বাংলাদেশ বিষয়াবলী

26. বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি?

  • ক. বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  • খ. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  • গ. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • ঘ. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

27. দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সপ্তম শ্রেণি চালু করা হয় কবে?

  • ক. ১ জানুয়ারি ২০১১
  • খ. ১ এপ্রিল ২০১৫
  • গ. ১ জানুয়ারি ২০১৪
  • ঘ. ১ জানুয়ারি ২০১০

উত্তরঃ ১ জানুয়ারি ২০১৪

বিস্তারিত

28. চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?

  • ক. মং
  • খ. থারং
  • গ. মর থেংগারি
  • ঘ. আদাম

উত্তরঃ মর থেংগারি

বিস্তারিত

29. স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?

  • ক. জয়যাত্রা
  • খ. মুক্তির গান
  • গ. ওরা ১১ জন
  • ঘ. লাল সবুজ

উত্তরঃ ওরা ১১ জন

বিস্তারিত

30. বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ওরা ১১ জন' এর পরিচালক কে?

  • ক. তানভীর মোকাম্মেল
  • খ. তারেক মাসুদ
  • গ. মাহফুজ আহমেদ
  • ঘ. চাষী নজরুল ইসলাম

উত্তরঃ চাষী নজরুল ইসলাম

বিস্তারিত

31. বাংলাদেশে চলুকৃত একমাত্র বিদেশী বীমা কোম্পানির বর্তমান নাম কি?

  • ক. মেটালাইফ
  • খ. মেটলাইফ
  • গ. মেটলাইফ আলিকো
  • ঘ. আলিকো মেটালাইফ

উত্তরঃ মেটলাইফ

বিস্তারিত

33. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?

  • ক. ২০১৫ - ২০১৯ সাল
  • খ. ২০১৬ - ২০২০ সাল
  • গ. ২০১৭ - ২০২১ সাল
  • ঘ. ২০১৮ - ২০২২ সাল

উত্তরঃ ২০১৬ - ২০২০ সাল

বিস্তারিত

34. নিরাপদ খাদ্য আইন ২০১৩ কার্যকর হয় কবে?

  • ক. ১ জানুয়ারি ২০১৫
  • খ. ১ এপ্রিল ২০১৫
  • গ. ১২ জানুয়ারি ২০১৫
  • ঘ. ১ ফেব্রুয়ারি ২০১৫

উত্তরঃ ১ ফেব্রুয়ারি ২০১৫

বিস্তারিত

35. ২০১৫ সালের তথ্য অনুযায়ী সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় দেশে মোট কত কি.মি. মহাসড়ক রয়েছে?

  • ক. ২২,২২৫ কি.মি.
  • খ. ২০,৫৬০ কি.মি.
  • গ. ২১,৫৭১ কি.মি.
  • ঘ. ২১,২২৫ কি.মি.

উত্তরঃ ২১,৫৭১ কি.মি.

বিস্তারিত

36. ২০১৩-১৪ কর বর্ষের আয়কর বিবরণীর ভিত্তিতে শীর্ষ করদাতা কোম্পানির নাম কি?

  • ক. জনতা ব্যাংক
  • খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
  • গ. গ্রামীণফোন লি.
  • ঘ. প্রাইম ব্যাংক লি.

উত্তরঃ গ্রামীণফোন লি.

বিস্তারিত

37. সম্প্রতি উদ্ভাবিত বারোমাসি কাঁঠালের জাতের নাম কি?

  • ক. বারি কাঁঠাল-১
  • খ. বারি কাঁঠাল-২
  • গ. বারি কাঁঠাল-৩
  • ঘ. বারি কাঁঠাল

উত্তরঃ বারি কাঁঠাল-৩

বিস্তারিত

38. নতুন প্রস্তাবিত দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে?

  • ক. রাজশাহী ও পাবনা
  • খ. পাবনা ও চট্টগ্রাম
  • গ. পাবনা ও বরিশাল
  • ঘ. রাজশাহী ও চট্টগ্রাম

উত্তরঃ রাজশাহী ও চট্টগ্রাম

বিস্তারিত

39. বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?

  • ক. ৪ মার্চ ২০১৫
  • খ. ৩ মার্চ ২০১৫
  • গ. ২ মার্চ ২০১৫
  • ঘ. ১ মার্চ ২০১৫

উত্তরঃ ১ মার্চ ২০১৫

বিস্তারিত

40. জাতীয় পর্যটন বর্ষ কোন সাল?

  • ক. ২০১৪
  • খ. ২০১৭
  • গ. ১০১৯
  • ঘ. ২০১৬

উত্তরঃ ২০১৬

বিস্তারিত

41. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য "বিজয়গাঁথা" কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী সেনানিবাস
  • খ. কুমিল্লা সেনানিবাস
  • গ. রংপুর সেনানিবাস
  • ঘ. চট্টগ্রাম সেনানিবাস

উত্তরঃ রংপুর সেনানিবাস

বিস্তারিত

42. বর্তমানে (২০১৫) দেশে চা বাগানের সংখ্যা কতটি?

  • ক. ১৬০ টি
  • খ. ১৬২ টি
  • গ. ১৬৪ টি
  • ঘ. ১৬৬ টি

উত্তরঃ ১৬৬ টি

বিস্তারিত

43. চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?

  • ক. ১১ তম
  • খ. ১৭ তম
  • গ. ১৬ তম
  • ঘ. ১৮ তম

উত্তরঃ ১৬ তম

বিস্তারিত

44. জাতিসংঘ সদর দপ্তরে 'বাংলাদেশ লাউঞ্জ' উদ্বোধন করা হয় কবে?

  • ক. ১৫ মার্চ ২০১৫
  • খ. ১৬ মার্চ ২০১৫
  • গ. ১৮ মার্চ ২০১৫
  • ঘ. ১৭ মার্চ ২০১৫

উত্তরঃ ১৭ মার্চ ২০১৫

বিস্তারিত

45. বাংলাদেশ জাতিসংঘ সদর দপ্তরে 'বাংলাদেশ লাউঞ্জ' বরাদ্দ পায় কবে?

  • ক. ২০১৩ সালে
  • খ. ২০১১ সালে
  • গ. ২০১২ সালে
  • ঘ. ২০১৪ সালে

উত্তরঃ ২০১৪ সালে

বিস্তারিত

46. ২৭ শে মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'হরিযুপীয়া' চলচ্চিত্রের পরিচালক কে?

  • ক. সোহানূর রহমান সোহান
  • খ. এফ আই মানিক
  • গ. গোলাম মোস্তফা শিমুল
  • ঘ. তানভীর মোকাম্মেল

উত্তরঃ গোলাম মোস্তফা শিমুল

বিস্তারিত

48. বাংলাদেশে কবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) চালু হয়?

  • ক. ৪ আগস্ট ২০১৪
  • খ. ৬ আগস্ট ২০১৪
  • গ. ৯ আগস্ট ২০১৪
  • ঘ. ৭ আগস্ট ২০১৪

উত্তরঃ ৭ আগস্ট ২০১৪

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects