বাংলাদেশ বিষয়াবলী
101. GPF-এর পূর্ণরূপ কি?
- ক. General Protocol Forum
- খ. General Provident Fund
- গ. General Provident Facility
- ঘ. None of the above
উত্তরঃ General Provident Fund
102. রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের নাম কি?
- ক. রক্ত সোপান
- খ. রক্ত লাল
- গ. অর্জন
- ঘ. রক্ত রাঙা
উত্তরঃ অর্জন
103. রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য "অর্জন" এর ভাস্কর কে?
- ক. নিতুন কুণ্ড
- খ. মইনুল হক
- গ. অনীক রেজা
- ঘ. জিয়াউল আহসান
উত্তরঃ অনীক রেজা
104. পায়রা বন্দর স্থল শুল্ক স্টেশন কোথায় অবস্থিত?
- ক. হিলি, দিনাজপুর
- খ. বেনাপোল, যশোর
- গ. কলাপাড়া, পটুয়াখালী
- ঘ. সোনামসজিদ, চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ কলাপাড়া, পটুয়াখালী
105. পায়রা বন্দর স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয় কবে?
- ক. ২ নভেম্বর ২০১৫
- খ. ৪ নভেম্বর ২০১৫
- গ. ৬ নভেম্বর ২০১৫
- ঘ. ৩ নভেম্বর ২০১৫
উত্তরঃ ৪ নভেম্বর ২০১৫
106. বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত "বীরশ্রেষ্ঠ ফোয়ারা" বাংলাদেশের কোথায় অবস্থিত?
- ক. রংপুর
- খ. ঢাকা
- গ. রাজশাহী
- ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
107. বর্তমানে (২০১৬) কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু রয়েছে?
- ক. ১৪৫ টি
- খ. ১৪৪ টি
- গ. ১৪৩ টি
- ঘ. ১৪২ টি
উত্তরঃ ১৪৫ টি
108. দেশের একমাত্র জৈব সার কারখানার যাত্রা শুরু হয় কবে?
- ক. ১৯ এপ্রিল ২০১৫
- খ. ১৮ এপ্রিল ২০১৫
- গ. ১৭ এপ্রিল ২০১৫
- ঘ. ১৬ এপ্রিল ২০১৫
উত্তরঃ ১৭ এপ্রিল ২০১৫
109. ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ কবে থেকে কার্যকর হয়?
- ক. ৫ এপ্রিল ২০১৫
- খ. ৮ এপ্রিল ২০১৫
- গ. ৬ এপ্রিল ২০১৫
- ঘ. ৯ এপ্রিল ২০১৫
উত্তরঃ ৫ এপ্রিল ২০১৫
110. নতুন উপজেলা গঠনের জন্য নূন্যতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
- ক. ৭-৮ টি
- খ. ৫-৬ টি
- গ. ৬-৭ টি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৭-৮ টি
111. নতুন উপজেলা গঠনের জন্য আয়তন নূন্যতম কত হতে হবে?
- ক. ২৫০ বর্গ কিলোমিটার
- খ. ২৭৫ বর্গ কিলোমিটার
- গ. ৩০০ বর্গ কিলোমিটার
- ঘ. ৩২৫ বর্গ কিলোমিটার
উত্তরঃ ৩০০ বর্গ কিলোমিটার
112. ২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশী অংশগ্রহণ করে?
- ক. ১৫ জন
- খ. ১২ জন
- গ. ১৩ জন
- ঘ. ১১ জন
উত্তরঃ ১১ জন
113. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর?
- ক. ৬৮.৮
- খ. ৭০.৭
- গ. ৬৯.২৫
- ঘ. ৭২.০৫
উত্তরঃ ৭০.৭
114. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
- ক. ১.৫০%
- খ. ১.৪৫%
- গ. ১.৩৭%
- ঘ. ১.৩০%
উত্তরঃ ১.৩৭%
115. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটারে) কত?
- ক. প্রতি বর্গ কিলোমিটারে ১২৫০ জন
- খ. প্রতি বর্গ কিলোমিটারে ১১৫০ জন
- গ. প্রতি বর্গ কিলোমিটারে ১০৬৩ জন
- ঘ. প্রতি বর্গ কিলোমিটারে ১০৭৫ জন
উত্তরঃ প্রতি বর্গ কিলোমিটারে ১০৬৩ জন
116. কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. ভারত
- ঘ. জাপান
উত্তরঃ চীন
117. ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
- ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
- খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
- গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
118. বর্তমানে (২০১৭) দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
- ক. ৩৪ টি
- খ. ২০ টি
- গ. ৪০ টি
- ঘ. ৩৫ টি
উত্তরঃ ৩৪ টি
119. রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয়?
- ক. ১৫ জুলাই ২০১৫
- খ. ১২ জুলাই ২০১৫
- গ. ৮ জুলাই ২০১৫
- ঘ. ৬ জুলাই ২০১৫
উত্তরঃ ৮ জুলাই ২০১৫
120. ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভ করেন কোন বাংলাদেশী?
- ক. আমজাদ খান চৌধুরী
- খ. স্যার ফজলে হাসান আবেদ
- গ. ড. মুহাম্মদ ইউনুস
- ঘ. অ্যাভোকেট কামরুল ইসলাম
উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ
124. শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
- ক. ৩০ জুন ২০১৫
- খ. ২৫ জুন ২০১৫
- গ. ৫ জুলাই ২০১৫
- ঘ. ৩ জুলাই ২০১৫
উত্তরঃ ৩০ জুন ২০১৫