বাংলাদেশ বিষয়াবলী

130. মন্ত্রীসভায় বর্তমানে (২০১৫) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী কে?

  • ক. মাহবুবুল আলম হানিফ
  • খ. সুরঞ্জিত সেনগুপ্ত
  • গ. ওবায়দুল কাদের
  • ঘ. খন্দকার মোশাররফ হোসেন

উত্তরঃ খন্দকার মোশাররফ হোসেন

বিস্তারিত

131. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে?

  • ক. ২৮ মে ২০১৫
  • খ. ২৫ জুন ২০১৫
  • গ. ২৮ জুন ২০১৫
  • ঘ. ১ জুলাই ২০১৫

উত্তরঃ ২৮ জুন ২০১৫

বিস্তারিত

132. উল্লেখযোগ্য হাইব্রিড জাতের বেগুন কোনটি?

  • ক. লুনা
  • খ. তারাপুরী
  • গ. নয়নতারা
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ উপরের সবকটি

বিস্তারিত

133. ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?

  • ক. ত্রিপুরা
  • খ. নাগাল্যান্ড
  • গ. আসাম
  • ঘ. মিজোরাম

উত্তরঃ আসাম

বিস্তারিত

134. বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

  • ক. মোস্তফা জাব্বার
  • খ. হাফিজউদ্দিন মিয়া
  • গ. আব্দুল জাব্বার
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া

বিস্তারিত

135. ২০১৪-২০১৫ অর্থবছরে পণ্য রপ্তানিতে মোট আয় কত?

  • ক. ৩০১৮ কোটি মার্কিন ডলার
  • খ. ৩২৫০ কোটি মার্কিন ডলার
  • গ. ৩১২০ কোটি মার্কিন ডলার
  • ঘ. ৩২১৮ কোটি মার্কিন ডলার

উত্তরঃ ৩১২০ কোটি মার্কিন ডলার

বিস্তারিত

136. বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০১৪ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত?

  • ক. ১২০০ মা.ড.
  • খ. ১০৮০ মা.ড.
  • গ. ১১২০ মা.ড.
  • ঘ. ১১৫০ মা.ড.

উত্তরঃ ১০৮০ মা.ড.

বিস্তারিত

137. আলিনগর শুল্ক স্টেশন কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. খুলনা
  • গ. চট্টগ্রাম
  • ঘ. রাজশাহী

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

138. কি আমদানির জন্য চট্টগ্রামের আলিনগরকে শুল্ক স্টেশন করা হয়?

  • ক. কৃষি পণ্য
  • খ. শিল্পজাত পণ্য
  • গ. এলপিজি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এলপিজি

বিস্তারিত

139. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন এলাকা কত?

  • ক. ৬৫০ বর্গমাইল
  • খ. ৬১৫ বর্গমাইল
  • গ. ৬২৭ বর্গমাইল
  • ঘ. ৬৩৭ বর্গমাইল

উত্তরঃ ৬২৭ বর্গমাইল

বিস্তারিত

140. দুই টাকার ব্যাংক নোটকে কবে সরকারী মুদ্রায় রূপান্তর করা হয়?

  • ক. ১৯৮৫ সালে
  • খ. ১৯৯২ সালে
  • গ. ১৯৮৯ সালে
  • ঘ. ১৯৯১ সালে

উত্তরঃ ১৯৮৯ সালে

বিস্তারিত

141. বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?

  • ক. ঢাকা - ফেনী
  • খ. বরিশাল - ঢাকা
  • গ. আলিকদম - থানচি
  • ঘ. চট্টগ্রাম - কক্সবাজার

উত্তরঃ আলিকদম - থানচি

বিস্তারিত

142. 'একাত্তরের গেরিলা' গ্রন্থের লেখক কে?

  • ক. সেলিনা হোসেন
  • খ. আখতারুজ্জামান ইলিয়াস
  • গ. ড. জহিরুল ইসলাম
  • ঘ. ড. নীলিমা ইব্রাহীম

উত্তরঃ ড. জহিরুল ইসলাম

বিস্তারিত

143. 'অগ্নিঝরা একাত্তর' ভাস্কর্য কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. ঢাকা
  • গ. বরগুনা
  • ঘ. বরিশাল

উত্তরঃ বরগুনা

বিস্তারিত

145. বাংলাদেশে যৌথ নরডিক দূতাবাসের উদ্বোধন করা হয় কবে?

  • ক. ১৯ জানুয়ারি ২০১৬
  • খ. ১০ জানুয়ারি ২০১৬
  • গ. ১৫ জানুয়ারি ২০১৬
  • ঘ. ২২ জানুয়ারি ২০১৬

উত্তরঃ ১৯ জানুয়ারি ২০১৬

বিস্তারিত

146. বাংলাদেশ নরডিক দূতাবাস কোন দেশ গুলোর যৌথ দূতাবাস?

  • ক. সুইডেন
  • খ. ডেনমার্ক
  • গ. নরওয়ে
  • ঘ. উপরের সব কয়টি

উত্তরঃ উপরের সব কয়টি

বিস্তারিত

147. বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার কে?

  • ক. ডেভিড কার্টার
  • খ. স্টিফেন ইভান্স
  • গ. রবার্ট গিবসন
  • ঘ. অ্যালিসন ব্লেক

উত্তরঃ অ্যালিসন ব্লেক

বিস্তারিত

148. বাংলাদেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কবে?

  • ক. ৩১ মার্চ - ৩১ মে, ২০১৩
  • খ. ২০ - ২৬ এপ্রিল, ২০০৩
  • গ. ২৭ - ৩১ মে, ২০০১
  • ঘ. ২৭ - ২৯ ডিসেম্বর, ১৯৮৬

উত্তরঃ ২৭ - ২৯ ডিসেম্বর, ১৯৮৬

বিস্তারিত

149. খোন্দকার নূরুল আলম নিচের কোন গানটির সুর করেছেন?

  • ক. রোটারি ক্লাবের বাংলা ও ইংরেজি গান
  • খ. জাতীয় ক্রীড়া সঙ্গীত ও স্কাউট মার্চ সঙ্গীত
  • গ. আনসার-ভিডিপি দলের সঙ্গীত
  • ঘ. ওপরের সবগুলো

উত্তরঃ ওপরের সবগুলো

বিস্তারিত

150. 'চোখ যে মনের কথা বলে' গানটির গায়ক কে?

  • ক. আব্দুল জাব্বার
  • খ. মান্না দে
  • গ. বশির আহমেদ
  • ঘ. খোন্দকার নূরুল আলম

উত্তরঃ খোন্দকার নূরুল আলম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects