বাংলাদেশ বিষয়াবলী
76. মোট বাজেট কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
- ক. ২,৯৫,২৫০ কোটি
- খ. ২,৯৫,২০০ কোটি
- গ. ২,৯৫,৪০০ কোটি
- ঘ. ২,৯৫,১০০ কোটি
উত্তরঃ ২,৯৫,১০০ কোটি
77. 'ফিরে দেখো '৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ' ভাস্কর্য কোথায় অবস্থিত?
- ক. ঢাকা সেনানিবাস
- খ. নারায়ণঞ্জ পুলিশ-লাইন
- গ. রাজশাহী সেনানিবাস
- ঘ. রংপুর সেনানিবাস
উত্তরঃ নারায়ণঞ্জ পুলিশ-লাইন
78. সাধারণ করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
- ক. ২ লাখ ৭০ হাজার
- খ. ২ লাখ ৪৫ হাজার
- গ. ২ লাখ ৩৫ হাজার
- ঘ. ২ লাখ ৫০ হাজার
উত্তরঃ ২ লাখ ৫০ হাজার
79. 'বাংলার বিজয়' ভাস্কর্য কোথায় অবস্থিত?
- ক. কালুরঘাট, চট্টগ্রাম
- খ. ষোলশহর, চট্টগ্রাম
- গ. হালিশহর, চট্টগ্রাম
- ঘ. পাহাড়তলি, চট্টগ্রাম
উত্তরঃ ষোলশহর, চট্টগ্রাম
80. নারী ও ৬৫ বছরের উর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
- ক. ২.৭০ লাখ
- খ. ২.৫০ লাখ
- গ. ২.২৫ লাখ
- ঘ. ৩.০০ লাখ
উত্তরঃ ৩.০০ লাখ
81. মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন' কোথায় অবস্থিত?
- ক. যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
- খ. রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
- গ. রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
- ঘ. যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস
উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
82. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 'বিশ্বাস-ই-বিজয়' ভাস্কর্যের স্থপতি কে?
- ক. মইনুল আহসান
- খ. আহসান হাবীব
- গ. দীপক সরকার
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ দীপক সরকার
83. বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
- ক. যশোর
- খ. চাঁপাই নবাবগঞ্জ
- গ. কক্সবাজার
- ঘ. দিনাজপুর
উত্তরঃ কক্সবাজার
84. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট- এর জেনেটিক গবেষণায় উদ্ভাবিত তেলাপিয়ার নাম কি?
- ক. বিএফআরআই গিফট তেলাপিয়া
- খ. বিএফআরআই তেলাপিয়া
- গ. বিএফ গিফট তেলাপিয়া
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিএফআরআই গিফট তেলাপিয়া
85. বর্তমানে (২০১৪ সালে) বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
- ক. জাপান
- খ. যুক্তরাষ্ট্র
- গ. যুক্তরাজ্য
- ঘ. চীন
উত্তরঃ যুক্তরাজ্য
86. ২০১৫ সালে বৈশিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ৮০ তম
- খ. ৮২ তম
- গ. ৮৪ তম
- ঘ. ৮৬ তম
উত্তরঃ ৮৪ তম
87. ২০১৫ সালে কতজন নারীকে সুফিয়া কামাল সম্মাননা পদক দেয়া হয়?
- ক. ১০ জন
- খ. ১২ জন
- গ. ৮ জন
- ঘ. ৬ জন
উত্তরঃ ৮ জন
88. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন শুরু হয়?
- ক. ১ জুন ২০১৫
- খ. ১৫ জুন ২০১৫
- গ. ১ জুলাই ২০১৫
- ঘ. ১০ জুলাই ২০১৫
উত্তরঃ ১ জুলাই ২০১৫
89. সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে কতটি মন্ত্রণালয় ও বিভাগ?
- ক. ২৩টি
- খ. ১৯টি
- গ. ২৫টি
- ঘ. ১৬টি
উত্তরঃ ২৩টি
90. বাংলাদেশে বৃহত্তম পানি শোধনাগারটি কোথায় অবস্থিত?
- ক. গোদনাইল, নারায়ণগঞ্জ
- খ. চাঁদনীঘাট, ঢাকা
- গ. পুঠিয়া, রাজশাহী
- ঘ. সায়েদাবাদ, ঢাকা
উত্তরঃ সায়েদাবাদ, ঢাকা
91. মুক্তিযুদ্ধের সময় রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতীস্তম্ভের নাম কি?
- ক. রক্ত সোপান
- খ. রক্ত লাল
- গ. রক্ত গৌরব
- ঘ. রক্ত রাঙা
উত্তরঃ রক্ত গৌরব
92. বর্তমানে (২০১৫) কোন নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে?
- ক. পাঁচ টাকা
- খ. এক টাকা
- গ. দুই টাকা
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
93. বর্তমানে (২০১৫) কোন নোট সরকারি মুদ্রা?
- ক. পাঁচ টাকা
- খ. এক টাকা
- গ. দুই টাকা
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
94. প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন?
- ক. মুসা ইব্রাহীম
- খ. ওয়াসফিয়া নাজরীন
- গ. এম.এ. মুহিত
- ঘ. নিশাত মজুমদার
উত্তরঃ ওয়াসফিয়া নাজরীন
95. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট-এর বর্তমান (২০১৫) নাম কি?
- ক. বাংলাদেশ সুগারকেইন গবেষণা ইনস্টিটিউট
- খ. বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
- গ. বাংলাদেশ সুগারকেইন ক্রপ গবেষণা ইনস্টিটিউট
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
96. সরকারি মুদ্রায় কার স্বাক্ষর থাকে?
- ক. প্রধানমন্ত্রীর
- খ. প্রেসিডেন্টের
- গ. অর্থমন্ত্রীর
- ঘ. অর্থসচিবের
উত্তরঃ অর্থসচিবের
97. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ-এর নাম কি?
- ক. বঙ্গবন্ধু-২
- খ. বঙ্গবন্ধু-১
- গ. বঙ্গবন্ধু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বঙ্গবন্ধু-১
98. বঙ্গবন্ধু স্যাটেলাইটের মূল আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর?
- ক. ১২ বছর
- খ. ১৫ বছর
- গ. ১০ বছর
- ঘ. ১৮ বছর
উত্তরঃ ১৫ বছর
99. ২০১৫ সালের বৈশ্বিক সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১০০তম
- খ. ১০৫তম
- গ. ১০৩তম
- ঘ. ১০৭তম
উত্তরঃ ১০৩তম
100. NSSS-এর পূর্ণরূপ কি?
- ক. National Security Service Strategy
- খ. National Social Security Strategy
- গ. National Social Service Strategy
- ঘ. None of the above
উত্তরঃ National Social Security Strategy