বাংলাদেশ বিষয়াবলী

151. বর্তমানে (২০১৭) মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. রংপুর
  • খ. বরিশাল
  • গ. যশোর
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

152. বর্তমানে (২০১৬) সবচেয়ে কম মাছ উৎপাদন হয় কোথায়--

  • ক. বান্দরবান
  • খ. পঞ্চগড়
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. খাগড়াছড়ি

উত্তরঃ বান্দরবান

বিস্তারিত

153. বর্তমানে (২০১৬) ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. নাটোর
  • খ. রংপুর
  • গ. রাজশাহী
  • ঘ. যশোর

উত্তরঃ রংপুর

বিস্তারিত

154. বর্তমানে (২০১৬) ফল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. চাঁপাই নবাবগঞ্জ
  • খ. ময়মনসিংহ
  • গ. বরিশাল
  • ঘ. রাজশাহী

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

155. বর্তমানে (২০১৬) সবজি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

  • ক. রাজশাহী
  • খ. চাঁপাই নবাবগঞ্জ
  • গ. যশোর
  • ঘ. বরিশাল

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

156. বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান (২০১৬) প্রধান কে?

  • ক. মুহাম্মদ ফরিদ হাবিব
  • খ. জহির উদ্দিন আহমেদ
  • গ. এম হাসান আলী খান
  • ঘ. মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ

উত্তরঃ মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ

বিস্তারিত

157. বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?

  • ক. মার্শাল অব দ্য এয়ারফোর্স
  • খ. এয়ার চিফ মার্শাল
  • গ. এয়ার মার্শাল
  • ঘ. এয়ার ভাইস মার্শাল

উত্তরঃ এয়ার চিফ মার্শাল

বিস্তারিত

158. বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম এয়ার চিফ মার্শাল কে?

  • ক. আবু এসরার
  • খ. মোহাম্মদ ইনামুল বারি
  • গ. শাহ মোহাম্মদ জিয়াউর রহমান
  • ঘ. ফখরুল আজম

উত্তরঃ আবু এসরার

বিস্তারিত

159. বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের পদবি 'এয়ার মার্শাল' থেকে 'এয়ার ভাইস মার্শাল'- এ উন্নীত করা হয় কবে?

  • ক. ১৭ জানুয়ারি ২০১৬
  • খ. ১৪ জানুয়ারি ২০১৬
  • গ. ১২ জানুয়ারি ২০১৬
  • ঘ. ৯ জানুয়ারি ২০১৬

উত্তরঃ ১৭ জানুয়ারি ২০১৬

বিস্তারিত

160. কবে মন্ত্রীসভায় অষ্টম জাতীয় পে-স্কেল অনুমোদিত হয়?

  • ক. ০৭/০৮/২০১৫
  • খ. ০৭/০৯/২০১৫
  • গ. ০৮/০৯/২০১৫
  • ঘ. ১০/০৮/২০১৫

উত্তরঃ ০৭/০৯/২০১৫

বিস্তারিত

161. বর্তমানে (২০১৫) দেশে বিভাগ কতটি?

  • ক. ১০টি
  • খ. ১২টি
  • গ. ৮টি
  • ঘ. ৯টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

162. ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় কবে?

  • ক. ১৫ সেপ্টেম্বর ২০১৫
  • খ. ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • গ. ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ঘ. ১২ সেপ্টেম্বর ২০১৫

উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিস্তারিত

163. বর্তমানে (২০১৫) আয়তনে ক্ষুদ্রতম বিভাগের নাম কি?

  • ক. রাজশাহী
  • খ. ময়মনসিংহ
  • গ. সিলেট
  • ঘ. বরিশাল

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

164. ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কত?

  • ক. ৮টি
  • খ. ৬টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

165. বর্তমানে (২০১৫) কোন দুটি বিভাগের সাথে সীমান্তবর্তী জেলা নেই?

  • ক. রংপুর ও ঢাকা
  • খ. বরিশাল ও রংপুর
  • গ. খুলনা ও ঢাকা
  • ঘ. ঢাকা ও বরিশাল

উত্তরঃ ঢাকা ও বরিশাল

বিস্তারিত

166. কোন দুটি বিভাগের সবগুলো জেলার সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে?

  • ক. ময়মনসিংহ ও রংপুর
  • খ. সিলেট ও রংপুর
  • গ. ময়মনসিংহ ও সিলেট
  • ঘ. খুলনা ও সিলেট

উত্তরঃ ময়মনসিংহ ও সিলেট

বিস্তারিত

167. আয়তনে ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কোনটি?

  • ক. কিশোরগঞ্জ
  • খ. টাঙ্গাইল
  • গ. ফরিদপুর
  • ঘ. ঢাকা

উত্তরঃ টাঙ্গাইল

বিস্তারিত

168. বর্তমানে (২০১৫) দেশে পৌরসভার সংখ্যা কতটি?

  • ক. ৩২৫টি
  • খ. ৩২০টি
  • গ. ৩২২টি
  • ঘ. ৩১৯টি

উত্তরঃ ৩২০টি

বিস্তারিত

169. ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন পৌরসভাটি সৃষ্টি করা হয়?

  • ক. ভাণ্ডারিয়া (পিরোজপুর)
  • খ. দেবীগঞ্জ (পঞ্চগড়)
  • গ. বাঙ্গারা (কুমিল্লা)
  • ঘ. চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)

উত্তরঃ ভাণ্ডারিয়া (পিরোজপুর)

বিস্তারিত

170. বর্তমানে (২০১৫) দেশে থানার সংখ্যা কত?

  • ক. ৬৩০টি
  • খ. ৬৩৭টি
  • গ. ৬৩৮টি
  • ঘ. ৬৩৫টি

উত্তরঃ ৬৩৭টি

বিস্তারিত

171. ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন থানাটি সৃষ্টি করা হয়?

  • ক. দেবীগঞ্জ (পঞ্চগড়)
  • খ. নাজিরহাট (চট্টগ্রাম)
  • গ. চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
  • ঘ. বাঙ্গারা (কুমিল্লা)

উত্তরঃ বাঙ্গারা (কুমিল্লা)

বিস্তারিত

172. জাতিসংঘে বাংলাদেশ মিশনে বর্তমান (২০১৫) স্থায়ী প্রতিনিধি কে?

  • ক. সুলতানা লায়লা হোসেন
  • খ. মিজানুর রহমান
  • গ. মাসুদ বিন মোমেন
  • ঘ. রাবাব ফাতেমা

উত্তরঃ মাসুদ বিন মোমেন

বিস্তারিত

173. পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?

  • ক. কামরুন্নাহার
  • খ. শামসুন্নাহার
  • গ. ফয়জুন্নাহার
  • ঘ. ফজিলাতুন নেসা

উত্তরঃ শামসুন্নাহার

বিস্তারিত

174. পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙাপ্রভাত, মেঘদূত ও ময়ূরপঙ্খী এগুলো কি?

  • ক. বিমান বহরের উড়োজাহাজ
  • খ. বেগুনের কয়েকটি জাত
  • গ. নৌবহরের জাহাজ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিমান বহরের উড়োজাহাজ

বিস্তারিত

175. ১২ জানুয়ারি ২০১৬ বিমান বহরে যুক্ত হয় কোন দুটি উড়োজাহাজ?

  • ক. পালকি ও অরুণ আলো
  • খ. পালকি ও মেঘদূত
  • গ. মেঘদূত ও ময়ূরপঙ্খী
  • ঘ. ময়ূরপঙ্খী ও অরুণ আলো

উত্তরঃ মেঘদূত ও ময়ূরপঙ্খী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects