বাংলাদেশ বিষয়াবলী
130. মন্ত্রীসভায় বর্তমানে (২০১৫) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী কে?
- ক. মাহবুবুল আলম হানিফ
- খ. সুরঞ্জিত সেনগুপ্ত
- গ. ওবায়দুল কাদের
- ঘ. খন্দকার মোশাররফ হোসেন
উত্তরঃ খন্দকার মোশাররফ হোসেন
131. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
- ক. ২৮ মে ২০১৫
- খ. ২৫ জুন ২০১৫
- গ. ২৮ জুন ২০১৫
- ঘ. ১ জুলাই ২০১৫
উত্তরঃ ২৮ জুন ২০১৫
132. উল্লেখযোগ্য হাইব্রিড জাতের বেগুন কোনটি?
- ক. লুনা
- খ. তারাপুরী
- গ. নয়নতারা
- ঘ. উপরের সবকটি
উত্তরঃ উপরের সবকটি
133. ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
- ক. ত্রিপুরা
- খ. নাগাল্যান্ড
- গ. আসাম
- ঘ. মিজোরাম
উত্তরঃ আসাম
134. বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
- ক. মোস্তফা জাব্বার
- খ. হাফিজউদ্দিন মিয়া
- গ. আব্দুল জাব্বার
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া
135. ২০১৪-২০১৫ অর্থবছরে পণ্য রপ্তানিতে মোট আয় কত?
- ক. ৩০১৮ কোটি মার্কিন ডলার
- খ. ৩২৫০ কোটি মার্কিন ডলার
- গ. ৩১২০ কোটি মার্কিন ডলার
- ঘ. ৩২১৮ কোটি মার্কিন ডলার
উত্তরঃ ৩১২০ কোটি মার্কিন ডলার
136. বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০১৪ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
- ক. ১২০০ মা.ড.
- খ. ১০৮০ মা.ড.
- গ. ১১২০ মা.ড.
- ঘ. ১১৫০ মা.ড.
উত্তরঃ ১০৮০ মা.ড.
138. কি আমদানির জন্য চট্টগ্রামের আলিনগরকে শুল্ক স্টেশন করা হয়?
- ক. কৃষি পণ্য
- খ. শিল্পজাত পণ্য
- গ. এলপিজি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ এলপিজি
139. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন এলাকা কত?
- ক. ৬৫০ বর্গমাইল
- খ. ৬১৫ বর্গমাইল
- গ. ৬২৭ বর্গমাইল
- ঘ. ৬৩৭ বর্গমাইল
উত্তরঃ ৬২৭ বর্গমাইল
140. দুই টাকার ব্যাংক নোটকে কবে সরকারী মুদ্রায় রূপান্তর করা হয়?
- ক. ১৯৮৫ সালে
- খ. ১৯৯২ সালে
- গ. ১৯৮৯ সালে
- ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ১৯৮৯ সালে
141. বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
- ক. ঢাকা - ফেনী
- খ. বরিশাল - ঢাকা
- গ. আলিকদম - থানচি
- ঘ. চট্টগ্রাম - কক্সবাজার
উত্তরঃ আলিকদম - থানচি
142. 'একাত্তরের গেরিলা' গ্রন্থের লেখক কে?
- ক. সেলিনা হোসেন
- খ. আখতারুজ্জামান ইলিয়াস
- গ. ড. জহিরুল ইসলাম
- ঘ. ড. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ ড. জহিরুল ইসলাম
143. 'অগ্নিঝরা একাত্তর' ভাস্কর্য কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. ঢাকা
- গ. বরগুনা
- ঘ. বরিশাল
উত্তরঃ বরগুনা
144. বর্তমানে (২০১৬) বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ?
- ক. ২০.২১%
- খ. ১৯.২৭%
- গ. ১৫.৭৫%
- ঘ. ১৭.৬২%
উত্তরঃ ১৭.৬২%
145. বাংলাদেশে যৌথ নরডিক দূতাবাসের উদ্বোধন করা হয় কবে?
- ক. ১৯ জানুয়ারি ২০১৬
- খ. ১০ জানুয়ারি ২০১৬
- গ. ১৫ জানুয়ারি ২০১৬
- ঘ. ২২ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ১৯ জানুয়ারি ২০১৬
146. বাংলাদেশ নরডিক দূতাবাস কোন দেশ গুলোর যৌথ দূতাবাস?
- ক. সুইডেন
- খ. ডেনমার্ক
- গ. নরওয়ে
- ঘ. উপরের সব কয়টি
উত্তরঃ উপরের সব কয়টি
147. বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার কে?
- ক. ডেভিড কার্টার
- খ. স্টিফেন ইভান্স
- গ. রবার্ট গিবসন
- ঘ. অ্যালিসন ব্লেক
উত্তরঃ অ্যালিসন ব্লেক
148. বাংলাদেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কবে?
- ক. ৩১ মার্চ - ৩১ মে, ২০১৩
- খ. ২০ - ২৬ এপ্রিল, ২০০৩
- গ. ২৭ - ৩১ মে, ২০০১
- ঘ. ২৭ - ২৯ ডিসেম্বর, ১৯৮৬
উত্তরঃ ২৭ - ২৯ ডিসেম্বর, ১৯৮৬
149. খোন্দকার নূরুল আলম নিচের কোন গানটির সুর করেছেন?
- ক. রোটারি ক্লাবের বাংলা ও ইংরেজি গান
- খ. জাতীয় ক্রীড়া সঙ্গীত ও স্কাউট মার্চ সঙ্গীত
- গ. আনসার-ভিডিপি দলের সঙ্গীত
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
150. 'চোখ যে মনের কথা বলে' গানটির গায়ক কে?
- ক. আব্দুল জাব্বার
- খ. মান্না দে
- গ. বশির আহমেদ
- ঘ. খোন্দকার নূরুল আলম
উত্তরঃ খোন্দকার নূরুল আলম