বাংলাদেশ বিষয়াবলী

502. ১১ জানুয়ারি ২০১৭প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?

  • ক. কালিয়াকৈয়র, গাজীপুর
  • খ. জাফলং, সিলেট
  • গ. ঝিলংজা, কক্সবাজার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ জাফলং, সিলেট

বিস্তারিত

503. জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্য-এর আয়তন কত?

  • ক. ২২.১০ একর
  • খ. ২২.৫৯ একর
  • গ. ২৩.২৫ একর
  • ঘ. ২৩.১০ একর

উত্তরঃ ২২.৫৯ একর

বিস্তারিত

504. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?

  • ক. ফ্যালকন-৫
  • খ. ফ্যালকন-৯
  • গ. নভোতরী-১০
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ফ্যালকন-৯

বিস্তারিত

505. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হয়?

  • ক. ১১ মে ২০১৮
  • খ. ১৫ আগস্ট ২০১৭
  • গ. ১৬ ডিসেম্বর ২০১৭
  • ঘ. ১০ জানুয়ারি ২০১৮

উত্তরঃ ১১ মে ২০১৮

বিস্তারিত

506. বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল--

  • ক. জানুয়ারি-মার্চ ১৯৭৩
  • খ. মার্চ-এপ্রিল ১৯৭৩
  • গ. মে-জুন ১৯৭৩
  • ঘ. জুন-জুলাই ১৯৭৩

উত্তরঃ মার্চ-এপ্রিল ১৯৭৩

বিস্তারিত

507. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'পোস্টমাস্টার ৭১' এর পরিচালক কে?

  • ক. আবির খান
  • খ. রাশেদ শামীম
  • গ. ক ও খ উভয়ই
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ ক ও খ উভয়ই

বিস্তারিত

508. দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কি?

  • ক. এলিজা শারমিন
  • খ. ফারজানা ইসলাম
  • গ. সাঈদা খানম
  • ঘ. বেগম কবিতা খানম

উত্তরঃ সাঈদা খানম

বিস্তারিত

509. বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় কবে?

  • ক. ২১ জুন ২০০৬
  • খ. ২১ মে ২০০৬
  • গ. ১০ মে ২০০৬
  • ঘ. ১৫ জুন ২০০৬

উত্তরঃ ২১ মে ২০০৬

বিস্তারিত

510. SEA-ME-WE 4-এর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন কোথায়?

  • ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
  • খ. জাফলং, সিলেট
  • গ. ঝিলংজা, কক্সবাজার
  • ঘ. গুইমারা (খাগড়াছড়ি)

উত্তরঃ ঝিলংজা, কক্সবাজার

বিস্তারিত

511. বাংলাদেশের একমাত্র পাথরখনি কোথায় অবস্থিত?

  • ক. কালিয়াকৈয়র, গাজীপুর
  • খ. জাফলং, সিলেট
  • গ. মধ্যপাড়া, দিনাজপুর
  • ঘ. ঝিলংজা, কক্সবাজার

উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর

বিস্তারিত

512. বাংলাদেশের প্রবীন রাজনীতিবীদ প্রথম সংবিধান প্রণয়ন এর সদস্য আওয়ামী লীগ নেতা জনাব সুরিরঞ্জিত সেন গুপ্ত কবে মারা যান?

  • ক. ৩ ফেব্রুয়ারি ২০১৭
  • খ. ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • গ. ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ঘ. ৭ ফেব্রুয়ারি ২০১৭

উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ২০১৭

বিস্তারিত

513. বাংলাদেশের যমুনা নদীর বালু কোন দেশে রপ্তানি হবে?

  • ক. মঙ্গোলিয়া ও কাতার
  • খ. সিঙ্গাপুর ও মালদ্বীপ
  • গ. ইন্দোনেশিয়া ও শ্রীলংকা
  • ঘ. পূর্ব তিমুর ও থাইল্যান্ড

উত্তরঃ সিঙ্গাপুর ও মালদ্বীপ

বিস্তারিত

514. জাতীয় 'গণহত্যা দিবস' কবে?

  • ক. ২৬ মার্চ
  • খ. ২৫ মার্চ
  • গ. ১৬ ডিসেম্বর
  • ঘ. ২১ ফেব্রুয়ারি

উত্তরঃ ২৫ মার্চ

বিস্তারিত

515. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?

  • ক. ১৪ ফেব্রুয়ারি ২০১৭
  • খ. ১২ মার্চ ২০১৭
  • গ. ১৪ এপ্রিল ২০১৭
  • ঘ. ১১ জানুয়ারি ২০১৭

উত্তরঃ ১২ মার্চ ২০১৭

বিস্তারিত

516. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?

  • ক. ৪৪তম
  • খ. ৪২তম
  • গ. ৪১তম
  • ঘ. ৪৫তম

উত্তরঃ ৪১তম

বিস্তারিত

517. বাংলদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কি?

  • ক. আদম্য ও সুরমা
  • খ. অতন্ত্র ও সমুদ্র জয়
  • গ. পদ্মা ও সুরমা
  • ঘ. নবযাত্রা ও জয়যাত্রা

উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা

বিস্তারিত

518. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?

  • ক. বিএনএস নবযাত্রা
  • খ. বিএনএস শেখ হাসিনা
  • গ. বিএনএস ওসমানী
  • ঘ. বিএনএস বঙ্গবন্ধু

উত্তরঃ বিএনএস শেখ হাসিনা

বিস্তারিত

519. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. খুলনা
  • গ. বরিশাল
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

521. বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে?

  • ক. বাংলাদেশ সমবায় ব্যাংক
  • খ. প্রবাসী কল্যাণ ব্যাংক
  • গ. কর্মসংস্থান ব্যাংক
  • ঘ. পল্লী সঞ্চয় ব্যাংক

উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংক

বিস্তারিত

523. তেল-গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে ব্লক কতটি?

  • ক. ১৫টি
  • খ. ১২টি
  • গ. ১১টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ১৫টি

বিস্তারিত

524. তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি?

  • ক. ১০টি
  • খ. ১২টি
  • গ. ১৫টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

525. ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়?

  • ক. রূপালী ব্যাংক লিমিটেড
  • খ. অগ্রণী ব্যাংক লিমিটেড
  • গ. জনতা ব্যাংক লিমিটেড
  • ঘ. সোনালী ব্যাংক লিমিটেড

উত্তরঃ সোনালী ব্যাংক লিমিটেড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects