বাংলাদেশ বিষয়াবলী
501. প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিকে সবচেয়ে কম শিক্ষার্থী ঝড়ে পরে কোন জেলায়?
- ক. ঢাকা
- খ. ভোলা
- গ. পটুয়াখালী
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ চট্টগ্রাম
502. ১১ জানুয়ারি ২০১৭প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?
- ক. কালিয়াকৈয়র, গাজীপুর
- খ. জাফলং, সিলেট
- গ. ঝিলংজা, কক্সবাজার
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ জাফলং, সিলেট
503. জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্য-এর আয়তন কত?
- ক. ২২.১০ একর
- খ. ২২.৫৯ একর
- গ. ২৩.২৫ একর
- ঘ. ২৩.১০ একর
উত্তরঃ ২২.৫৯ একর
504. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?
- ক. ফ্যালকন-৫
- খ. ফ্যালকন-৯
- গ. নভোতরী-১০
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ফ্যালকন-৯
505. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হয়?
- ক. ১১ মে ২০১৮
- খ. ১৫ আগস্ট ২০১৭
- গ. ১৬ ডিসেম্বর ২০১৭
- ঘ. ১০ জানুয়ারি ২০১৮
উত্তরঃ ১১ মে ২০১৮
506. বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল--
- ক. জানুয়ারি-মার্চ ১৯৭৩
- খ. মার্চ-এপ্রিল ১৯৭৩
- গ. মে-জুন ১৯৭৩
- ঘ. জুন-জুলাই ১৯৭৩
উত্তরঃ মার্চ-এপ্রিল ১৯৭৩
507. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'পোস্টমাস্টার ৭১' এর পরিচালক কে?
- ক. আবির খান
- খ. রাশেদ শামীম
- গ. ক ও খ উভয়ই
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক ও খ উভয়ই
508. দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কি?
- ক. এলিজা শারমিন
- খ. ফারজানা ইসলাম
- গ. সাঈদা খানম
- ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ সাঈদা খানম
509. বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় কবে?
- ক. ২১ জুন ২০০৬
- খ. ২১ মে ২০০৬
- গ. ১০ মে ২০০৬
- ঘ. ১৫ জুন ২০০৬
উত্তরঃ ২১ মে ২০০৬
510. SEA-ME-WE 4-এর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন কোথায়?
- ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
- খ. জাফলং, সিলেট
- গ. ঝিলংজা, কক্সবাজার
- ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ ঝিলংজা, কক্সবাজার
511. বাংলাদেশের একমাত্র পাথরখনি কোথায় অবস্থিত?
- ক. কালিয়াকৈয়র, গাজীপুর
- খ. জাফলং, সিলেট
- গ. মধ্যপাড়া, দিনাজপুর
- ঘ. ঝিলংজা, কক্সবাজার
উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর
- ক. ৩ ফেব্রুয়ারি ২০১৭
- খ. ৪ ফেব্রুয়ারি ২০১৭
- গ. ৫ ফেব্রুয়ারি ২০১৭
- ঘ. ৭ ফেব্রুয়ারি ২০১৭
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ২০১৭
513. বাংলাদেশের যমুনা নদীর বালু কোন দেশে রপ্তানি হবে?
- ক. মঙ্গোলিয়া ও কাতার
- খ. সিঙ্গাপুর ও মালদ্বীপ
- গ. ইন্দোনেশিয়া ও শ্রীলংকা
- ঘ. পূর্ব তিমুর ও থাইল্যান্ড
উত্তরঃ সিঙ্গাপুর ও মালদ্বীপ
514. জাতীয় 'গণহত্যা দিবস' কবে?
- ক. ২৬ মার্চ
- খ. ২৫ মার্চ
- গ. ১৬ ডিসেম্বর
- ঘ. ২১ ফেব্রুয়ারি
উত্তরঃ ২৫ মার্চ
515. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
- ক. ১৪ ফেব্রুয়ারি ২০১৭
- খ. ১২ মার্চ ২০১৭
- গ. ১৪ এপ্রিল ২০১৭
- ঘ. ১১ জানুয়ারি ২০১৭
উত্তরঃ ১২ মার্চ ২০১৭
517. বাংলদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কি?
- ক. আদম্য ও সুরমা
- খ. অতন্ত্র ও সমুদ্র জয়
- গ. পদ্মা ও সুরমা
- ঘ. নবযাত্রা ও জয়যাত্রা
উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা
518. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
- ক. বিএনএস নবযাত্রা
- খ. বিএনএস শেখ হাসিনা
- গ. বিএনএস ওসমানী
- ঘ. বিএনএস বঙ্গবন্ধু
উত্তরঃ বিএনএস শেখ হাসিনা
519. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. খুলনা
- গ. বরিশাল
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ চট্টগ্রাম
520. নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কোন দেশ থেকে তৈরি করে আনা হয়?
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. ফ্রান্স
- ঘ. ভারত
উত্তরঃ ফ্রান্স
521. বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে?
- ক. বাংলাদেশ সমবায় ব্যাংক
- খ. প্রবাসী কল্যাণ ব্যাংক
- গ. কর্মসংস্থান ব্যাংক
- ঘ. পল্লী সঞ্চয় ব্যাংক
উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংক
522. তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করেছে?
- ক. ২২টি
- খ. ৩০টি
- গ. ২৫টি
- ঘ. ২৬টি
উত্তরঃ ২৬টি
525. ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়?
- ক. রূপালী ব্যাংক লিমিটেড
- খ. অগ্রণী ব্যাংক লিমিটেড
- গ. জনতা ব্যাংক লিমিটেড
- ঘ. সোনালী ব্যাংক লিমিটেড
উত্তরঃ সোনালী ব্যাংক লিমিটেড