ক. ১০ মিনিট
- খ. ৯০ সেকেন্ড
- গ. ১৪ মিনিট
- ঘ. ২৪০ সেকেন্ড
উত্তরঃ ১৪ মিনিট
- ক. ১ মিনিট ২০ সেকেন্ড
- খ. ১ মিনিট ৩০ সেকেন্ড
- গ. ৩ মিনিট
- ঘ. ৫ মিনিট
উত্তরঃ ৫ মিনিট
8. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৮৯
- খ. ১৪১
- গ. ২৪৮
- ঘ. ১৭০
উত্তরঃ ১৪১
9. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ১৭৮
- খ. ৩৫৮
- গ. ৩৬৮
- ঘ. ৭১৮
উত্তরঃ ১৭৮
10. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ১৭৯
- খ. ৩৬১
- গ. ৩৫৯
- ঘ. ৭২১
উত্তরঃ ১৭৯
11. কোন ক্ষুদ্রতম সংখ্যার হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ১২১
- খ. ১৮১
- গ. ২৪১
- ঘ. ৩৬১
উত্তরঃ ১৮১
12. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
- ক. ৩৩
- খ. ৪৩
- গ. ৫৩
- ঘ. ৬৩
উত্তরঃ ৬৩
13. সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ৭,৮ অথবা ৯ দ্বারা ভাগ করলে ৫ অবশিষ্ট থাকে?
- ক. ৪৯৯
- খ. ৫৯৯
- গ. ৫৪৯
- ঘ. ৫০৯
উত্তরঃ ৫০৯
14. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫,৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে ১?
- ক. ৭১
- খ. ৪১
- গ. ৩১
- ঘ. ৩৯
উত্তরঃ ৩১
15. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০,২৫,৩০,৩৬ ও ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৫,২০,২৫,৩১ ও ৪৩ ভাগশেষ থাকে?
- ক. ৩৪২৫
- খ. ৩৪৭৮
- গ. ৩৫৯৫
- ঘ. ৩৫৬৫
উত্তরঃ ৩৫৯৫
16. একটি পূর্ণ সংখ্যা নির্নয় করুন যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৩,৪ এবং ৫ অবশিষ্ট থাকে?
- ক. ৪৭
- খ. ৪৯
- গ. ৫৭
- ঘ. ৫৯
উত্তরঃ ৫৯
17. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ২৪ ও ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪ ও ২৬ অবশিষ্ট থাকবে?
- ক. ৪৮
- খ. ৬২
- গ. ৭২
- ঘ. ৮৪
উত্তরঃ ৬২
18. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৫
- খ. ১৫
- গ. ১০
- ঘ. ২০
উত্তরঃ ১০
19. ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫,১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৫
- খ. ১০
- গ. ১৫
- ঘ. ২০
উত্তরঃ ১০
- ক. ৫৯ জন
- খ. ৭৯ জন
- গ. ৫৮৯ জন
- ঘ. ৬১৯ জন
উত্তরঃ ৫৮৯ জন
- ক. ৬১
- খ. ৩০১
- গ. ৩০০
- ঘ. ২৮৩
উত্তরঃ ৩০১
23. দুটি সংখ্যার ল.সা.গু ও ল.সা.গু - এর গুণফল সংখ্যা দুইটির--
- ক. যোগফলের সমান
- খ. গুণফলের সমান
- গ. বিয়োগফলের সমান
- ঘ. ভাগফলের সমান
উত্তরঃ গুণফলের সমান
24. দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু ৮৬ হলে গ.সা.গু কত?
- ক. ১৬
- খ. ১৮
- গ. ২৪
- ঘ. ২২
উত্তরঃ ১৬
25. দুটি সংখ্যার গুণফল ৪২৩৫ এবং তাদের ল.সা.গু ৩৮৫। সংখ্যা দুটির গ.সা.গু কত?
- ক. ১৭
- খ. ১৫
- গ. ১১
- ঘ. ১৩
উত্তরঃ ১১