বাংলাদেশ বিষয়াবলী
226. 'অসমাপ্ত আত্মজীবনী' জাপানি ভাষায় অনুবাদ করেন কে?
- ক. মাশাতো ওয়াতানাবো
- খ. শিরো শাদোশিমা
- গ. কাজুহিরো ওয়াতানাবো
- ঘ. শিরো সাডোসিমা
উত্তরঃ কাজুহিরো ওয়াতানাবো
227. 'অসমাপ্ত আত্মজীবনী' চীনা ভাষায় অনুবাদ করেন কে?
- ক. ওয়াং চুংগি
- খ. চাই শি
- গ. মা কুও মিং
- ঘ. হু কিয়ান ওয়েন
উত্তরঃ চাই শি
228. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন কতজন?
- ক. ১৫ জন
- খ. ১৪ জন
- গ. ১১ জন
- ঘ. ৯ জন
উত্তরঃ ১১ জন
230. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অধ্যাদেশ, ২০১৫ জারি করা হয় কবে?
- ক. ২০ জুলাই ২০১৫
- খ. ২৪ জুলাই ২০১৫
- গ. ২৬ জুলাই ২০১৫
- ঘ. ২৮ জুলাই ২০১৫
উত্তরঃ ২৬ জুলাই ২০১৫
231. 'সিংনাথ', 'দোহাজারী' ও 'খটখটিয়া' কোন কৃষিপণ্যের নতুন জাত?
- ক. বি আর ধান
- খ. বিটি বেগুন
- গ. বিটি আখ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিটি বেগুন
232. শাহজালাল সার কারখানা কোথায় অবস্থিত?
- ক. সাভার, ঢাকা
- খ. সপুরা, রাজশাহী
- গ. শিবগঞ্জ, বগুড়া
- ঘ. ফেঞ্চুগঞ্জ, সিলেট
উত্তরঃ ফেঞ্চুগঞ্জ, সিলেট
233. শাহজালাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
- ক. ইউরিয়া
- খ. অ্যামোনিয়া
- গ. ক ও খ উভয়ই
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক ও খ উভয়ই
234. বাংলাদেশে প্রথম শস্যবীমা চালু হয় কবে?
- ক. ১৯৭৩ সালে
- খ. ১৯৭৫ সালে
- গ. ১৯৭৭ সালে
- ঘ. ১৯৮১ সালে
উত্তরঃ ১৯৭৭ সালে
235. শিল্পে অবদানের জন্য প্রবর্তিত পুরস্কারের নাম কি?
- ক. রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার
- খ. প্রধানমন্ত্রী শিল্প উন্নয়ন পুরস্কার
- গ. বঙ্গবন্ধু শিল্প উন্নয়ন পুরস্কার
- ঘ. জাতীয় শিল্প উন্নয়ন পুরস্কার
উত্তরঃ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার
236. ঘূর্ণিঝড় 'কোমেন' বাংলাদেশে আঘাত হানে কবে?
- ক. ২৬ জুলাই ২০১৫
- খ. ২৮ জুলাই ২০১৫
- গ. ৩০ জুলাই ২০১৫
- ঘ. ১ আগস্ট ২০১৫
উত্তরঃ ৩০ জুলাই ২০১৫
237. জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন করা হয় কবে?
- ক. ১৯৯৫ সালে
- খ. ১৯৯৭ সালে
- গ. ১৯৯৯ সালে
- ঘ. ১৯৯৩ সালে
উত্তরঃ ১৯৯৭ সালে
238. বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র কোথায় নির্মিত হবে?
- ক. সাভার, ঢাকা
- খ. আশুলিয়া, ঢাকা
- গ. পূর্বাচল, ঢাকা
- ঘ. গুলশান, ঢাকা
উত্তরঃ পূর্বাচল, ঢাকা
239. ১৬ আগস্ট ২০১৫ নতুন যে ২টি নদীবন্দর ঘোষণা করা হয়--
- ক. ফরিদপুর ও বরিশাল
- খ. ঘোড়াশাল ও ফরিদপুর
- গ. ঘোড়াশাল ও পটুয়াখালী
- ঘ. বরিশাল ও পটুয়াখালী
উত্তরঃ ঘোড়াশাল ও ফরিদপুর
240. প্রস্তাবিত বাংলাদেশের ৩২০তম পৌরসভা কোন জেলায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. রংপুর
- গ. সিলেট
- ঘ. পিরোজপুর
উত্তরঃ পিরোজপুর
241. বাংলাদেশের কোন থানাকে ভেঙ্গে ৬৩৭তম থানা সৃষ্টি করা হয়?
- ক. দেবীগঞ্জ (পঞ্চগড়)
- খ. নাজিরহাট (চট্টগ্রাম)
- গ. চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
- ঘ. মুরাদনগর (কুমিল্লা)
উত্তরঃ মুরাদনগর (কুমিল্লা)
242. 'গৌড়বহো' বা 'গৌড়বধ' কাব্যের রচয়িতা কে?
- ক. কলহন
- খ. কালিদাস
- গ. সন্ধ্যাকরনন্দী
- ঘ. বাকপতিরাজ
উত্তরঃ বাকপতিরাজ
243. দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTC) কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. চট্টগ্রাম
- গ. নারায়ণগঞ্জ
- ঘ. সিলেট
উত্তরঃ চট্টগ্রাম
244. ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
- ক. ভারত ৩১টি ও মিয়ানমার ২টি
- খ. ভারত ৩০টি ও মিয়ানমার ২টি
- গ. ভারত ৩২টি ও মিয়ানমার ১টি
- ঘ. ভারত ৩০টি ও মিয়ানমার ৩টি
উত্তরঃ ভারত ৩০টি ও মিয়ানমার ৩টি
245. দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র (WTC) কবে উদ্বোধন করা হয়?
- ক. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
- খ. ২৫ জানুয়ারি ২০১৬
- গ. ৩০ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ৩০ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ৩০ জানুয়ারি ২০১৬
246. দেশের প্রথম পরিবেশবান্ধব ওভেন পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম কি?
- ক. একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেড
- খ. একেএস ইকো অ্যাপারেলস লিমিটেড
- গ. একেএইচ ইকো গার্মেন্টস লিমিটেড
- ঘ. একেএইচ অ্যাপারেলস কোম্পানি লিমিটেড
উত্তরঃ একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেড
248. দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ম্যুরাল কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. চট্টগ্রাম
- গ. রাজশাহী
- ঘ. বরিশাল
উত্তরঃ চট্টগ্রাম
250. দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ম্যুরাল এর উচ্চতা কত?
- ক. ৪২ মিটার
- খ. ৪২ ফুট
- গ. ৩৫ মিটার
- ঘ. ৩৫ ফুট
উত্তরঃ ৪২ ফুট