বাংলাদেশ বিষয়াবলী

427. বাংলাদেশ কবে আন্তর্জাতিক সৌর জোট (ISA) বিষয়ক কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে?

  • ক. ১৩ নভেম্বর ২০১৬
  • খ. ১৫ নভেম্বর ২০১৬
  • গ. ৫ নভেম্বর ২০১৬
  • ঘ. ১০ নভেম্বর ২০১৬

উত্তরঃ ১৫ নভেম্বর ২০১৬

বিস্তারিত

428. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কবে বাংলাদেশকে ধনুষ্টংকার (Tetanus) মুক্ত হওয়ার সনদ প্রদান করে?

  • ক. ১০ নভেম্বর ২০১৬
  • খ. ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • গ. ৬ সেপ্টেম্বর ২০১৬
  • ঘ. ২০ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ৬ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

429. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ৬ ডিসেম্বর ২০১৬
  • খ. ৮ ডিসেম্বর ২০১৬
  • গ. ৪ ডিসেম্বর ২০১৬
  • ঘ. ১০ ডিসেম্বর ২০১৬

উত্তরঃ ৬ ডিসেম্বর ২০১৬

বিস্তারিত

430. বাংলাদেশ ন্যাশনাল কাডেট কোর (বিএনসিসি) বিল ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ৬ ডিসেম্বর ২০১৬
  • খ. ৮ ডিসেম্বর ২০১৬
  • গ. ৪ ডিসেম্বর ২০১৬
  • ঘ. ১০ ডিসেম্বর ২০১৬

উত্তরঃ ৬ ডিসেম্বর ২০১৬

বিস্তারিত

431. বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ৬ ডিসেম্বর ২০১৬
  • খ. ৭ ডিসেম্বর ২০১৬
  • গ. ৪ ডিসেম্বর ২০১৬
  • ঘ. ১০ ডিসেম্বর ২০১৬

উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৬

বিস্তারিত

432. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ৯ ডিসেম্বর ২০১৬
  • খ. ১১ ডিসেম্বর ২০১৬
  • গ. ৭ ডিসেম্বর ২০১৬
  • ঘ. ৫ ডিসেম্বর ২০১৬

উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৬

বিস্তারিত

433. বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে Lady Justice-এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে?

  • ক. সৈয়দ আবদুল্লাহ খালেদ
  • খ. মৃণাল হক
  • গ. নিতুন কুণ্ডু
  • ঘ. শামীম শিকদার

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

434. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিতব্য দ্বিতীয় বইয়ের নাম কি?

  • ক. আমার কিছু কথা
  • খ. রক্তাক্ত বাংলা
  • গ. কারাগারের রোজনামচা
  • ঘ. অসমাপ্ত আত্মজীবনী

উত্তরঃ কারাগারের রোজনামচা

বিস্তারিত

435. 'কারাগারের রোজনামচা' বইটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?

  • ক. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • খ. ইসলামিক ফাউন্ডেশন
  • গ. বাংলাদেশ শিশু একাডেমী
  • ঘ. বাংলা একাডেমি

উত্তরঃ বাংলা একাডেমি

বিস্তারিত

436. 'কারাগারের রোজনামচা' বইটির ইংরেজি অনুবাদক কে?

  • ক. অধ্যাপক ড. ফকরুল আলম
  • খ. অধ্যাপক ড. নাসরিন আহমেদ
  • গ. অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম
  • ঘ. অধ্যাপক তাহমিনা আহমেদ

উত্তরঃ অধ্যাপক ড. ফকরুল আলম

বিস্তারিত

437. 'কারাগারের রোজনামচা' নামটির প্রস্তাবক কে?

  • ক. অধ্যাপক আনিসুজ্জামান
  • খ. শেখ হাসিনা
  • গ. শেখ রেহানা
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ শেখ রেহানা

বিস্তারিত

438. ২০১৬ সালের বিপিএলে চ্যাম্পিয়ন কোন দল?

  • ক. খুলনা টাইটানস
  • খ. রাজশাহী কিংস
  • গ. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
  • ঘ. ঢাকা ডাইনামাইটস

উত্তরঃ ঢাকা ডাইনামাইটস

বিস্তারিত

440. বাংলাদেশ কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?

  • ক. মুক্তা বা বিআর ১১
  • খ. বিআর ২৮
  • গ. গুটি বা স্বর্ণা ধান
  • ঘ. বিনাধান-৭

উত্তরঃ বিআর ২৮

বিস্তারিত

442. বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে?

  • ক. বাঁশখালী ইকোপার্ক (চট্টগ্রাম)
  • খ. বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা (ঢাকা)
  • গ. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (গাজীপুর)
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)

বিস্তারিত

443. বাংলাদেশ কোন দেশ সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. রাশিয়া
  • গ. চীন
  • ঘ. তুরস্ক

উত্তরঃ তুরস্ক

বিস্তারিত

445. মজু চৌধুরীর হাট নদীবন্দর ঘোষণা করা হয় কবে?

  • ক. ১০ জানুয়ারি ২০১৭
  • খ. ৮ জানুয়ারি ২০১৭
  • গ. ১৩ জানুয়ারি ২০১৭
  • ঘ. ১২ জানুয়ারি ২০১৭

উত্তরঃ ১২ জানুয়ারি ২০১৭

বিস্তারিত

446. মজু চৌধুরীর হাট নদীবন্দর কোথায় অবস্থিত?

  • ক. বরিশাল সদর
  • খ. ঝালকাঠি সদর
  • গ. লক্ষীপুর সদর
  • ঘ. পটুয়াখালী সদর

উত্তরঃ লক্ষীপুর সদর

বিস্তারিত

447. বর্তমানে (২০১৬) দেশে নদীবন্দরের সংখ্যা কত?

  • ক. ২৯টি
  • খ. ২৫টি
  • গ. ২৩টি
  • ঘ. ২৭টি

উত্তরঃ ২৯টি

বিস্তারিত

448. বাংলাদেশে প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় কবে?

  • ক. ৩০ জুলাই ১৯৮৯
  • খ. ৫ জুলাই ১৯৮৩
  • গ. ২২ নভেম্বর ১৯৭৫
  • ঘ. ৯ সেপ্টেম্বর ১৯৬০

উত্তরঃ ৯ সেপ্টেম্বর ১৯৬০

বিস্তারিত

449. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. কুমিল্লা
  • খ. ময়মনসিংহ
  • গ. মুন্সীগঞ্জ
  • ঘ. ফরিদপুর

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

450. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. লালমাই, কুমিল্লা
  • খ. বাইতুল ইজ্জত, চট্টগ্রাম
  • গ. রাজারবাগ, ঢাকা
  • ঘ. সারদা, রাজশাহী

উত্তরঃ রাজারবাগ, ঢাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects